{100% Common} HSC রসায়ন ২য় পত্র ক,খ/ জ্ঞানমূলক ও অনুধাবনমূলক সাজেশন ২০২৩ – Hsc chemistry 2nd paper ka, kha Suggestion 

আপনারা যারা HSC রসায়ন ২য় পত্র ক,খ/ জ্ঞানমূলক ও অনুধাবনমূলক সাজেশন ২০২৩ – Hsc chemistry 2nd paper ka, kha Suggestion  খুজতেছেন তাদের জন্য আজকের এই পোষ্ট। চলুন আমরা ১০০% কমন হওয়া HSC রসায়ন ২য় পত্র ক,খ/ জ্ঞানমূলক ও অনুধাবনমূলক সাজেশন দেখে নেই ।

এইচএসসি রসায়ন ২য় পত্র শর্ট সিলেবাসের অধ্যায়সমূহ ২০২৩

  • প্রথম অধ্যায়:পরিবেশ রসায়ন (আংশিক)
  • দ্বিতীয় অধ্যায়:জৈব রসায়ন (আংশিক)
  • তৃতীয় অধ্যায়:রাসায়নিক পরিবর্তন(আংশিক)
  • চতুর্থ অধ্যায়:তড়িৎ রসায়ন (আংশিক)

HSC রসায়ন ২য় পত্র ক,খ/ জ্ঞানমূলক ও অনুধাবনমূলক সাজেশন ২০২৩ – Hsc chemistry 2nd paper ka, kha Suggestion

প্রথম অধ্যায়:পরিবেশ রসায়ন (আংশিক)

জ্ঞানমূলক প্রশ্ন:
১.পরম শূন্য তাপমাত্রা কী?
২.আদর্শ গ্যাস কাকে বলে?
৩.মোল ভগ্নাংশ কী?
৪.বাস্তব গ্যাস কাকে বলে?
৫.অনুবন্ধী অ¤ø কী?
৬.অনুবন্ধী ক্ষারক কী?
৭.এসিড বৃষ্টি কী?
৮.মোল কাকে বলে?
৯.শিলা মন্ডল কাকে বলে?
অনুধাবনমূলক প্রশ্ন:
১.পরম তাপমাত্রা স্কেল বলতে কী বোঝ?
২.মোলার গ্যাস ধ্রুবকের মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না ব্যাখ্যা কর?
৩.গ্যাস তরলীকরণে সন্ধিতাপমাত্রার গুরুত্ব লিখ?

দ্বিতীয় অধ্যায়:জৈব রসায়ন (আংশিক)

জ্ঞানমূলক প্রশ্ন:
১.জৈব রসায়ন কাকে বলে?
২.হাইড্রোকার্বন কাকে বলে?
৩.অ্যারোমেটিক হাইড্রোকার্বন কী?
৪.কাইরাল কার্বন কী?
৫.ফরমালিন কী?
৬.ক্যাটিনেশন কী?
৭.কার্যকরীমূলক কী?
৮.রেসিমিক মিশ্রণ কী?
৯.অবস্থান সমানুতা কাকে বলে?
১০.টটোমারিতা কাকে বলে?
১১.নাইলোন কী?
১২.পেপটাইড বন্ধন কী?
১৩.এনজাইম কাকে বলে?

অনুধাবনমূলক প্রশ্ন:
১.জ্যামেতিক সমানুতা বলতে কী বোঝ?
২.বেনজিন হতে কীভাবে ক্লোরোবেনজিন পাবে?
৩.বেনজিনের দুইটি ব্যাবহার লিখ?
৪.ক্লোরোফোমকে রঙ্গিন বোতলে রাখা হয় কেন?
৫.অ্যালকোহল পানিতে দ্রবনীয় কেন?
৬.অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য লিখ?
৭.ফরমালিন এর সুবিধা লিখ?

তৃতীয় অধ্যায়:রাসায়নিক পরিবর্তন(আংশিক)

জ্ঞানমূলক প্রশ্ন:
১.মোল কী?
২.মোলারিটি কী?
৩.টাইট্রেশন কী?
৪.দর্শক আয়ন কাকে বলে?
৫.প্রমাণ দ্রবণ কী?
৬.প্রাইমারি স্টান্ড পদার্থ কী?
৭.সেমিমোলার দ্রবণ কী?
৮.বিয়ারের সুত্রটি লিখ?
৯.নির্দেশক কী?
১০.প্রশমন বিক্রিয়া কী?

অনুধাবনমূলক প্রশ্ন:
১.রাসায়নিক গণনা বলতে কী বোঝ?
২.মোলার আয়তন বলতে কী বোঝ?
৩.মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল কেন ?
৪.মোলারিটি ও মোলালিটি এর মধ্যে পার্থক্য লিখ?
৫.প্রশমন বিন্দু বলতে কী বোঝ?
৬.আনবিক সংকেত বলতে কী বোঝ?
৭.বিজারণ বিক্রিয়া বলতে কী বোঝ?

চতুর্থ অধ্যায়:তড়িৎ রসায়ন (আংশিক)

জ্ঞানমূলক প্রশ্ন:
১.তড়িৎ পরিবাহী কী?
২.ফ্যারাডের প্রথম সুত্রটি বিবৃতি কর?
৩.তড়িৎ রাসায়নিক তুল্যাংক কী?
৪.জারণ অর্ধবিক্রিয়া কাকে বলে?
৫.বিজারণ অর্ধবিক্রিয়া কাকে বলে?
৬.তড়িৎদ্বার কী?
৭.লবণ সেতু কী?
৮.তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে?

অনুধাবনমূলক প্রশ্ন:
১.প্রমান হাইড্রোজেন তড়িৎদ্বার বলতে কী বোঝ?
২.গ্যালভানিক কোষের মূলনীতি ব্যাখ্যা কর?
৩.তড়িৎদ্বার বিভবের উপর ঘনমাত্রার প্রভাব আলোচনা করো?

আশা করি আজকের শেয়ার করা এই HSC রসায়ন ২য় পত্র ক,খ/ জ্ঞানমূলক ও অনুধাবনমূলক সাজেশন ২০২৩ – Hsc chemistry 2nd paper ka, kha Suggestion গুল থেকে কমন আসবে ইনশাল্লাহ। আরোও সাজেশন পেতে আমাদের ফেসবুক গ্রুপে পোষ্ট করতে পারো।

বাংলা ব্লগস্পট
বাংলা ব্লগস্পট

বাংলা ব্লগস্পট একটি মাল্টি নিশের বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় জ্ঞান বিতরণের চেষ্টা করা হয়।

Newsletter Updates

Enter your email address below to subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *