সূর্যমুখী ফুল নিয়ে ক্যাপশন

ফুল আমাদের সবারই অনেক বেশি প্রিয় একটি জিনিস। এই কারণে আমরা অনেক সময় সূর্যমুখী ফুল নিয়ে ক্যাপশন গুলো খোঁজাখুঁজি করে থাকে। তো আজকের এই পোস্ট শেষ পর্যন্ত পড়লে আপনারা সূর্যমুখী ফুল নিয়ে ক্যাপশন গুলো পেয়ে যাবেন।

মনে রাখবেন এই ফুল খুব ভালো একটি জিনিস যেটা মানুষের মনকে অনেক খুশি রাখতে সাহায্য করে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সময় আমাদেরকে সূর্যমুখী ফুল নিয়ে ক্যাপশন দেওয়ার প্রয়োজন পড়ে। তাই আজকের পোস্টে আমরা ক্যাপশনগুলো আপনাদেরকে দিয়ে দেব।

সূর্যমুখী ফুল নিয়ে ক্যাপশন

বন্ধুরা আপনারা হয়তো অনলাইনের মাধ্যমে সূর্যমুখী ফুল নিয়ে ক্যাপশন গুলো অনেক খুঁজেছেন কিন্তু পান নাই। তো এখন যদি নিচের লেখাগুলো পড়েন তাহলে খুব সহজে ক্যাপশন গুলো পেয়ে যাবেন।

মনে রাখবেন আমরা সব সময় এই ক্যাপশনগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করি তারপর সেগুলো থেকে বাছাই করি এবং সর্বশেষে পোষ্টের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করা হয়।

# সূর্যমুখী ফুলগুলো যেন পৃথিবীর বুকে কিছু ছোট্ট হাসিমুখ।

# সামনে সবাই সদাহাস্য সূর্যমুখী, অথচ আঁখিকোণে চেরাপুঞ্জির মেঘ, মন জলবায়ু হলেও মুখমণ্ডলে পূর্বাভাস নিষেধ।

# সূর্যমুখী ঠিক সূর্যের মতোই, এর সৌন্দর্যও মানুষকে আলোকিত করে।

# সূর্যমুখী ফুলটি আসলেই খুব সুন্দর এবং এর সৌন্দর্য এবং গুরুত্ব ভাষায় বলে প্রকাশ করার মতো নয়।

# গােলাপ তুমি সূর্যমুখীর মতাে “হাসতে” জানাে না।। সে শুরু থেকেই হাসতে থাকে..” আর তুমি হাসলেই! তােমার আর অস্তিত্বই নেই।

# ফুল প্রকৃতিকে করেছে আরও সুন্দর ও চমকপ্রদ, আর এমনই এক অসাধারণ সুন্দর ফুল হলো সূর্যমুখী।

# সূর্যের নামে আমার উদয় হোক, ঊষার আলোর অস্ত সরলরেখায়। অজানা বাতাস শিশিরের দাগ মাথে পাপড়ি মেলেছে মন উদাসী ছায়ায়। হলদে-কালোয় হাওয়ার ঝালর, আগুন ছুঁয়েছে কত অনাদর। ফাল্গুনী রঙ চেনা মুখ জুড়ে, বসন্তরাগে পলাশের ঘর। আবীর লেগেছে বেহায়া নেশায়, রঙের বাড়ি নৌকা ভাসায়। রেঙেছে মনের চোরাবালি আজও আবার, পূর্বরাগের না বলা ভালোবাসায়। সন্ধ্যে ঘনায় শরীরের আঁকে-বাঁকে। চেনা নাম ধরে ডাকে কেউ আমাকে।। অল্প আলোয় তবুও আমি সুখী। বেঁচে থাকি আমি এক সূর্যমুখী।।

# শৈশবকালে সূর্যমুখী ফুলগুলো আমরা দেখতে অনেক বেশি ভালবাসতাম, এখনও এই ফুলের প্রতি সেই প্রেম রয়ে গেছে আমার মনে।

# নিত্য জানাই প্রেম-আরতি যে পথে, নাথ, তোমার গতি

# সকালের সূর্যমুখী থাকে খুব সুখী, সূর্যের মতই হেসে ফুটে থাকে নিতি হেরিয়া রূপ তাহার মুগ্ধ প্রজাপতি ; রাতের আঁধারে জানি হয় খুব দুঃখী ।

# সূর্যের প্রেমেতে হলে তার অভিমুখী কত আশা লয়ে বুকে জাগো দিবাযামী . পাবেনা জেনেও তুমি ভাবো তারে স্বামী হাসি মুখে চেয়ে থাকো তুমি সূর্যমুখী। কত অপরূপ তুমি ফুটে রও বনে বুকে লয়ে মধু আর প্রেম ভরা মনে ৷

# গোলাপ কখনই সূর্যমুখী হতে পারে না এবং একটি সূর্যমুখী কখনই গোলাপ হতে পারে না। সমস্ত ফুল তাদের নিজস্ব উপায়ে সুন্দর, এবং এটি মহিলাদের মতো।

# রোজ কষ্টে থাকলেও ওরা আবার সামলে উঠে, ওদের জন্যই বোধহয় দুই-তিনটা সূর্যমুখী বেশি ফোটে।

# আছে এক অকালে প্লাবিত দখিনু গঙ্গা শামুকের খােলাস প্রবাহিত যার স্রোতধারা; কল্পনার নগরীতে সে যে দিবানিশি ফলায় সূর্যমুখী । হাজারাে অনুভূতি সযত্নে লালন করে, চির-অন্তর্মুখী।

# প্রতিটি সূর্যমুখী ফুল প্রকৃতিতে প্রস্ফুটিত সূর্যের এক একটি প্রাণ।

# মন হলো ফুলের মত, এটি শুধুমাত্র উপযুক্ত পরিবেশেই ফুটে উঠে।

# আমার সুবিস্তৃত রাজ্যে রোজই ফোটে শত শত সূর্যমুখী, যা আমার আবেগ-অনুভূতি গোপনে সিঞ্চন করে, সে স্বভাবে অন্তর্মুখী।

# সূর্যমুখী ফুলের বাজারে চাহিদা কম থাকলেও মানুষের কাছে এর চাহিদা কম নয়। অন্যান্য ফুলের তুলনায় এই ফুলের চাহিদা অনেক টাই বেশি।

# ঘরকুনো, মুখচোরা, অন্তর্মুখী? অন্তরে ভাবনারা বারোমাসই সূর্যমুখী।

# সূর্যমুখী ফুল পছন্দ করে না এমন মানুষ অনেক কমই পাওয়া যাবে।

# শৈশবকাল থেকেই প্রায় প্রতিটি মানুষ সূর্যমুখী ফুলের অপরিচ্ছন্ন সৌন্দর্যে ছুঁয়ে গেছে।

# আমরা যদি সূর্যমুখী ফুলের অলৌকিক সৌন্দর্য্য পরিষ্কারভাবে দেখতে পেতাম তাহলে হয়ত আমাদের পুরো জীবনটাই বদলে যেত।

# সন্ধ্যাবেলায় ঝরি যেন তোমার পানে নয়ন রেখে’।।

# আমি সূর্যমুখী ফুলের মত দেখি তোমায় দূরে থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে।

# সূর্যমুখী যেমন সূর্যের তাপকে সহ্য করে সুন্দর হয়ে ওঠে, আমাদেরও উচিৎ তেমনি কষ্টগুলোকে পার করে সফল হয়ে ওঠা।

# সূর্য নয় ভ্রমরেরা করে কানা কানী, প্রেমের পরাগ রেণু দেয় সে তোমায় ভালবাসার আবেগে হৃদয় ভরায় ; তবু তুমি সূর্যমুখী সূর্যের কামিনী ।

# ওই সুবর্ণ হলুদ কোমল পায়ে শরৎ-এর উষ্ণতা পেতে রোদ নিও সপিয়ে, অঙ্গে উঠবে এক শিশু প্রজাপতি, খবর আনবে সান্নিধ্যের স্নিগ্ধ সুবাস, জড়ানো যত পাপড়ির দল; সজাগ হবে রুদ্ধশ্বাস !! রোদ মেখো সূর্যমূখী, কোনো এক নতুন কাঠামোয় সবুজ হলুদ লালে মিশে তোমায় যেনো আবার নতুন মনে হয়।

# সেবার বাগানে আগুন লেগেছিল. আমার সাথের সূর্যমুখী বাগানে। সূর্যের প্রখর তাপ, সদ্যপ্রস্ফুটিত চলছে কোমল দল গুলিকে দগ্ধ করতে না পারলেও তাঁর তাপে আমার শখের বাগনটা পুড়ে ছাড়খার হয়েছিল সেদিন ।

# প্রতিটি সূর্যমুখী ফুল প্রকৃতিতে প্রস্ফুটিত সূর্যের এক একটি প্রাণ।

# ওগো আমার ধ্রুব-জ্যোতি সাধ মেটে না তোমায় দেখে।। জানি, তুমি আমার পাওয়ার বহু দূরে, হে দেবতা! তোমার ধ্যানেই কাঁদি আমি, আমি মাটির পূজারিণী, কেমন ক’রে জানাই ব্যথা। সারা জীবন তবু, স্বামী,

# আজ সকালে মেঘলা আকাশ, সূর্য বুঝি উঠবে না। সূর্যমুখী ফুলটি আমার, তাই বলে কি ফুটবে না?

# সকালের সূর্যমুখী, রাতে তুমি কেন দুঃখী। তুমি যদি থাকো দুঃখী, আমি হই কিভাবে সুখী; সকালের সূর্যমুখী।

পরিশেষে

আজকের পোষ্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সূর্যমুখী ফুল নিয়ে ক্যাপশন গুলো সুন্দর ভাবে পাঠকদের কে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এই ক্যাপশন গুলোর মধ্যে কোনটি আপনার বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন।

আর হ্যাঁ বন্ধুরা চাইলে আমাদের ফেসবুক পেইজে নক দিয়ে যেকোনো ধরনের প্রশ্ন করতে পারেন কিংবা আর কোন ধরনের পোস্ট চাইলে সেটাও বলতে পারেন।

বাংলা ব্লগস্পট
বাংলা ব্লগস্পট

বাংলা ব্লগস্পট একটি মাল্টি নিশের বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় জ্ঞান বিতরণের চেষ্টা করা হয়।

Newsletter Updates

Enter your email address below to subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *