এশিয়া কাপ কে কতবার নিয়েছে – এশিয়া কাপ চ্যাম্পিয়ন তালিকা 2023

যাদের মনে এই এশিয়া কাপ কে কতবার নিয়েছে প্রশ্নটি বারবার ঘুরপাক খায় তাদের জন্য আজকের পোস্ট এ এশিয়া কাপ চ্যাম্পিয়ন তালিকা ২০২৩ সাজানো হয়েছে।

এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে জনপ্রিয় টুর্নামেন্টের নাম হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে প্রতিবারে এশিয়া মহাদেশ থেকে বেশ শক্তিশালী ক্রিকেট দলগুলো অংশগ্রহণ করে থাকে ।

যার কারণে মানুষ এই এশিয়া কাপ চ্যাম্পিয়ন তালিকাটি জানতে চায়। তো পোস্টটি শেষ পর্যন্ত পড়লে আপনারা এশিয়া কাপ কে কতবার নিয়েছে সেই সবগুলো বিস্তারিত জানতে পারবেন।

এশিয়া কাপ কে কতবার নিয়েছে

এশিয়া কাপ সর্বপ্রথম শুরু হয় ১৯৮৪ সালে । আর সর্বপ্রথম এখানে মাত্র তিনটি দেশ অংশগ্রহণ করেছিল। তো চলুন এখন আমরা নিচে এই এশিয়া কাপ কে কতবার নিয়েছে সেটা বিস্তারিত।

  • ✓ ভারত মোট ১১ বার এশিয়া কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করে এবং তার মধ্যে ৭ বার তারা চ্যাম্পিয়ন হয়। এছাড়া ভারত মোট পাঁচবার এই টুর্নামেন্টে রানার্স আপ হয়।
  • ✓ শ্রীলঙ্কা মোট ১২ বার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার পরে পাঁচটি শিরোপা অর্জন করে। এবং তারা রানার্স আপ হয় মোট ছয় বার।
  • ✓ পাকিস্তান মোট ১১ বার এশিয়া কাপে অংশগ্রহণ করে দুইবার চ্যাম্পিয়ন হয়। তারা ২ বার রানার্স অ্যাপ ও হয়।
  • ✓ বাংলাদেশ এই টুর্নামেন্টে ১১ বার অংশগ্রহণ করে একবার ও চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে তারা মোট তিনবার রানার্সআপ হয়।

যারা এই এশিয়া কাপ কে কতবার নিয়েছে প্রশ্নটি করেছিলেন আশা করি উপরের লেখাগুলো পড়ার মাধ্যমে প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়ে গেছেন।

এশিয়া কাপ চ্যাম্পিয়ন তালিকা

যেহেতু এশিয়া কাপ টুর্নামেন্ট টি অনেকদিন ধরে হয়ে আসছে এই কারণে বেশ কিছু দল চ্যাম্পিয়ন হয়েছিল। যারা এশিয়া কাপ চ্যাম্পিয়ন তালিকা টা জানতে চান তারা নিচের তালিকা টি দেখতে পারেন।

Year Winner Team Runner Up
2023 TBD TBD
2022 শ্রীলঙ্কা পাকিস্তান
2018 ইন্ডিয়া বাংলাদেশ
2016 ইন্ডিয়া বাংলাদেশ
2014  শ্রীলঙ্কা পাকিস্তান
2012 পাকিস্তান বাংলাদেশ
2010 ইন্ডিয়া শ্রীলঙ্কা
2008 শ্রীলঙ্কা ইন্ডিয়া
2004 শ্রীলঙ্কা ইন্ডিয়া
2000 পাকিস্তান শ্রীলঙ্কা
1997 শ্রীলঙ্কা ইন্ডিয়া
1995 ইন্ডিয়া শ্রীলঙ্কা
1990-91 ইন্ডিয়া শ্রীলঙ্কা
1988 ইন্ডিয়া শ্রীলঙ্কা
1986 শ্রীলঙ্কা পাকিস্তান
1984 ইন্ডিয়া শ্রীলঙ্কা

পরিশেষে

আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে এশিয়া কাপ কে কতবার নিয়েছে সেটা বিস্তারিত জানানো সহ এই এশিয়া কাপ চ্যাম্পিয়ন তালিকা প্রদান করা হয়েছে।

এখানে আমরা সমস্ত তথ্য ইন্টারনেট থেকে এবং উইকিপিডিয়া থেকে নিয়েছি। তো আমাদের শেয়ার করা এই এশিয়া কাপ চ্যাম্পিয়ন তালিকাটি আপনার কেমন লাগলো সেটা কমেন্ট করে জানতে পারেন।

ভালো লাগতে পারে

Back to top button