শিউলি ফুল নিয়ে ক্যাপশন

ফুল আমাদের সবারই অনেক বেশি প্রিয় একটি জিনিস। এই কারণে আমরা অনেক সময় শিউলি ফুল নিয়ে ক্যাপশন গুলো খোঁজাখুঁজি করে থাকে। তো আজকের এই পোস্ট শেষ পর্যন্ত পড়লে আপনারা শিউলি ফুল নিয়ে ক্যাপশন গুলো পেয়ে যাবেন।

নৈর্বেত্তিক এর সমাধান এবং সাজেশন সবার আগে পেতে
আমাদের ফেসবুক পেইজে ফলো কিংবা ফেসবুক গ্রুপে জয়েন করে যেকোনো পোষ্ট দিতে পারো।

মনে রাখবেন এই ফুল খুব ভালো একটি জিনিস যেটা মানুষের মনকে অনেক খুশি রাখতে সাহায্য করে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সময় আমাদেরকে শিউলি ফুল নিয়ে ক্যাপশন দেওয়ার প্রয়োজন পড়ে। তাই আজকের পোস্টে আমরা ক্যাপশনগুলো আপনাদেরকে দিয়ে দেব।

শিউলি ফুল নিয়ে ক্যাপশন

বন্ধুরা আপনারা হয়তো অনলাইনের মাধ্যমে শিউলি ফুল নিয়ে ক্যাপশন গুলো অনেক খুঁজেছেন কিন্তু পান নাই। তো এখন যদি নিচের লেখাগুলো পড়েন তাহলে খুব সহজে ক্যাপশন গুলো পেয়ে যাবেন।

মনে রাখবেন আমরা সব সময় এই ক্যাপশনগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করি তারপর সেগুলো থেকে বাছাই করি এবং সর্বশেষে পোষ্টের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করা হয়।

শিশির ভেজা ফুল ঝরছে দেখো
ওই শিউলি গাছের তলে
বল কে কে যাবি সেই ফুল কুঁড়োতে
চলে আয় ছুটে দলবলে
থলে ভরে ফুল কুঁড়োবো
গাঁথবো গলার মালা
রাখব গুঁজে চুলের খোঁপায়
বাঁধবো হাতের বালা।
শিউলি ফুলের গয়না যে হবে
সুগন্ধে মাতাল করা
সেই লোভেই কাল ফুল কুঁড়োবে
আজকে আসেনি যারা।

ভোরের টুপ্ টাপ্ করে ঝরা শিউলি বলে,
ঐ যে শোনা যায় মায়ের পদধ্বনি।
কাশফুল হাতে শিউলির মিষ্টি গন্ধ মেখে,
বছর পরে আবার আসছে মা দুগ্গাজননী।

মহামায়ার আগমনে
শুভ্র সাদা মেঘ আঁকছে আলপনা,
রজনীর ওই শিউলি গুলো
শারদের তালে যেন ঝরছে আনমনা ৷

রাতের শিউলি ঝরে ভোরে
পড়ে থাকে ওই ভূমিতলে,
শিউলি বিছানো এই পথই যেন
মায়ের আগমনের কথা বলে ।

শিউলি ফুলের ম্রিয়মান গন্ধ
কাশ ফুলে হল শুভ্র পাহাড়
পদ্ম ভাসছে দীঘির জলে
শরতের আকাশে জুড়ে ওই যে দেখো মেঘের বাহার।

শিউলি ফুলের গন্ধে ছিল মিষ্টি মোদের শৈশব
স্মৃতির বৃষ্টি গাইছে দেখো ইমন কিংবা ভৈরব
শুকনো পাতায় চলছে দেখো কার যেন পায়ের ছন্দ
অমানবিক এই সমাজে আবার সমাজ বিধির দ্বন্দ্ব।
তাই জং লাগা ওই প্রেমের দুয়ার আজ হয়েছে বন্ধ এই দূষিত বাতাসে ভাসেনা যে আর শুভ্র শিউলি ফুলের গন্ধ

আমরা বেঁধেছি কাশের গুচ্ছ,
আমরা গেঁথেছি শেফালিমালা
নবীন ধানের মঞ্জরী দিয়ে
সাজিয়ে এনেছি ডালা’।

শিউলি মানেই গেরুয়ার চারিধারে শুভ্র খাম
শিউলি ফুল মানেই শুদ্ধতার আরেক নাম
শিউলি ফুল ঝরে, গভীর রাতের পরে
শিউলি সুবাস আসে শিশির মাখা ভোরে

শিউলি তলায় ভোর বেলা
কুসুম কুড়ায় পল্লী-বালা
শেফালি পুলকে ঝরে পড়ে মুখে
খোঁপাতে চিবুকে আবেশে-উতলা
খোঁপাতে চিবুকে আবেশে-উতলা।

শিউলি ফুল, শিউলি ফুল,
কেমন ভুল, এমন ভুল॥
রাতের বায় কোন্‌ মায়ায়
আনিল হায় বনছায়ায়,
ভোরবেলায় বারে বারেই
ফিরিবারে হলি ব্যাকুল॥
কেন রে তুই উন্মনা!
নয়নে তোর হিমকণা।
কোন্‌ ভাষায়   চাস বিদায়,
গন্ধ তোর কী জানায়–
সঙ্গে হায় পলে পলেই
দলে দলে যায় বকুল॥

শরৎকালের এই হিমেল হাওয়া
আনমনে তাই হারিয়ে যাওয়া,
কাশফুল গাঁথা সেই ঢাকের তালে
শিউলি দোলছে ডালে-ডালে।

শিউলির ডালে কুঁড়ি ভরে এলো
টগর ফুটিল মেলা
মালতীলতায় খোঁজ নিয়ে যায়
মৌমাছি দুই বেলা।

শিউলি ফুলের রাশি শিশিরের আঘাতও সয় না
অন্তর আমার কৈশোরে তারা এ-রকমই ছিল
এখন শিউলি ফুলের খবরও রাখি না অবশ্য
জানি না, তারা স্বভাব বদলেছে কিনা।
আমার কৈশোরে শিউলির বোঁটার রং ছিল শুধু
শিউলির বোঁটারই মতন
কোনো কিছুর সঙ্গেই তার তুলনা চলতো না
আমার কৈশোরে পথের ওপর ঝরে পড়ে থাকা
শিশির মাখা শিউলির ওপর পা ফেললে
পাপ হতে
আমার পাপ কাটাবার জন্য প্রণাম করতাম।
আমার কৈশোরে শিউলির সম্মানে সরে যেত বৃষ্টিময় মেঘ
তখন রেদ্দুর ছিল তাপহীন উজ্জ্বল
দু’হাত ভরা শিউলির ঘ্রাণ নিতে নিতে মনে হতো
আমার কোনো গোপন দু:খ নেই, আমার হৃদয়ে
কোনো দাগ নেই
পৃথিবীর সব আকাশ থেকে বেজে উঠেছে উৎসবের বজনা।
শাদা শিউলির রাশি বড় স্তব্ধ, প্রয়োজনহীন, দেখলেই
বলতে ইচ্ছে করতো,
আমি কারুকে কখনো দু:খ দেবো না-
অন্তত এ-রকমই ছিলো আমার কৈশোরে
এখন অবশ্য শিউলি ফুলের খবরও রাখি না।।

শুভ্র ঐ শিউলি ফুলের গন্ধে
মন যেন ভরে যায় মহানন্দে
সাদা ফুলের বুকে গেরুয়া রঙের খেলা।
আকাশের বুকেও ভেসে বেড়ায়
থোকা থোকা মেঘের ভেলা।

  • শিউলি ফুল যেন আমাদের প্রকৃতিতে শরৎ ঋতুর এক অনন্য উপহার।
  • শিউলি ফুল ছাড়া শরৎ কাল যেমন নিষ্প্রাণ, তেমনিই শারদীয় উৎসবও কেমন যেন অসম্পূর্ণ।
  • শরতের শিশির ভেজা সবুজ ঘাসে, ওই যে দেখো কমলা রঙের নলাকার বোঁটায় সাদা পাপড়ির অজস্র শিউলি ফুল পড়ে আছে।
  • শিশির ভেজা সবুজ ঘাসে খালি পা মাড়িয়ে শিউলি ফুল কুড়ানোর যেন এক আলাদা সুখ আছে।
  • যার সৌরভ না থাকায় অপূর্ণ মনে হয় শরতের আমেজ তা আর কিছুই নয়, শুভ্র শিউলি ফুল।
  • ব্যর্থ প্রেমের আলেখ্য এই শিউলি ফুল, ভোর হতে না হতেই অশ্রুবিন্দুর মতো ঝরে পড়ে

দেখো শরতের ওই নীল আকাশে
তুলোর মত মেঘ যে ভাসে
পূজোর গন্ধ যেন বাতাস জুড়ে
ভোরের শিউলি পড়ে ঝরে।

শিউলির বুকে যে ওই গেরুয়া রঙের খেলা
শরৎ আকাশে ভেসে বেড়ায় মেঘের মেলা
যে দিয়েছে সেই শিউলির মালা
সেই বুঝিয়াছে প্রেমে কিরূপ জ্বালা।

আবার যখন ওই শিউলি তলায়
তোমার দেখা পাবো
সেদিন তোমায় প্রেমের রঙে
আমার স্বপ্নে রাঙাবো
তোমার কপালের লাল টিপ,
আর নয়রঙা ওই শাড়ি
শুভ্র শিউলির মালায় তোমায় মানাবে ভারী!

  • শিউলির ডালে কুঁড়ি ভরে এল টগর ফুটিল মেলা, মালতী-লতায় খোজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা।
  • শিউলির ডালে কুঁড়ি ভরে এল টগর ফুটিল মেলা, মালতী-লতায় খোজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা ।

শিউলি মাখা গল্প আগমনীর সুর
কুমারটুলির গন্ধ ছড়ালো,
বলো বলো দুগ্গা এলো

শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী
শিউলি ঝরানো দিন আনে সে
চিরদিনের বাণী,
ভোরের আগমনী..

এ কোন ভোরে শিউলি ফোটায়
দোরে কড়া নেড়ে বলে যায়
হারিয়ে যাবো চলে আয় ।

মরমিয়া তুমি চলে গেলে
দরদী আমার কোথা পাবো
কারে আমি এ ব্যাথা জানাবো
কে বল আর শুনবে এ গান
রাঙিয়ে দেবে আমার এ প্রাণ
শিউলি ফুলের মালা গেঁথে কারে পরাবো
কারে আমি এ ব্যাথা জানাবো

পরিশেষে

আজকের পোষ্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শিউলি ফুল নিয়ে ক্যাপশন গুলো সুন্দর ভাবে পাঠকদের কে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এই ক্যাপশন গুলোর মধ্যে কোনটি আপনার বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন।

আর হ্যাঁ বন্ধুরা চাইলে আমাদের ফেসবুক পেইজে নক দিয়ে যেকোনো ধরনের প্রশ্ন করতে পারেন কিংবা আর কোন ধরনের পোস্ট চাইলে সেটাও বলতে পারেন।

বাংলা ব্লগস্পট
বাংলা ব্লগস্পট

বাংলা ব্লগস্পট একটি মাল্টি নিশের বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় জ্ঞান বিতরণের চেষ্টা করা হয়।

Newsletter Updates

Enter your email address below to subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *