ঈদে মিলাদুন্নবী উক্তি – ঈদে মিলাদুন্নবী স্ট্যাটাস – ঈদে মিলাদুন্নবী নিয়ে কবিতা

ঈদে মিলাদুন্নবী উক্তি - ঈদে মিলাদুন্নবী স্ট্যাটাস - ঈদে মিলাদুন্নবী নিয়ে কবিতা

আসসালামু আলাইকুম ,বন্ধু আপনি কি ঈদে মিলাদুন্নবী উক্তি, ঈদে মিলাদুন্নবী নিয়ে কবিতা, ঈদে মিলাদুন্নবী স্ট্যাটাস ,এগুলো খুজতেছেন ? তাহলে আপনি একদম ঠিক জায়গায় চলে এসেছেন,কারণ বন্ধুরা আজকের পোস্টে আমরা এই ঈদে ঈদে মিলাদুন্নবী উক্তি এবং মিলাদুন্নবীর স্ট্যাটাস সম্পর্কে অনেকগুলো কবিতা আপনাদেরকে দেব। তাহলে চলুন বন্ধুরা আমাদের আজকের পোস্ট শুরু করা যাক ।

ঈদে মিলাদুন্নবী উক্তি – ঈদে মিলাদুন্নবী স্ট্যাটাস – ঈদে মিলাদুন্নবী নিয়ে কবিতা

ঈদ মিলাদুন্নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর জন্মদিন এবং মৃত্যুদিন। তো এই দিনটি যেমন আমাদের জন্য একটা আনন্দের দিন পক্ষান্তরে এই দিনটি কিন্তু আমাদের একটি দুঃখের ও দিন। এই দিনে মহানবী সাঃ পৃথিবীতে এসেছিলেন এটা অনেক আনন্দময় এবং এই দিনে তিন পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন এটা আমাদেরকে অনেক দুঃখ দেয় ।

আমরা অনেকেই এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন সময়ে ঈদে মিলাদুন্নবী উক্তি এবং ঈদে মিলাদুন্নবীর নিয়ে কবিতা খুজে থাকি । আপনাদের কথা ভেবে আমাদের আজকের পোস্টে বেশ কিছু বাছাই করা ঈদে মিলাদুন্নবী উক্তি এবং ঈদে মিলাদুন্নবী নিয়ে স্ট্যাটাস তুলে ধরা হয়েছে ।

আরোও পড়ুনঃ   ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আলোচনা {A TO Z}

ঈদে মিলাদুন্নবী নিয়ে উক্তি – ঈদে মিলাদুন্নবী উক্তি

#ইসলামের সেই উম্মি নবীর ইতিবৃত্ত বড় আশ্চর্যজনক । বর্তমানে তিনি কবরের অবস্থান করেও কোটি কোটি মানুষকে ইসলামের কালেমার উপর অটল রেখেছেন ।

#চরিত্র গঠন ও সমাজ সংস্কারের ক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম যে সাফল্য লাভ করেছেন তার পরিপ্রেক্ষিতে তাকে মানবতার মহা দরদী বলে বিশ্বাস করতে হয় ।

#বস্তুত পক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনীত শরীয়ত সর্বলোকের জন্য প্রযোজ্য । এই শরীয়ত এমন বুদ্ধিবৃত্তিক মূলনীতি ও এ ধরনের আইনগত ভিত্তিতে রচিত যে সমগ্র বিশ্বের দৃষ্টান্ত পাওয়া যায় না ।

#মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবজাতির পথ প্রদর্শক ও মুক্তিদাতা ‌। বিশ্বের শাসন ও একনায়ত্ব যদি আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মত কামেল পুরুষের হাতে সোপর্দ করা হয় ।‌ তবে এই পৃথিবী যাবতীয় সমস্যার সমাধান থেকে মুক্তি পেয়ে যেত । এবং গোটা বিশ্ব শান্তি ও নিরাপত্তা দোলনায় পরিণত হতো ।

# আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন তা নয় বরং এযাবৎ মানব ইতিহাসের যত মানুষের জন্ম হয়েছে তাদের মধ্যে শ্রেষ্ঠ মানব একমাত্র তিনি ।

#হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর চিন্তাধারা ছিল অতি পবিত্র এবং চরিত্র ছিল অসম্ভব উন্নত ।‌ তিনি ছিলেন কর্ম তৎপর সংস্কারক । যাকে মহান আল্লাহ মানুষকে হেদায়েতের জন্য নিযুক্ত করেছেন । তার বাণী তো আল্লাহ তাআলারই বাণী ।তিনি অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে সত্যের বাণী পৌঁছে দিয়েছেন ।

ঈদে মিলাদুন্নবী স্ট্যাটাস – ঈদে মিলাদুন্নবী উক্তি

★ নবীজির মত সুন্দর মানুষ আল্লাহ দুনিয়াতেও সৃষ্টি করেননি । আখিরাতও কেউ তার মত হবে না ।

★ নবীর জন্মদিনে আমিও মিছিল মিটিং করবো । যদি কেউ কুরআন হাদীস থেকে প্রমাণ দেখাতে পারেন ।

আরোও পড়ুনঃ   দূর থেকে ভালোবাসার মানুষকে কাছে আনার উপায় বা আমল - কাজ হবেই হবে

★ নবীজিকে নিজের জান,মাল এবং সন্তানাদির চেয়ে বেশি ভালবাসতে হবে । তবেই প্রকৃত ঈমানদার হওয়া সম্ভব।

★ বিশ্ব নবীর আগমনে

আমরা সবাই ধন্য

তার কারনে শ্রেষ্ঠ উম্মত

আজ হয়েছি গণ্য ।‌

★ নবীজিকে ভালোবাসার কথা দেয়ালে লিখে কিংবা পোশাকে লিখে গায়ে দিলে যথেষ্ট হবে না । তার ভালোবাসার প্রমাণ আমলের মাধ্যমে দিতে হবে।

★ নবীজিকে ভালোবাসার মাপকাঠি আছে । তার বাইরে গেলে ভালবাসার দাবিদার হওয়া যাবে কিন্তু প্রকৃত ভালোবাসা যাবে না ।

★ হাদীস বলে সব মুসলমান ভাই ভাই , মিলাদুন্নবী নিয়ে দ্বন্দ্ব বন্ধ হওয়া চাই ।

★ নবীজিকে ভালোবাসি

সকাল দুপুর সাজে

কথা এবং কাজে ।

 

★ প্রচলিত মিলাদুন্নবী নিঃসন্দেহে বেদআত। আর যারা বেদআত করে তারা জাহান্নামী ।

★ নবীজি তার জন্মদিনে রোজা রেখেছেন । অথচ বর্তমানে কথিত আশেকরা কেক কেটে হ্যাপি বার্থডে পালন করে । হায়রে অবুঝ ।

★ নবীর জন্মে আবু লাহাব ও খুশি হয়েছিল । অথচ সে জাহান্নামী ‌। বোঝা গেল শুধু নবী জন্মে আনন্দ প্রকাশ করলে হবে না বরং তার সুন্নাহ চলতে হবে ।

ঈদে মিলাদুন্নবী নিয়ে কবিতা – ঈদে মিলাদুন্নবী কবিতা

নবীজি তার জন্মদিনে

পালন করেন রোজা

কিন্তু এখন

হচ্ছেটা কি

সবার উচিত বোঝা।

ভণ্ডদের আজ চিনে রাখুন

কেউ না হয়ে ভ্রান্ত

ওদের জন্য বড় আফসোস

আহ যদি দীন মানতো!

রবিউল আউয়ালের মাঝে

মিছিল মিটিং করে

দরুদ পাঠের দোহাই দিয়ে

মিষ্টিতে পেট ভরে

কুরআন হাদীস পড়ে তারা

দীনের বিধান মানে

গায় গুণগান সময় মতো

আল্লাহ নবীর শানে ৷

নবীর জন্ম-মৃত্যু দিবস

পালন করা যায় না

খাঁটি উম্মত কোনদিনও

পালন করতে চায় না ৷

কিন্তু কিছু ফাজিল এসে

আশেক করে দাবী

চাপার জোরে ঘুরাতে চায়

আরোও পড়ুনঃ   ৩০০+ শবে বরাত নিয়ে স্ট্যাটাস উক্তি ও কবিতা দেখে নিন

উল্টো পথের চাবি

নবীর আশেক সেজে যারা

মানে না নিজ ধর্ম

ওরা হলো মিথ্যাবাদী

রোজ করে ভুল কর্ম।

ধর্মে অটল থাকে

ফাঁকে–

দীনের পথে

সবাইকে রোজ ডাকে।

সাহাবীদের ফলো করে

সামনে ছুটে চলে

দীনের উপর আঘাত এলে

হক কথা যায় বলে ।

নবীর আশেক কারা ?

তারা–

কুরআন হাদীস

মেনে চলে যারা ।

নবীজি তার জন্মদিনে

পালন করেন রোজা

কিন্তু এখন

হচ্ছেটা কি

সবার উচিত বোঝা।

ধর্মে এসব নাই-

সাহাবীদের মত সবার

জীবন গড়া চাই।

টাকা তোলে রাস্তা-ঘাটে

মসজিদে বা কোন মাঠে

নবীর জন্ম উপলক্ষে

বসে মিলাদ আসর,

এমন এমন হয় আয়োজন

আস্ত যেন বাসর।

ইশকে নবীর নামে

নারী পুরুষ মিছিল করে

শহর এবং গ্রামে ।

ঈদে মিলাদুন্নবী সম্পর্কে হাদিস – ঈদে মিলাদুন্নবী উক্তি

★ যে আল্লাহকে ভয় করে, তার ধনী হওয়াতে দোষ নেই। (মিশকাত)

★ যে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেনো উত্তম কথা বলে। (সহীহ বুখারী)

★ তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তাকানো একটি দান।(তিরমিযী)

তোমাদের মধ্যে আমার নিকট সেই ব্যক্তি বেশী প্রিয় যে বেশী চরিত্রবান।” ( বোখারী)

★ যে আল্লাহকে ভয় করে, তার জন্যে অর্থের প্রাচুর্যের চেয়ে শারীরিক সুস্থতা উত্তম। (মিশকাত)

★অনুমান ও কুধারণা করা থেকে বিরত থাকো, কেননা অনুমান হলো বড় মিথ্যা কথা। (সহীহ বুখারী)

★ যুলম করা থেকে বিরত থাকা। কেননা, কিয়ামতের দিন যুলম অন্ধকারের রূপ নেবে। (সহীহ মুসলিম)

★ যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করেনা, সে আল্লাহরও কৃতজ্ঞ হয়না। (আবু দাউদ)

★ সুধারণা করা একটি ইবাদত। (মুসনাদে আহমদ)

আশা করি সবাই এই ঈদে মিলাদুন্নবী উক্তি – ঈদে মিলাদুন্নবী স্ট্যাটাস – ঈদে মিলাদুন্নবী নিয়ে কবিতা গুলো জেনে গেছেন। তো চাইলে এই ঈদে মিলাদুন্নবী উক্তি – ঈদে মিলাদুন্নবী স্ট্যাটাস – ঈদে মিলাদুন্নবী নিয়ে কবিতা গুলো পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন।

ভালো লাগতে পারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button