এই পৃথিবীকে বিভিন্ন ক্ষতির হাত থেকে বাঁচিয়ে রাখা আমাদের এই আকাশ। এই কারণে হয়তো আপনারা অনেকেই সন্ধ্যার আকাশ নিয়ে ক্যাপশন গুলো খুজে থাকেন ইন্টারনেটে।
তো বন্ধুরা আপনি যদি এই সন্ধ্যার আকাশ নিয়ে ক্যাপশন গুলো খুযে থাকেন তাহলে কিন্তু একদম সঠিক পোস্টে চলে এসেছেন। আজকের এই পোস্টে আমরা সুন্দরভাবে গুছিয়ে সন্ধ্যার আকাশ নিয়ে ক্যাপশন গুলো আপনাদেরকে দিয়ে দেব।
আকাশ নিয়ে আমরা বিভিন্ন লেখা পড়তে পছন্দ করি। এই কারণে আমরা এই ক্যাপশন গুলো আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেও চাই। এমনটা হয়ে থাকলে আপনার জন্যই এই পোস্ট।
সন্ধ্যার আকাশ নিয়ে ক্যাপশন
বন্ধুরা যেহেতু আকাশ অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস তাই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আকাশের ছবি দিয়ে সেখানে আকর্ষণীয় ক্যাপশন দিয়ে পোস্ট করতে চাই।
তো আপনি যদি এখন এই আকাশের ছবি দিয়ে সেখানে আকর্ষণীয় ক্যাপশন লাগাতে চান তাহলে নিচে দেওয়া সন্ধ্যার আকাশ নিয়ে ক্যাপশন গুলো এক এক করে দেখতে থাকুন এবং আপনার যেটা পছন্দ হবে সেটা নিয়ে নিন।
#1. একটি মেঘ কখনো পুরো সন্ধ্যার আকাশকে মুছে ফেলতে পারে না।
#2. সূর্য ডোবার সময় তরে আমার বড্ড প্রিয়। তখন তোমার যা খুশী চেয়ো। কভু ফিরব না কো তোমায়।
#3. মেঘে মেঘে ছুয়েছে আকাশ কালো ঢেকে গেছে বিকেলের রোদ মনে আছে দীর্ঘ আশায় কোন পড়ন্ত বিকেলে পাবো তোমার খোঁজ।
#4. সন্ধ্যার আকাশ এখানে অসীম নীল, ডানা মেলে উড়ে যায় স্বপ্নের গাংচিল, স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়, ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায়, এই দিগন্ত চোখের সীমানায় কেউ কি ডাকে? নিশ্চুপ গভীর মায়ায়?
#5. সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে মেঘের আস্তে আস্তে সরে যাওয়া দেখতে দেখতে অন্যরকম ভালোলাগা কাজ করে।
#6. আমরা সবাই একই সন্ধ্যার আকাশের নীচে বাস করি, কিন্তু আমাদের সকলের দিগন্ত এক নয়।
#7. দুপুরের সেই কাঠফাটা বিকিরণ এর চাইতে সূর্যাস্তের ঐ লাল আভাই উত্তম।
#8. কষ্ট অনেক টা রাতের সন্ধ্যার আকাশে চাঁদের মতন, যা কোনোদিন কমে…কোনদিন বাড়ে…আবার কোনোদিন পুরো অদৃশ্য হয়ে যায়। তাই কোন কিছু নিয়ে চিন্তা করোনা, সব সমস্যারই শেষ আছে।
#9. সন্ধ্যার আকাশ যেন একটি নিখুঁত খালি ক্যানভাস যেখানে মেঘবালিকারা করে আনাগোনা।
#10. সন্ধ্যার আকাশ থেকে বৃষ্টি নামলে থেমে যায়! কিন্তু মানুষের চোখে বৃষ্টি নামলে সহজে থামতে চায় না।
#11. উড়তে চাই ডানা মেলে সন্ধ্যার আকাশের এই বিশালতায়! কিন্তু পায়ে যে নিয়মের শিকল বাঁধা।
#12. কিছু ভুল আর কিছু অভিমান নিয়ে সূর্যাস্ত দিকে তাকিয়ে থাকি। তারাও আমাকে সান্ত্বনা দিয়ে যায় প্রতিনিয়ত।
#13. “সন্ধ্যার আকাশের ঘন মেঘের মতো ভারাক্রান্ত মন গুলি যদি আন্তরিকতা মাখানো একটুখানি শীতল জলের স্পর্শ পেত তবে সব বিষাদের উপশম হত।
#14. সন্ধ্যার আকাশের পাখি আমি উড়ছি, একা একা পৃথিবীতে আপন লোকের পাইনি আজও দেখা, সবাই বড় স্বার্থপর, কঠিন তাদের মন, আজও এই পৃথিবীতে কেউ নেই আপন।
#15. আকাশের দিকে তাকাও তাহলেই তুমি রংধনু খুজে পাবে, না হলে তোমার জীবন অন্ধকারেই থেকেই যাবে। – চার্লি চ্যাপলিন
#16. আমি আমার স্বপ্ন গুলিকে সরাসরি শীর্ষে নিয়ে যাচ্ছি, এমন একটি সন্ধ্যার আকাশে যার কোন সীমা নেই।
#17. কান্না পেলে কেঁদে নিও! জানোই তো বৃষ্টির পর সন্ধ্যার আকাশ সুন্দর হয়ে যায়।
#18. যতদূর থাকে মন ততদূর যাই, কোনখানে ছুঁলে বলো তোমাকেই পাই। চোখ ছুঁয়ে বলো তুমি আমি ছাড়া কিছু নিচ্ছে না সুন্দর তোমার ওই পিছু।
#19. বিকেলের শেষ আলোতে পড়ছে তোমার মনে এখনো রোদের আভা লেগে আছে আকাশ গগনে।
#20. চায়ের কাপ হাতে নিয়ে আরো একদিন সূর্যাস্তের লগ্নে তোমার আশায় বসে থাকা। আমার বিশ্বাস একদিন তুমি ঠিকই ফিরবে।
#21. আকাশ এর দিকে তাকাও দেখতে পাবে তুমি একা নও। আকাশ, সমুদ্র সবই আমাদের বন্ধু যা আমাদের স্বপ্ন দেখতে শেখায় ও তা বাস্তবায়ন করতে শেখায়। – এপিজে আবুল কালাম আজাদ
#22. প্রতিনিয়ত ও সূর্যাস্তের প্রেমে পড়ে যায় আমি, কেন এত আবেগ আর অনুভূতি বুঝার কি সাধ্য আছে কোন।
#23. আমি সূর্যকে সাক্ষ্য দিয়ে কোন কথা বলবো না। কারণ, ওতো একসময় অস্ত যায়।
#24. তুমি জেগে একটি তারা জল জোছনায় নদী ভাঙা ঢেউ তুমি মন মোহনায়। সন্ধ্যার লাল আকাশ তুমি ছুঁলে মায়া, হাতে হাত সুন্দর তুমি হও ছায়া।
#25. আমি সূর্যের মতো নই, যেদিন শেষ অস্ত যায়।
#26. ভালোবাসি ভালোবাসি পেতেছি যে কান তুমি আমি আমি তুমি এক পাখি গান।
#27. প্রেমের প্রথম ধাপ হলো সূর্যাস্তের মতো, রঙের ঝলকানি কমলা, মুক্ত গোলাপি এবং প্রাণবন্ত বেগুনি।
#28. আকাশটাকে রঙ করে নিজের মতো করে সাজিয়ে নাও, তারপর দুঃখের সময় আকাশকে নিজের দুঃখের সঙ্গী বানাও দেখবে সব গায়েব। – সংগৃহীত
#29. সূর্য অস্ত যাওয়ার বেলায় এসো তুমি প্রিয়।
#30. আমার নীলচে সন্ধ্যার আকাশ হারিয়ে গেছে ঝড়ের সাথে ভেসে,, শুধু মেঘকে ভালোবেসে।।
#31. চাও তুমি সবটুকু নিয়ে যেও জলে, ঢেউ গুনে বেলা পার হৃদয়ের অতলে। কোন দেশে থাকে সেই মন ভালো হাওয়া, সেখানের সবটুকু তোমাকেই চাওয়া।
#32. আমি জানি সন্ধ্যার আকাশ ছুঁতে পারবো না, তাই বলে স্বপ্ন দেখতে তো দোষ নেই। সন্ধ্যার আকাশ ছোঁয়ার ভয়ে যদি সন্ধ্যার আকাশের দিকে তাকাতেই ভয় পাই, তাহলে তো স্বপ্ন দেখা ভুলে যেতে হবে।
#33. শুধুমাত্র হৃদয় দিয়ে আপনি সন্ধ্যার আকাশ স্পর্শ করতে পারবেন।
#34. যদি কখনো হঠাৎ হারিয়ে যাই… খুজে নিস ওই নীল দিগন্তে!! আমি মিশে যেতে চাই সন্ধ্যার আকাশের তারা হয়ে তোমার হৃদয়প্রান্তে।
পরিশেষে: সন্ধ্যার আকাশ নিয়ে ক্যাপশন
আমরা আপনাদেরকে সবসময় বাছাই করা এবং আকর্ষণীয় যেগুলো মানুষ বেশি পছন্দ করবে সেই ধরনের বিষয়বস্তুগুলো দিয়ে থাকে । আজকের পোস্টে আমরা আপনাদের সাথে সন্ধ্যার আকাশ নিয়ে ক্যাপশন গুলো শেয়ার করেছি।
তো এই পোস্ট এর মধ্যে থাকা ক্যাপশন গুলোর মধ্যে আপনার কোনটি বেশি পছন্দ হলো এবং আরোও কোনো ক্যাপশন বা পোস্ট চান কিনা সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।