মিলন হবে কত দিনে লিরিক্স – Milon Hobe Koto Dine

আপনারা কি এই মিলন হবে কত দিনে লিরিক্স খুজপছেন? তাহলে কিন্তু আপনি একদম একটি সঠিক জায়গায় চলে এসেছেন বন্ধু। কারন আজকে আমরা আমাদের এই ওয়েবসাইটে মিলন হবে কত দিনে লিরিক্স বা মিলন হবে কত দিনে গানের লিরিক্স টি একদম বিনামূল্যে সবাইকে দিয়ে দেবো ইনশাল্লাহ।

মিলন হবে কত দিনে লিরিক্স

মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে

মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে

মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে

চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশী
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশী
হব বলে চরণদাসী
হব বলে চরণদাসী

ও তা হয় না কপালগুণে
ও তা হয় না কপালগুণে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে

মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ
কালারে হারায়ে তেমন
কালারে হারায়ে তেমন

ঐ রূপ হেরি এ দর্পণে
ঐ রূপ হেরি এ দর্পণে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে

যখন ও রূপ স্মরণ হয়
থাকে না লোকলজ্জার ভয়
যখন ও রূপ স্মরণ হয়
থাকে না লোকলজ্জার ভয়
লালন ফকির ভেবে বলে সদাই
লালন ফকির ভেবে বলে সদাই

প্রেম যে করে সে জানে
ঐ প্রেম যে করে সে জানে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে

মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে

আজকের এই পোশটে আমরা সবাইকে মিলন হবে কত দিনে লিরিক্স টি দিইয়ে দিয়েছি। তো এইমিলন হবে কত দিনে গানের লিরিক্স আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইটের এই পোষ্টের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।

বাংলা ব্লগস্পট
বাংলা ব্লগস্পট

বাংলা ব্লগস্পট একটি মাল্টি নিশের বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় জ্ঞান বিতরণের চেষ্টা করা হয়।

Newsletter Updates

Enter your email address below to subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *