বেশ কিছু সমুদ্র বিলাস সমুদ্র নিয়ে ক্যাপশন

আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি সমুদ্র বিলাস সমুদ্র নিয়ে ক্যাপশন গুলো খোঁজাখুঁজি করতেছেন ? আজকের এই ছোট পোস্টটি পড়লে আপনারা বেশ কিছু বাছাই করা এবং আকর্ষণীয় সমুদ্র বিলাস সমুদ্র নিয়ে ক্যাপশন গুলো পেয়ে যাবেন।

সমুদ্র অনেক সুন্দর এবং আশ্চর্যজনক একটি জিনিস। পৃথিবীর ৫ ভাগের তিন ভাগ হয়েছে পানি । আর বেশিরভাগ পানি রয়েছে সমুদ্রের মধ্যে। সমুদ্র এমন একটি ধাঁধা যেটা সম্পূর্ণরূপে কখনোই জানা সম্ভব হয়নি। এই সমুদ্রের মধ্যে লুকিয়ে আছে হাজারো রকমের জানা অজানা রহস্য।

সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা সমুদ্রকে এত সুন্দর ভাবে তৈরি করেছেন যেটা কল্পনার বাইরে। এই কারণে আমরা অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করার জন্য সমুদ্র বিলাস সমুদ্র নিয়ে ক্যাপশন গুলো খুজে থাকি। তো আজকের পোস্ট শেষ পর্যন্ত পড়লে আপনারা সমুদ্র বিলাস সমুদ্র নিয়ে ক্যাপশন গুলো পেয়ে যাবেন।

সমুদ্র বিলাস সমুদ্র নিয়ে ক্যাপশন

সমুদ্র নিয়ে সবারই অনেক ধরনের আগ্রহ থাকে। এর মধ্যে একটি হচ্ছে এই সমুদ্র নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে । যায় কারণে অনেক সময় গুগলের মাধ্যমে সমুদ্র বিলাস সমুদ্র নিয়ে ক্যাপশন গুলো খুলে থাকি।

তো বন্ধুরা আপনারা যারা ফটো তে ক্যাপশন যুক্ত করার জন্য এই ক্যাপশন গুলো খুঁজে থাকেন তারা চাইলে নিচে দেওয়া এই সমুদ্র বিলাস সমুদ্র নিয়ে ক্যাপশন গুলো আপনারা ফটোতে ব্যবহার করে সেটা প্রকাশ করতে পারেন।

#1. সাগর তার রূপের মহিমা দিয়ে মানুষকে যেমন সুন্দর জীবনের হাতছানি দেয়, তেমনি মানুষের মনে-প্রাণে জাগ্রত করে তােলে বিচিত্র আবেগ এবং অনুভূতি।

#2. সমুদ্রের ঢেউগুলো কেমন তাইনা? মনে হয় যেনো বাচ্চাদের মত খেলা করছে, একবার আসছে ত আবার চলে যাচ্ছে। দেখতে বেশ ভালোই লাগে এই দৃশ্য।

#3. তোমায় ছুয়ে ছুয়ে দেখতে চাই, ভালোবাসি তোমায়। প্রিয় সমুদ্র…

#4. ও সমুদ্র! কাছে আসো, আমাকে ভালোবাসো।আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে।

#5. সমুদ্র আমাকে যতোটা কাছে ডাকে, ততোটা কাছে হয়তো আর কেউ ডাকে না।

#6. মানুষের ভালোবাসা হওয়া উচিত সমুদ্রের মতো যার কখনো শেষ হবেনা। – আন্দ্রে নিলন

#7. ডিপ্রেশনে ভালো থাকার সবচেয়ে ভালো উপায় হলো সমুদ্রের পাশে বসে সময় কাটানো।- অ্যানাইস নাইল

#8. সমুদ্রের সৌন্দর্য এবং রহস্যময়তা আমাদের জীবনকে বিস্ময়ে ভরিয়ে দেয়, যা আমাদের কল্পনার অনেক বাইরে।

#9. সমুদ্র যেমন কখনোই তার নিজের জল পান করে না; গাছ যেমন কখনোই তার নিজের ফল খায় না ঠিক সেইভাবেই জীবনে অন্যদের জন্যেও বাঁচতে শেখা উচিত প্রত্যেক মানুষের। সমুদ্রের ঢেউ যেমন যাওয়া আসা করে , তেমনি কখনও কখনও পরিবর্তনের ঢেউয়ের মধ্যে আমরা আমাদের আসল দিশা কে খুঁজে পাই।

#10. আমি স্বাধীনতা এবং মুক্ত বাতাস খুঁজেছিলাম, আর এই গুলো আমাকে সমুদ্র দিয়েছে।

#11. আমি তো সমুদ্রের মাঝে কোন জলবিন্দু নই! আমি এক ফোঁটা জলবিন্দুর মাঝে সম্পূর্ণ এক সমুদ্র।

#12. সমুদ্রের অপূর্ব সৌন্দর্যকে উপেক্ষা করার ক্ষমতা কারো নেই।- নিকোস

#13. আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান।দাঁড় ধ’রে আজ বোস্‌ রে সবাই, টান রে সবাই টান॥বোঝা যত বোঝাই করি করব রে পার দুখের তরী,ঢেউয়ের ‘পরে ধরব পাড়ি– যায় যদি যাক প্রাণ॥

#14. জীবন সমুদ্রের মুক্তোগুলি সন্ধান করতে হলে আপনাকে উপকূলের অনেক দূরে যেতে হবে।

#15. নীল সমুদ্র ডাকছে আমায়! তাই যাচ্ছি আমি দূর অজানায়।

#16. সমুদ্র আমাকে শিখিয়েছে সব ভুলতে। শিখিয়েছে হাজারো ব্যথার গর্জন নিয়ে বাঁচতে।

#17. ভূমিতে যেমন মানুষের রাজত্য সমুদ্রে তেমনি মাছেদের।

#18. পরের জন্মে সমুদ্র হবো, কিনারা শেষে মিলবে আকাশ! প্রেম হবে মেঘের সাথে।

#19. সমুদ্র আমাকে বার বার টানে! নিয়ে চলে কোন সে দূর শিকড়ের কাছে! আজও তার রসহ্য খুঁজে পাইনা।

#20. সমুদ্র জানে যে নৌকো তার কেউ না, তবুও সে ফিরবে। কিন্তু যে ঢেউ তার সব, সে কোনদিন ফিরবে না।

#21. একদিন সন্ধ্যায তাবু টানাবো সমুদ্র সৈকতে! হারিয়ে যাওয়া প্রাচীন শহরের ধংসাস্তুপের উপর।

#22. স্বপ্নেরা মেলে ডান নীল সমুদ্দুরে,, চোখ মেললেই দেখি গাঙচিল উড়ে।,, প্রবাল পাথর ভেদে- কোমল প্রভা,, গোধূলী হতেই ছড়ায় লালাভ আভা।

#23. কত রত্ন আছে তোমার বুকে কত মুক্ত ঝরে দেখো আমার চোখের ঝিনুকে এই বুকে জানে না তো কেউ, ওঠে পরে তোমারই সে ঢেউ।তোমার মতন যেন আমার বেদনা উথালি পাথালি করে আমার এ বুকে।

#24. সমুদ্র আমায় ডাকছে আর গর্জন করে সাদা ফেনা তুলে ডাঙায় আছারি বিছারি খাচ্ছে।

#25. সমুদ্রের নীল জলরাশি আর সারি সারি পাথরের মেলা! প্রাণ খুলে নিশ্বাস আর মুক্ত মনে হাসির খেলা।

#26. সমুদ্র সীমাহীন…. মানুষের জীবনও ঠিক একটি সমুদ্রের মতো যার স্বপ্ন ও চাহিদার কোনো অন্ত নেই।

#27. সমুদ্র আমাকে টানে তার বিশালতায়! আমি হয়তো সমুদ্র হতে চেয়েছিলাম… অথবা সমুদ্র ছিলাম কোন এক জনমে।

#28. প্রত্যেক মানুষের সমুদ্রের ঢেউ থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত ;পুরাতন বা অতীতকে ভুলে গিয়ে নতুন কে আলিংগন করে নেওয়া ই যে জীবন।

#29. বিদায় বেলায় আমাকে দেয়, উত্তাল সমুদ্র রাতে বাঁচার অভিশাপ!

#30. সমুদ্রের বিশালতা কখনো মাপা যায় না! অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে দেখি দূর আর কতোদূর।

#31. আমাকে যখন পরবে মনে, তখন তুমি সমুদ্র সৈকতে এসো! আমি উত্তাল তরঙ্গের ঢেও হয়ে তোমাকে স্পর্শ করবো।

পরিশেষে: সমুদ্র বিলাস সমুদ্র নিয়ে ক্যাপশন

সমুদ্র নিয়ে যেহেতু আমাদের কৌতূহলের শেষ নেই সেই কারণে আমরা এটা নিয়ে অনেক বেশি গবেষনা করতে পছন্দ করি। তো যারা সমুদ্র বিলাস সমুদ্র নিয়ে ক্যাপশন গুলো খোঁজাখুঁজি করতেছিলেন আশা করি তারা এগুলো পেয়ে গেছেন।

আমাদের শেয়ার করা আজকের এই সমুদ্র বিলাস সমুদ্র নিয়ে ক্যাপশন গুলোর মধ্যে কোনটা আপনার বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কোন প্রশ্ন থাকে সেটা চাইলে ফেসবুক পেইজের মাধ্যমে আমাদেরকে অবগত করতে পারেন।

আর হ্যাঁ বন্ধুরা এই ধরনের পোস্টগুলো যদি আপনারা পড়তে পছন্দ করেন তাহলে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং চাইলে এই পোস্টগুলো আপনার পরিচিত বন্ধু এবং বান্ধবীদের সাথে শেয়ার করতে পারেন।

বাংলা ব্লগস্পট
বাংলা ব্লগস্পট

বাংলা ব্লগস্পট একটি মাল্টি নিশের বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় জ্ঞান বিতরণের চেষ্টা করা হয়।

Newsletter Updates

Enter your email address below to subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *