এশার নামাজ ১৭ রাকাত কি কি | এশার নামাজ কয় রাকাত

 

আমরা যারা মুসলমান আছি তারা কিন্তু প্রায় সবাই নামাজ আদায় করে থাকি । কিন্তু এই নামাজ আদায়ের মধ্যে অনেকের ক্ষেত্রেই বিভিন্ন ধরনের ভুল হয়ে থাকে ।
এশার নামাজ ১৭ রাকাত কি কি
যার কারণে আমরা আজকে এশার নামাজ কয় রাকাত এবং এশার নামাজ ১৭ রাকাত কি কি সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি এশার নামাজ কয় রাকাত এই প্রশ্নের উত্তর সঠিকভাবে না জানেন তাহলে কখনই সঠিকভাবে এই নামাজ আদায় করতে পারবেন না যার ফলে আপনার সোয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে ।

তাই চলুন আজকে আমরা এশার নামাজ মোট কত রাকাত এবং এশার নামাজ কয় রাকাত ও কি কি সবগুলো বিস্তারিত আপনাদেরকে বলে দেব ।

এশার নামাজ কয় রাকাত ও কি কি?

বন্ধুরা আপনি যদি এশার নামাজ কয় রাকাত ও নিয়ত এই প্রশ্নের উত্তর একদম পরিষ্কারভাবে জানতে চান তাহলে আমি আপনাকে বলব এশার নামাজ ১৭ রাকাত। তবে শুধুমাত্র এই নামাজের রাকাতের সংখ্যা জেনেই কিন্তু আপনি নামাজগুলো সঠিকভাবে আদায় করতে পারবেন না। এর জন্য আপনাকে এশার নামাজ ১৭ রাকাত কি কি এবং সেগুলো কিভাবে আদায় করবেন সেগুলো নিয়ে জানতে হবে ।তাই এখন আমি এই এশার নামাজ ১৫ রাকাত কি কি সেগুলো আপনাদেরকে জানাবো ।

১ম ধাপ সুন্নত (৪ রাকাত) – এশার নামাজ ১৭ রাকাত

বন্ধুরা আপনারা ইতিমধ্যে এশার নামাজ কয় রাকাত এই সম্পর্ক অবগত হয়ে গেছেন। তো এই ১৭ রাকাতের মধ্যে আপনাকে প্রথমে সুন্নত নামাজ আদায় করে নিতে হবে যেটা হচ্ছে চার রাকাত ।তবে এটি যেহেতু সুন্নত নামাজ তাই অনেকেই এই নামাজ আদায় করে না। কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই আদায় করবেন কারণ নামাজ পড়লে কিন্তু আপনি সওয়াব পেয়ে যাবেন ।এরপর ধাপে ধাপে আরও বেশ কিছু নামাজ আছে যেগুলো পরবর্তী স্টেপে আলোচনা করা হলো।

২য় ধাপ ফরজ (৪ রাকাত ) – এশার নামাজ কয় রাকাত

এশার নামাজ পড়তে গিয়ে আপনি যখন প্রথমে ৪ রাকাত সুন্নত নামায আদায় করে ফেলবেন । তখন আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে জামাতের সাথে ফরজ নামাজ আদায় করার জন্য ।মসজিদের মুয়াজ্জিন যখন দাড়িয়ে একামত দিবে তখন আপনি দাঁড়িয়ে ইমামের সাথে চার রাকাত ফরজ নামাজ আদায় করে নিবেন । এই ফরজ নামাজের গুরুত্ব কিন্তু সব থেকে বেশি তাই এই নামাজ ভুলেও মিস করা যাবে না ।

পড়তে পারেনঃ জান্নাতের হুরদের নাম | জান্নতের হুরদের পরিচয়

ফরজ নামাজ আদায় করা হয়ে গেলে ইমামের সাথে দোয়া করে আপনাকে নিজে নিজে বাকি 11 রাকাত নামাজ আদায় করে নিতে হবে যেগুলো আমি নিচে বর্ণনা করলাম ।তবে হ্যাঁ আপনি যদি বাড়িতে থেকে নামাজ আদায় করেন তাহলে কিন্তু সুন্নত নামাজ পড়ার পর আর অপেক্ষা করতে হবে না সাথে সাথে আপনি বাকি নামাজগুলো সম্পন্ন করে ফেলতে পারবেন ।

৩য় ধাপ সুন্নত ( ২ রাকাত ) – এশার নামাজ ১৭ রাকাত

বন্ধুরা আপনি মসজিদে ঢুকে ৪ রাকাত সুন্নত নামাজ পড়ার পরে যখন আবার চার রাকাত ফরজ নামাজ ইমামের সাথে আদায় করবেন এরপর কিন্তু আপনাকে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে নিতে হবে ।এই সুন্নত নামাজ কিন্তু কোনভাবেই বাদ দেওয়া যাবে না কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস অনুযায়ী দুই রাকাত সুন্নত নামাজ বাদ দিলে আপনার গুনাহ হতে পারে ।

৪র্থ ধাপ নফল ( ২ রাকাত ) – এশার নামাজ কয় রাকাত

বন্ধুরা নফল নামাজ কিন্তু আমাদের নিজেদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি নামাজ । কারণ এই নামাজ আদায়ের মাধ্যমে আমরা সহজেই আল্লাহর নিকট্য লাভ করতে সক্ষম হতে পারি । তাই আপনি এশার দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পর অবশ্যই এই পর্যায়ে এসে দুই রাকাত নফল নামাজ আদায় করে নিবেন।

যদি আপনার শারীরিক সমস্যা থাকে তাহলে এই নফল নামাজ আপনি বসে আদায় করতে পারেন তবে দাঁড়িয়ে আদায় করাই সবথেকে উত্তম এবং মহান আল্লাহ তায়ালার কাছে পছন্দনীয় । আমাদের হয়ে গেল মোট ১২ রাকাত নামাজ আরো বাকি এশার নামাজ কয় রাকাত ও কি কি সেগুলো এখন আমরা ভালোভাবে জেনে নেই ।

৫ম ধাপ বেতের নামাজ ( ৩ রাকাত ) – এশার নামাজ ১৭ রাকাত

বন্ধুরা আমাদের প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু কোন নামাজের ভিতরে এই বেতের নামাজের নিয়ম নেই ।শুধুমাত্র এশার নামাজের ক্ষেত্রেই আমাদেরকে এই বেতের নামাজ আদায় করে নিতে হয়। এই নামাজ এক ওয়াক্তের হলেও এই নামাজের গুরুত্ব কিন্তু অনেক বেশি ।

পড়তে পারেনঃ জুমার দিনের ১৫ টি সুন্নত | জুমার দিনে মহিলাদের আমল

বেতের নামাজকে আমরা ওয়াজিব নামাজ হিসেবেও ধরতে পারি । আর আপনারা অবশ্যই জানেন ফরজ এরর পরেই কিন্তু ওয়াজিব এর অবস্থান । তাই এই বিতের নামাজ কখনই মিস করবেন না ।দুই রাকাত নফল নামাজ আদায় করে নেওয়ার পর নিজে থেকে এই বেতের নামাজ আদায় করে নিবেন । তবে হ্যাঁ বেতের নামাজের শেষের রাকাতে কিন্তু দুইটা সূরা পড়ার পরে আলাদা করে দোয়া কুনুত পড়ে নিতে হয় ।

শেষ ধাপ নফল (২ রাকাত ) – এশার নামাজ ১৭ রাকাত

উপরের আলোচনা গুলো পড়ার মাধ্যমে আপনারা অবশ্যই এশার নামাজ কয় রাকাত ও কি কি এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবেই ধারণা পেয়েছেন ।  তো বন্ধুরা এশার নামাজের শেষে এসে আপনাকে তিন রাকাত বিতের নামাজ আদায় করে নেওয়ার পর অবশ্যই দুই রাকাত নফল নামাজ পড়ে নিতে হবে । আপনি চাইলে মাঝখানের দুই রাকাত নফল নামাজ বাদ দিয়েও এশার নামাজ আদায় করতে পারেন কিন্তু ভুলেও শেষের দুই রাকাত নফল নামাজ কখনই বাদ দিবেন না ।

আরোও পড়ুনঃ কুরআন হাদীসের আলোকে পারিবারিক জীবন বই পিডিএফ | Quran Hadiser Aloke Paribarik Jibon Book Pdf

এই দুই রাকাত নফল নামাজ আদায় করার মাধ্যমে আমাদের কাঙ্খিত এশার নামাজ সম্পন্ন হয়ে যাবে । এবং শেষের এই দুই রাকাত নফল নামাজ জেনে নেওয়ার মাধ্যমে আমরা এশার নামাজ ১৭ রাকাত কি কি সেই বিষয়ে পরিষ্কার জানতে পারলাম ।

এশার নামাজের সময় শুরু ও শেষ

দ্বীনি ভাই ও বোনেরা আপনারা উপরে এতক্ষণ এশার নামাজ ১৭ রাকাত কি কি এ সম্পর্কে বিস্তারিত জেনে আসলেন । তো যদি এই এশার নামাজ ১৭ রাকাত এর মধ্যে আপনাদের কোথাও কোন রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন । তবে শুধুমাত্র কিন্তু এশার ১৭ রাকাত কি কি এটা  জানলে আপনি নামাজ আদায় করতে পারবেন না এর জন্য অবশ্যই এশার নামাজের সময় শুরু ও শেষ এই সম্পর্কে ধারণা থাকতে হবে।

যদি আপনি এশার নামাজের সময় শুরু ও শেষ ভালোভাবে বুঝতে না পারেন তাহলে হয়তো আপনার নামাজ আদায় ভুল হয়ে যেতে পারে । আর যদি ভুল সময়ে নামাজ আদায় করে ফেলেন তাহলে আল্লাহর কাছে সেই নামাজ কবুল না ও হতে পারে । তাই আমি আপনাকে বলব এশার নামাজ ১৭ রাকাত কি কি এই ইনফরমেশন জানার পাশাপাশি অবশ্যই এশার নামাজের সময় শুরু ও শেষ এই বিষয়ে ধারণা রাখতে হবে ।

পড়তে পারেনঃ তিন ও জয়তুন ফল খাওয়ার নিয়ম ও ফজিলত

আপনারা সবাই জানেন যে সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত মাগরিবের নামাজের সময় থাকে । এবং সূর্য ওস্তের সময় নামাজ পড়া হারাম । তো এই এশার নামাজের শুরুর সময় হচ্ছে সূর্যাস্ত যাওয়ার কিছুক্ষণ পরেই । আর এশার নামাজের শেষ সময় হচ্ছে মধ্যরাত পর্যন্ত অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তাহাজ্জুদ নামাজ এর সময় হয়নি ততক্ষণ পর্যন্ত আপনি এশার নামাজ আদায় করতে পারবেন । এক কথায় এশার নামাজের সময় শুরু ও শেষ হচ্ছে সূর্যাস্ত যাওয়ার পর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত অর্থাৎ রাত ১২ টা পর্যন্ত ।

আশা করি আপনারা এশার নামাজ ১৭ রাকাত কি কি এই তথ্য জানার পাশাপাশি এশার নামাজের সময় শুরু ও শেষ এই বিষয়েও ধারণা পেয়েছেন ।

এশার নফল নামাজ – এশার নামাজ কয় রাকাত

অনেকেই আসলে এশার নফল নামাজ সম্পর্কে কোন তথ্য জানেনা । তাদেরকে জানিয়ে রাখবো এশার নফল নামাজ দুই  রাকাত করে চার রাকাত । যদিও আমরা এশার নফল নামাজ সম্পর্কে এশার নামাজ ১৭ রাকাত কি কি এই পয়েন্টে বিস্তারিত আলোচনা করেছি তবু আপনাদেরকে বলবো ।

এশার নামাজ পড়ার সময় ফরজ নামাজের পর দুই রাকাত সুন্নত নামায আদায় করার পর দুই রাকাত নফল নামাজ আদায় করতে হয় এবং তারপরে তিন রাকাত বিতরের নামাজ আদায় করার পর আবার দুই রাকাত নফল নামাজ আদায় করতে হয় । এটাই আসলে এশার নফল নামাজ সম্পর্কে আলোচনা ।

এশার নামাজের নিয়ম ও দোয়া

আমি ধরে নিচ্ছি আপনি আমার ব্লগের শুরুর দিকে লেখাগুলো পড়ার মাধ্যমে এশার নামাজ ১৭ রাকাত কি কি এই সম্পর্কে বিস্তারিত জানা গেছেন। যদি আপনি এখানে আমার বলা এশার নামাজ ১৭ রাকাত সম্পর্কে ভালোভাবে জেনে থাকেন তাহলে আপনি এশার নামাজের নিয়ম ও দোয়া সম্পর্কে এই লেখাগুলো পড়তে পারেন ।

পড়তে পারেনঃ ইয়া মানিউ এর অর্থ ও এর ফজিলত

এশার নামাজের আলাদা কোন নিয়ম নেই আপনি অন্যান্য নামাজ যে সকল নিয়ম অনুসরণ করে আদায় করে থাকেন ঠিক একই নিয়মে এশার নামাজ আদায় করবেন ।  এবং অন্যান্য নামাজের যে সকল দোয়া পাঠ করেন ঠিক একই দোয়া এশার নামাজ ১৭ রাকাত এর  সময়ও পাঠ করবেন । আর এশার নামাজের নিয়ম বলতে গেলে আমরা উপরের পয়েন্টে এশার নামাজ ১৭ রাকাত কি কি ধাপে ধাপে যে রাকাত এবং যে নামাজের কথা বলেছি সেগুলো ভালো ভাবে অনুসরণ করলে আপনার সঠিকভাবে এশার নামাজ আদায় হয়ে যাবে ।

এশার নামাজের নিয়ত – এশার নামাজ কয় রাকাত

প্রত্যেক নামাজ আদায় এর সময় এর নিয়ত পাঠ করা অত্যন্ত বেশি জরুরী একটি বিষয় । সেক্ষেত্রে এশার নামাজের নিয়ত ও ব্যতিক্রম নয় । তাই বন্ধুরা এশার নামাজ ১৭ রাকাত কি কি এই সম্পর্কে জানার আগে আপনার অবশ্যই এই সম্পর্কে জ্ঞান অর্জন করে নিতে হবে । আমি আরবি নিয়ত এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাংলা নিয়ত ও করতে পারেন। এশার নামাজ এর নিয়ত আরবিতে ধাপে ধাপে নিজে বর্ণনা করা হলো ।

কপিরাইট ইস্যুর কারনে আমরা আরবি লেখাগুলো সরাসরি এখানে দিতে পারছিনা । তবে এখানে দেওয়া ফাইলটি সেভ করার মাধ্যমে এশার নামাজের আরবি নিয়তগুলো দেখতে পারবেন।

এই নিয়ত হিসেবে যদি আপনি বাংলা পাঠ করতে চান তাহলে নামাজে দাঁড়িয়ে বলবেন: হে আল্লাহ আমি আপনার জন্য চার রাকাত ফরজ এশার নামাজ আদায় করতেছি কেবলামুখী হয়ে আল্লাহু আকবার । আর যদি ইমামের পিছনে নামাজ আদায় করেন তাহলে মাঝখানে ইমামের পিছনে কথাটি বসিয়ে দিলে আপনার এশার নামাজর নিয়ত বাংলায় পাঠ করা হয়ে যাবে ।

পড়ূনঃ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মোহাম্মদ অর্থ ও মিলাদ পড়ার নিয়ম

বন্ধুরা আমি ধারণা করতে পারি আপনারা আমার লেখাগুলো পড়ার মাধ্যমে এশার নামাজ ১৭ রাকাত কি কি এছাড়াও এই নামাজের নিয়ত সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পেরেছেন ।

এশার নামাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

এতক্ষন আপনারা এশার নামাজ 17 রাকাত কি কি এছাড়াও এশার নামাজের নিয়ত এগুলো ভালো মতো পড়ে এসেছেন। কিন্তু গুগলে অনেকেই এশার নামাজ সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করে থাকে। নিচে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তুলে ধরলাম।

✓ এশার নামাজ মোট কত রাকাত?

অনেকে বলে এশার নামাজ মোট ১৭ রাকাত আবার অনেকে বলে এশার নামাজ মোট ১৫ রাকাত। যারা ১৫ রাকাত বলে তারা দুই রাকাত নফল নামাজ বাদ দিয়ে ১৫ রাকাত বলে। তবে দুই রাকাত নফল নামাজ সহ হিসাব করলে এশার নামাজ মোট ১৭ রাকাত।

✓ এশার নামাজ কত রাকাত পরতে হয়?

প্রতিটা নামাজ সম্পূর্ণ রাকাত পড়া উত্তম। তাই এশার নামাজ ও চেষ্টা করবেন সম্পূর্ণ পরার। তবে যদি কোন সমস্যা থাকে তাহলে আপনারা এশার নামাজের প্রথম চার রাকাত সুন্নত এবং মাঝখানের দুই রাকাত নফল নামাজ বাদ দিয়ে বাকি নয় রাকাত এশার নামাজ আদায় করতে পারেন।

✓ মহিলাদের এশার নামাজ পড়ার নিয়ম

এমন আলাদা কোন নিয়ম নেই যেটা মহিলাদের এশার নামাজ পড়ার ক্ষেত্রে প্রযোজ্য । সবাই যে রকম ভাবে নামাজ আদায় করে ঠিক তেমনি ভাবে মহিলা মানুষ ও এশার নামাজ আদায় করে নিতে পারবে ।

✓এশার ওয়াক্ত কখন শেষ হয়?

সূর্য অস্ত যাওয়ার পরে যখন সম্পূর্ণ অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় তখন থেকে এই এসার ওয়াক্ত শুরু হয় । আর সুবেহ সাদিকের আগে পর্যন্ত এই এশার ওয়াক্ত চলতে থাকে । অর্থাৎ সুবহে সাদিকের সময় হলে এশার ওয়াক্ত শেষ হয় ।

✓ রাত ১২টার পর কি এশার নামাজ পড়া যাবে?

সূর্য অস্ত যাওয়ার পর যখন সম্পূর্ণরূপে অন্ধকার হয়ে যায় তখন থেকে সুবেহ সাদিক পর্যন্ত এশার নামাজ আদায় করার সময় থাকে । তবে রাত ১২ টার পরে নফল ইবাদত করার উত্তম সময় হিসেবে ধরা হয় কারণ তখন মহান আল্লাহ তায়ালা দুনিয়ার আসমানে চলে আসেন। অন্য কোন সমস্যা না থাকলে রাত ১২ টার আগে এশার নামাজ পড়া উত্তম। তবে রাত ১২ টার পরেও এই নামাজ আদায় করা যাবে।

√ এশার নামাজের ওয়াক্ত শুরু হয় কখন?

মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ হওয়ার সাথে এশার নামাজে ওয়াক্ত শুরু হয়। অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে অন্ধকার করে এশার নামাজের ওয়াক্ত শুরু হয়। সুবেহ সাদিকের আগে পর্যন্ত এই ওয়াক্ত থাকে।

√ এশার কাজা নামাজ কয় রাকাত?

কাজা নামাজ আদায়ের সময় শুধু ফরজ নামাজ আদায় করলে হয়ে যায়। তাই এশার কাজা নামাজ ৪ রাকাত।

√ এশার নামাজ কয় রাকাত সুন্নত কয় রাকাত ফরজ?

এশার নামাজের মধ্যে ৪+২ = মোট ৬ রাকাত সুন্নত এবং চার রাকার ফরজ।

শেষ কথা: 

প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আপনারা আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে এশার নামাজ সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় জানতে পেরেছেন । যেগুলো হলো এশার নামাজ কয় রাকাত ও কি কি এর সাথে এশার নামাজ ৯ রাকাত কি কি সবগুলো বিষয় আমি আপনাদেরকে বলেছি ।এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে অবশ্যই ভালোমতো জেনে নিয়ে তারপরেই এশার নামাজ আদায় করতে হবে।

তবে হ্যাঁ আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি এই বিষয়গুলোর মধ্যে যদি আপনার কোন বিষয়ে পরিষ্কারভাবে বুঝতে না পারেন এবং আরো নতুন কোন বিষয় জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ।

সবাই জানেন যে ইসলামের কোন জ্ঞান যদি আপনি অন্যজনের সাথে শেয়ার করেন তাহলে কিন্তু তার সওয়াবের ভাগি আপনিও হতে পারবেন। তাই আমাদের আজকের এই এশার নামাজ কয় রাকাত এবং এশার নামাজ ১৭ রাকাত কি কি এই মূল্যবান পোস্টটি আপনার পরিচত দের সাথে শেয়ার করে তাদেরকেও এই জ্ঞান গুলো অর্জন করার সুযোগ করে দিন। পরিশেষে সকল পাঠকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সবসময় আল্লাহর পথে চলুন এবং মানুষকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ।

ভালো লাগতে পারে

Back to top button