বাচ্চাদের কাশির সিরাপ এর নাম বাংলাদেশ | কাশির সিরাপ এর নাম বড়দের

আসসালামু আলাইকুম, আপনি কি ভালো কাশির সিরাপের নাম জানতে চান ? যদি আপনি বাচ্চাদের কাশির সিরাপ এর নাম এবং কাশির সিরাপ এর নাম বড়দের ভালোভাবে জানতে চান তাহলে আজকের পোস্ট আপনার জন্য । আজকের পোস্টে আমরা বাচ্চাদের কাশির সিরাপ এর নাম দেওয়ার পাশাপাশি শিশুদের কাশি হলে কি করনীয় সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা।
বাচ্চাদের কাশির সিরাপ এর নাম বাংলাদেশ | কাশির সিরাপ এর নাম বড়দের | কাশির সিরাপ খাওয়ার নিয়ম
কাশি এমন একটি অসুখ যেটা সাধারণত সবারই হয়। তবে ভালো মত চিকিৎসা না করলে এই অসুখটি অনেক বেশি হয়ে যায় । এই কাশি থেকে বাঁচতে হলে আপনাদেরকে অবশ্যই ভালো কাশির সিরাপ এর নাম জেনে নিয়ে সেই সিরাপ গুলো সেবন করতে হবে । চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আজকের পোষ্ট কাশির সিরাপ এর নাম বাংলাদেশ সম্পর্কে আলোচনা শুরু করে দেই।
বাচ্চাদের কাশির সিরাপ এর নাম
বাচ্চাদের সব সময় বেশি কাশি হতে দেখা যায়। আর বাচ্চাদের এই ধরনের অসুখগুলো ভালো হতে বেশ কিছু সময় ও লেগে থাকে। তো আপনার উচিত অবশ্যই বাচ্চার কাশি হলে তাকে ভালো সিরাপ খাওয়ানো। অনেক সময় বাচ্চাদের শুকনো কাশি হয়ে থাকে সেজন্য শিশুর শুকনো কাশির সিরাপ এর নাম ও জেনে রাখতে হবে। নিচে বাচ্চাদের কাশির সিরাপ এর নাম দেওয়া হল ।
পড়ুনঃ প্লাভিট সিরাপ এর উপকারিতা | প্লাভিট সিরাপ এর দাম |
✓ রিমোকফ সিরাপ ( Remocofe )
বাচ্চাদের কাশির ক্ষেত্রে এই রিমো কফ সিরাপটি বেশ ভালো কার্যকরী। আর যেহেতু এটি ইনসেপ্টা কোম্পানি থেকে উৎপাদন করা হয় তাই এর মান ভালো।
এই রিমো কফ সিরাপটি বাজারে ১০০ এমএল এবং ২০০ এমএল আকারের বোতল হিসেবে পাওয়া যায়। ১০০ এম এল বোতলের দাম ৫৫ টাকা এবং ২০০ এমএল বোতলের দাম ১০৫ টাকা।
✓ ই কফ কাশির সিরাপ (E-cof)
ই কফ সিরাপ টি কাশি ভালো করার ক্ষেত্রে বেশ ভালো একটি ঔষধ। আর এই সিরাপ টি এডরুক ফার্মাসিটিক্যাল লিমিটেড কোম্পানি থেকে উৎপাদন করা হয়ে থাকে।
আর এই সিরাপটি বিভিন্ন দোকানে আপনারা ১০০ এমএল বোতল অনুযায়ী পেয়ে যাবেন । আর এই বোতলটির দাম কোম্পানি থেকে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
✓ এবেক্স সিরাপ ( abex)
আপনি যদি ইবনে সিনা কোম্পানির কাশির সিরাপ এর নাম জানতে চান তাহলে এটি আপনার জন্য। এই এবেক্স কাশির সিরাপটি ইবনে সিনা কোম্পানি উৎপাদন করে থাকে ।
এছাড়াও এই কাশির সিরাপ এর দাম অন্য কাশির সিরাপ এর তুলনায় অনেক কম। তো ইবনে সিনা কোম্পানির এই এবেকস কাশির সিরাপ টি আপনারা 100ML বোতল টি পাবেন মাত্র ৩৫ টাকায়।
✓ এম্বলিট সিরাপ বা (ambolyt syrup)
কোন শিশু বা গর্ভবতী মায়ের কাশি হলে তারা এই সিরাপ সেবন করতে পারবে।। এই সিরাপটি হচ্ছে ইনসেপ্টা কোম্পানি লিমিটেড এর দ্বারা উৎপাদিত। যদিও কোম্পানি দাবি করছে যে এটি খেলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হবে না।
তবুও বলে রাখা ভালো যাদের এলার্জি এর সমস্যা আছে তাদের এই সিরাপটি না খাওয়াই ভালো হবে। অর্থাৎ এলার্জি থাকলে আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ।
★ ambolyt 100 ML সিরাপ এর দাম মাত্র ৪৫ টাকা।
✓ পিউরিসাল কাশির সিরাপ
পিউরিসাল এমন একটি কাশির সিরাপ যেটা বড় এবং ছোট উভয়কেই খাওয়ানো যাবে। তবে যদি আপনি বয়স্ক হয়ে থাকেন বা বয়স্কদেরকে এই সিরাপ খাওয়াতে চান তাহলে তাদেরকে পিউরিসাল ট্যাবলেট খাওয়াতে পারেন কারণ তাতে তারা বেশি উপকার পাবেন।
বড়রা এই কাশির সিরাপ সেবন করলে তেমন খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। তবে সামান্য একটু বমি বমি ভাব এবং গ্যাস্ট্রিকের সামান্য সমস্যা দেখা দিতে পারে। আরেকটি কথা হচ্ছে এই পিউরিসাল সিরাপ সেবনের আগে অবশ্যই খাওয়ার নিয়ম ভালোভাবে দেখে নিতে হবে।
যেসব মেয়েরা গর্ভবতী আছেন তাদেরকে এবং নবজাতক শিশুকে কোনভাবেই এই সিরাপটি খেতে দেওয়া যাবে না। পিউড়িসাল সিরাপ এর ৫০ ml বোতলের দাম ৩০ টাকা এবং ১০০ এম এল বোতলটির দাম মাত্র ৪৫ টাকা।
শিশুদের কাশি হলে কি করনীয়?
শিশুদের অসুখ হলে সেটা অবশ্যই একটি সেনসিটিভ বিষয়। শিশুদের অসুখ হলে নিজে থেকে কোন ধরনের চিকিৎসা করা যাবে না। অসুখ হওয়ার সাথে সাথে শীঘ্রই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।
পড়ুনঃ শিশুদের সোলাস সিরাপ খাওয়ার নিয়ম | সোলাস ট্যাবলেট খাওয়ার নিয়ম |
শিশুদের কাশি হলে আপনারা একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে তারপর তার পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিবেন।
কাশির সিরাপ এর নাম বড়দের
অনেক সময় পূর্ণবয়স্ক মানুষদের ও কাশি হয়ে থাকে। এজন্য আপনাদেরকে অবশ্যই কাশির সিরাপ এর নাম বড়দের গুলো ভাল মত জেনে নিতে হবে।
যদিও উপরে আমরা যে বাচ্চাদের কাশির সিরাপ এর নাম গুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি সেগুলো বড়রাও সেবন করতে পারবে। তবে নিচে বেশ কিছু বড়দের কাশির সিরাপ দেওয়া হল।
✓ টমিফেন সিরাপ
কাশি ভালো করার ঔষধ গুলোর মধ্যে অনেক জনপ্রিয় এবং পরিচিত একটি সিরাপ এর নাম হচ্ছে টমিফেন। আর এই টমিফ ন সিরাপটি মূলত যারা পূর্ণবয়স্ক বা বড় রয়েছে তাদেরকে দেওয়া হয়ে থাকে।
এখানে বলে রাখা ভালো যাদের কাশি একদম শুষ্ক এবং নিশ্বাস নিতে সমস্যা হয় বা বুকের মধ্যে জ্যাম অনুভব হয়। তারা এই টমিফেন সিরাপটি সেবন করলে বেশ ভালো ফলাফল পাবেন । আর হ্যাঁ এই সিরাপ টি উৎপাদনকারি কোম্পানির নাম হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড কোম্পানি ।
এই সিরাপ এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন বমি বমি ভাব, মাথা ঘোরা ইত্যাদি। তবে হ্যাঁ এই পার্শ্ব প্রতিক্রিয়া যে দেখা দিবে তার কোন নিশ্চয়তা নেই। আপনার ক্ষেত্রে এগুলো দেখা নাও দিতে পারে।
এখানে বলে রাখা ভালো যদি আপনার ভিতরে অনেকদিন পুরনো কাশি থাকে তাহলে এই সিরাপ সেবন করে কাজ হবে না। আপনাকে অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে অন্য চিকিৎসা গ্রহণ করতে হবে।
তবে আপনি চাইলে সাময়িক সময়ের জন্য এই টমিফেন কাশির সিরাপটি সেবন করে সুফল পেতে পারেন। তো এই সিরাপ টি প্রতি বোতলের দাম ৪০ টাকার মতো।
✓ এডোলেফ সিরাপ ( adolef )
এডোলেফ এমন একটি কাশির সিরাপ এর নাম যেটা বড়দের বেশ ভালো কাজ করে থাকে। আপনার কাশি হলে চাইলে এই সিরাপটি খেতে ।
এটি একটি হারবাল সিরাপ যেটি বড়দের কাশি উপশমের জন্য উৎপাদন করা হয়েছে। আপনার বুকের ভিতরে জমে থাকা কফ এই সিরাপ টি অপসারণ করতে সাহায্য করবে । এছাড়াও এই সিরাপ টি সেবনের ফলে আপনার শুষ্ক কাশি ঠিক করা সহ ফুসফুসের কোন দুর্বলতা থাকলে সেটিও ঠিক করে ফেলবে।
পড়ুনঃ আইরোলিক ট্যাবলেট কেন খায় | আইরোলিক ট্যাবলেট খাওয়ার নিয়ম |
এই এডোলেফ সিরাপটি অফসনিন কোম্পানি থেকে উৎপাদন করা হয় । যেহেতু ভালো কোম্পানি থেকে উৎপাদন করা হয় তাই এর মান ও ভালো। আর এই সিরাপটি বাজারে সাধারণত ১০০ml বোতল আকারে পাওয়া যায়।
যদি আপনার কাশি দীর্ঘদিন যাবত হয়ে থাকে তাহলে ও আপনি এই এডোলিফ সিরাপটি খেয়ে ভালো ফলাফল পেতে পারেন । তো এই এডোলেফ সিরাপ এর দাম 100 ml টি কোম্পানি থেকে ৬৫ টাকা নির্ধারিত । আর ২০০ ml এর যে ডোজ আছে সেটার দাম ১০৫ টাকা।
✓ dextpoten plus syrup ( ডেক্সপোটেন প্লাস )
বড়দের যতগুলো কাশির সিরাপ বাজার পাওয়া যায় তার মধ্যে অনেক ভালো এবং কার্যকরী হল এই ডেক্সপোটেন প্লাস। এই সিরাপটি এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন: বমি বমি ভাব, মাথা ঘোরা বা ঘুম ঘুম ভাব হতে পারে।
যেহেতু এই সিরাপ খেলে একটু ঘুম ঘুম ভাব হবে তাই এটি খাওয়ার পরে গাড়ি চালানো যাবে না কিংবা কোন যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই সিরাপটি খুব দ্রুত এর কার্যক্রম গুলো শুরু করে দেয়।
আর হ্যাঁ এই কাশির সিরাপটি সেবন করার পূর্বে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতেই হবে।
ডেক্সপোটেন প্লাস সিরাপের ১০০ মিলিগ্রাম বোতলের এর দাম ১০০ টাকা।
কাশির সিরাপ এর নাম স্কয়ার
বাংলাদেশের ঔষধ উৎপাদনকারী যতগুলো ফার্মাসিটিক্যাল লিমিটেড কোম্পানি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্কয়ার কোম্পানি। আর এই কোম্পানির ঔষধ গুণ ও মানে অনেক ভালো।
ঠিক এই কারণে আমরা অনেকেই বিভিন্ন অসুখ হলে স্কয়ার কোম্পানির ঔষধ সেবন করতে চাই। একইভাবে কাশি হলেও যদি আমরা স্কয়ার কোম্পানির ওষুধ সেবন করি তাহলে আরেকটু বেশি তৃপ্তি পায়।
তো কাশির সিরাপ এর নাম স্কয়ার কোম্পানি এর গুলো উল্লেখ করা হলো। আর হ্যাঁ স্কয়ার কোম্পানির যে কাশির সিরাপ এর নাম গুলো উল্লেখ করা হবে সেগুলো বাচ্চা এবং বড় উভয়কেই খাওয়ানো যাবে ।
✓ তুষকা সিরাপ ( tusca)
আমাদের মধ্যে অনেকেই কাশি হলে তুসকা সিরাপ খায় । আর এই সিরাপটি আসলেই অনেক কার্যকরী। আপনারা স্কয়ার কোম্পানির কাশির সিরাপ খুঁজে থাকলে এই সিরাপটি খেতে পারেন।
যাদের কাশিসহ গলায় সামান্য পরিমাণে ব্যথা আছে তাদের ব্যথা উপসম করতেও এটি বেশ কাজ করবে । আর যদি আপনার বুকের ভিতর কাশি জমাট বেঁধে থাকে সেগুলোকেও এটি নিরাময় করে দেবে।
তো বন্ধুরা এই তুশকা নাম এর কাশির সিরাপ টি বড় এবং বাচ্চা উভয়কেই সেবন করানো যাবে । আর এই সিরাপ টি একটি আপনারা বিভিন্ন ফার্মেসি এর দোকানে ১০০ এমএল পেয়ে যাবেন ৮০ টাকায় ।
এখানে জানিয়ে রাখা ভালো বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি এর আরেকটি এই সিরাপ এর বিকল্প ওষুধ আছে। আর সেটির নাম হচ্ছে টুসপেল সিরাপ। এই টুসপেল সিরাপটির দাম ১০০ ml এর মাত্র ৮৫ টাকা ।
ভালো কাশির সিরাপের নাম | কাশির সিরাপ ভালো কোনটা
অনেকেই ভালো কাশির সিরাপ এর নাম জানতে চান বা এমন কোন কাশির সিরাপের সন্ধান পেতে চান যেটা সব থেকে ভালো। যদিও খুব স্পেসিফিক ভাবে এটি বলা সম্ভব নয় যে কাশির সিরাপ ভালো কোনটা। তবে নিচে আমরা একটি ভালো কাশির সিরাপ এর নাম আপনাদেরকে জানিয়ে দিলাম সেটি অনেক ভালো ।
✓ এডোভাস সিরাপ ( adovas)
কাশির সিরাপ এর নাম বলতে গেলে এডোভাস সিরাপ এর কথা বলতেই হবে। আর কাশির সিরাপ সেবনের ক্ষেত্রে adovas সিরাপ খাওয়া বেশি জনপ্রিয়। এই সিরাপের উৎপাদনকারী কোম্পানিটি দাবি করে তারা এই সিরাপটি সম্পূর্ণ হারবাল পদ্ধতিতে তৈরি করেছেন।
আপনার বুকের একদম গভীরে যদি খুব বেশি পরিমাণে কফ জমে থাকে তাহলে এই সিরাপটি সেগুলো অপসারণ অনেক সাহায্য করবে। শুষ্ক কাশি নিরাময়সহ আরো অনেক কাজ এই ওষুধের মাধ্যমে করা সম্ভব ।
আর যেহেতু এই সিরাপ টি স্কয়ার ফার্মাসিটিক্যাল কোম্পানি থেকে উৎপাদন করা হয় তাই এটির কার্যকরী আরো বেশি । আপনাদের যাদের বয়স বেশি আছে এবং কাশির সিরাপ সেবন করতে চাচ্ছেন তারাও এই এডোভাস সিরাপটি খেতে পারবেন।
এছাড়াও যেহেতু এটি সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে নির্মিত তাই এই ঔষধ অনেকেই দীর্ঘদিন যাবৎ সেবন করে আসছে। আপনার যদি দীর্ঘদিন ধরে কাশি হয়ে থাকে তাহলে আপনি এটি অনেকদিন সেবন করতে পারবেন। ভালো কথা হচ্ছে বাচ্চা এবং বয়স্ক উভয়ের ক্ষেত্রেই এটি সমান ভাবে কার্যকরী ।
আর হ্যাঁ, এই এডোভাস কাশির সিরাপ এর তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অন্যান্য সিরাপ গুলো সেবন করলে যেমন ঝিমুনি ভাব আসে বা অন্য সমস্যা দেখা যায় সেগুলো কোন সমস্যাই এখানে আপনি পাবেন না ।
এই সিরাপটি বাজারে ১০০ এম এল বোতল এবং ২০০ এমএল বোতল অনুযায়ী পাওয়া যায় । স্কয়ার কোম্পানি থেকে ১০০ এম এল বোতলটির দাম ৬৫ টাকা এবং ২০০ এম এল বোতলের দাম ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
কাশির সিরাপ খাওয়ার নিয়ম
প্রত্যেকটা ঔষধ তখনই আপনার কাজ করবে যখন আপনি সেটি নিয়ম মেনে সেবন করবেন । কাশির সিরাপ এর নাম জানার পর যদি আপনি এই কাশির সিরাপ খাওয়ার নিয়ম না জেনে সেবন করতে থাকেন তাহলে সেটা কোন কাজে আসবে না।
প্রত্যেকটা ঔষধ কেনার পর দেখবেন সেটার ভিতরে একটা কাগজ থাকে এবং সেই কাগজে ওই ঔষধ খাওয়ার নিয়ম এবং যাবতীয় বিষয়বস্তুগুলো উল্লেখ থাকে । ওই কাগজটি অবশ্যই পড়ে নিতে হবে।
কাশির ঔষধ কেনার পর কাগজটি পড়লে আপনি এই কাশির সিরাপ খাওয়া নিয়ম বুঝতে পারবেন। এখানে আরেকটি কথা হচ্ছে কাশির সিরাপ গুলো খাওয়ার পর আপনারা পানি একটু পরে খাবেন তাহলে সেটি ভালো কাজ করবে ।
এই নিয়মগুলো ছাড়াও যদি আপনার ডক্টর আপনাকে অন্য কোন নিয়ম শিখিয়ে দেয় তাহলে অবশ্যই সেটি মেনে আপনার কাশির সিরাপটি গ্রহণ করবেন।
FAQ: কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
কাশি একটি সাধারণ রোগ আর প্রায় প্রত্যেক মানুষের এই রোগটি হয়ে থাকে। যেহেতু এই রোগটি খুব পরিচিত তাই এই রোগ সম্পর্কে অনেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। নিচে এই কাশির সিরাপ সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তুলে দেয়া হলো:
Q: গর্ভাবস্থায় কাশির সিরাপ খাওয়া যাবে কি ?
হ্যাঁ গর্ভাবস্থায় কাশির সিরাপ খাওয়া যাবে। কিন্তু সব ধরনের সিরাপ খাওয়া যাবে না। কাশির সিরাপ কেনার সময় তার গায়ে নির্দেশনা গুলো দেখে নিবেন যে সেখানে গর্ভাবস্থায় খাওয়া নিষেধ করা আছে কিনা।
আর অবশ্যই গর্ভাবস্থায় কোন সিরাপ বা ওষুধ সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলে কোন সমস্যা হবে না।
Q: কাশির সিরাপ বেশি খেলে কি হয়?
কোন সিরাপ বা ট্যাবলেট বা ঔষধ বেশি খাওয়া উচিত নয়। আপনার বয়স অনুযায়ী ডক্টর আপনাকে যে ডোজ দিবে আপনি অবশ্যই সেই ডোজই সেবন করবেন । এর বেশি সেবন করলে ওই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ফেলবে। এছাড়াও আপনার মৃত্যু পর্যন্ত ঘটোতে পারে।
Q: ৬ মাসের বাচ্চার ঠান্ডা কাশি হলে করনীয় কি?
এই ধরনের ছোট বাচ্চাগুলোর কাশি হলে অবশ্যই বাচ্চাদের কাশির সিরাপ এনে সেবন করাতে হবে। তবে কখনোই নিজে থেকে কোন ধরনের ওষুধ ক্রয় করা যাবে না। ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ডাক্তার যে সিরাপ সেবন করতে বলে , সেই সিরাপ সেবন করাতে হবে।
Q: বাচ্চাদের কাশির সিরাপ কোনটি?
ওপরে আমরা বেশ কিছু বাচ্চাদের কাশির সিরাপ এর নাম আপনাদেরকে দিয়েছি। সেগুলো থেকে আপনারা বাচ্চাদের কাশির সিরাপ চিনতে পারবেন ।
তবে আপনারা বাচ্চাদের কে E-cof, পিউরিসাল, এম্বলিট, এবেক্স, রিমোকফ” এই কাশির সিরাপ গুলো খাওয়াতে পারেন। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
পরিশেষে: কাশির সিরাপ এর নাম বাংলাদেশ
আজকের পোস্টে আমরা বাচ্চাদের কাশির সিরাপ এর নাম, এছাড়াও কাশির সিরাপ এর নাম বড়দের গুলো আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এখানে প্রত্যেকটা সিরাপের কিছু না কিছু নির্দেশনা রয়েছে সেগুলো অবশ্যই আপনাদেরকে যথাযথ পালন করতে হবে ।
আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, কখনো কোন ঔষধ নিজে থেকে সেবন করা যাবে না। অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর তার নিয়ম অনুযায়ী আপনাদেরকে ঔষধ সেবন করতে হবে ।