শুধু রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩
আসসালামু আলাইকুম আমরা যেভাবে সরকারি ওয়েবসাইটে ঢুকে আমাদের এসএসসি রেজাল্ট দেখি সেভাবে রেজাল্ট দেখতে হলে আমাদের রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর দুইটাই প্রয়োজন হয় । কিন্তু এমন একটি এসএসসি রেজাল্ট দেখার উপায় আছে, যেভাবে আপনারা রেজাল্ট দেখলে কোন ধরনের রেজিস্ট্রেশন নম্বর লাগবে না শুধুমাত্র রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট দেখে নিতে পারবেন।
রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩
যদি আপনি শুধুমাত্র রোল নম্বর ব্যবহার করে আপনার এসএসসি রেজাল্ট দেখতে চান তাহলে নিচের লেখাগুলো সুন্দরভাবে পরতে হবে এবং আমি যে ধাপ গুলো অনুসরণ করতে বলবো সেগুলো সঠিক ভাবে অনুসরণ করতে হবে। যেহেতু সরকারি ওয়েবসাইট থেকে শুধুমাত্র রোল নম্বর ব্যবহার করে রেজাল্ট দেখা যায় না তাই আপনাকে অন্য সাইডে ঢুকে দেখতে হবে ।
ধাপ ০১: প্রথমে google.com এ গিয়ে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম লিখে সার্চ করতে হবে ।
ধাপ ০২: এরপর আপনার বোর্ড এর অফিশিয়াল ওয়েবসাইট গুগলে দেখানো হবে। সেই ওয়েব সাইটে ক্লিক করবেন।
ধাপ ০৩; আপনার বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে ঢোকার পরে ওপরে সার্চ বার দেখতে পারবেন সেখানে টাইপ করবেন ssc result লিখে ।
ধাপ ০৪: বিভিন্ন বোর্ডের ওয়েবসাইটের সিস্টেম বিভিন্ন ধরনের হতে পারে । তারপর দেখবেন আপনার সামনে এসএসসি রেজাল্ট দেখার ফরম ওপেন হবে সেখানে শুধুমাত্র আপনার রোল নম্বর লিখে সার্চ করলে আপনি রেজাল্ট দেখে নিতে পারবেন । রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট
যদি আপনাদের শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে সার্চ অপশন না থাকে তাহলে খুব সহজেই যেভাবে রেজাল্ট দেখার লিংক খুঁজে পাবেন ।
ধাপ ০১: গুগলে গিয়ে আপনার বোর্ডের নাম লিখে তারপর ssc reault শব্দটা জুড়ে দিয়ে সার্চ করবেন । অর্থাৎ যদি আপনি রাজশাহী বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন: rajsahiboard ssc result.
ধাপ ০২: ধাপ এক এ দেখানো পদ্ধতি অনুসরণ করে গুগলে সার্চ করলে আপনাদের বোর্ডের রেজাল্ট দেখার ওয়েবসাইটের লিংক চলে আসবে।
ধাপ ০৩: এরপর সেই লিংকে ঢুকে আপনার রোল নম্বর দিয়ে খুব সহজে কোন ধরনের রেজিস্ট্রেশন নম্বর ছাড়া রেজাল্ট দেখে নিতে পারবেন ।রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট
যদি আপনার এই ধাপগুলো অনুসরণ করে ওয়েবসাইটের লিংক খুঁজে না পান তাহলে নিচে আমি সরাসরি এডুকেশন বোর্ড রেজাল্ট দেখানোর ওয়েবসাইট গুলোর লিংক দিয়ে দিলাম ।
✓ ঢাকা বোর্ডের রেজাল্ট দেখার ওয়েবসাইট: https://www.dhakaeducationboard.gov.bd/
✓ রাজশাহী বোর্ডের রেজাল্ট দেখার ওয়েবসাইট: http://www.rajshahieducationboard.gov.bd/
✓ দিনাজপুর বোর্ডের রেজাল্ট দেখার ওয়েবসাইট: http://www.dinajpureducationboard.gov.bd/
✓ যশর বোর্ডের রেজাল্ট দেখার ওয়েবসাইট: https://www.jessoreboard.gov.bd/
✓ চট্টগাম বোর্ডের রেজাল্ট দেখার ওয়েবসাইট: https://bise-ctg.portal.gov.bd/
✓ কুমিল্লা বোর্ডের রেজাল্ট দেখার ওয়েবসাইট: https://comillaboard.portal.gov.bd/
✓ সিলেট বোর্ডের রেজাল্ট দেখার ওয়েবসাইট: https://educationboard.sylhet.gov.bd/
আশা করি উপরে দেখানো ধাপ গুলো আপনারা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন। এরপরও যদি রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট দেখতে আপনাদের কোন অবশ্যই আমাদের কে কমেন্ট করে জানাবেন।