আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর দেখে নিন

আজকে আমরা চলে এসেছি আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর  গুলো নিয়ে। এগুলো পরলে এই আঠারো বছর বয়স কবিতা থেকে আসা সব ধরনের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। এগুলো পরলে এখান থেকে নৈর্বেত্তিক আসলেও আপনারা সমাধান করতে পারবেন।

আঠার বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর  

১। আঠারাে বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়?

উত্তর: পাথর সমান বাধা ভাঙতে চায়।

২। আঠারা বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তরঃ মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

৩। সুকান্ত ভট্টাচার্য কত বছর জীবিত ছিলেন?

উত্তর: ২১ বছর।

৪। আঠারাে বছর বয়স’ কবিতাটি কোন কাব্রস্থের অপ্তর্গত?

উত্তর: ‘ছাড়পত্র কাব্গ্রস্থের অ্তর্গত।

৫। ছাড়পত্র কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯৪৮ সালে।

৬। সুকান্ত ভটাচার্যের পৈতৃক নিবাস কোথায়?

উত্তরঃ গোলাপগঞ্জ জেলায়।

৭। সুকান্ত ভট্রাচার্য কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

উত্তর: দৈনিক স্বাধীনতা।

৮। আকাল’ কী ধরনের রচনা?

উত্তর: ‘আকাল’ সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থ।

৯। আঠারাে বছর বয়স বাষ্পের বেগে কীসের মতো চলে?

উত্তর: স্টিমারের মতাে চলে।

১০। আঠারা বছর বয়সে অহরহ কী উকি দেয়?

উত্তর: বিরাট দুঃসাহসেরা উকি দেয়।

তথ্যমূলক আলােচনা – আঠারো বছর বয়স কবিতার mcq

✅ আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য- যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণ্ব্রত।

✅ আঠারো বছর বয়স জানে- রক্তদানের পুণ্য।

✅ আঠারো বছর বয়স পদাঘাতে চায়- ভাঙতে পাথর-বাধা।

✅ আঠারাে বছর বয়স লক্ষ দীর্ঘশ্বাসে হয়- কালাে।

আঠারাে বছর বয়স জানে না- কাদা।

✅ আঠারো বছর বয়সে উকি দেয়- দুঃসাহসেরা।

✅ আঠারোে বছর বয়েস নয়- ভীরু ও কাপুরুষ।

✅ আঠারাে বছর বয়স অগ্রণী ভূমিকা রাখে- বিপদের মুখে।

✅ আঠারাে বছর বয়স পথে প্রান্তরে ছােটায়- তুফান।

✅ আঠারাে বছর বয়সে প্রস্তুতি নিতে হয়- স্বনির্ভর হওয়ার।

✅ আঠারো বছর বয়স আত্মাকে সপে দেয়- শপথের কোলাহলে।

✅ মানুষ আত্মপ্রত্যয়ী হয়- ১৮ বছর বয়সে।

✅ আঠারো বছর বয়সে- দুর্যোগে হাল ঠিকমত রাখা ভার এবং ক্ষত-বিক্ষত হয় সহস্ত্র প্রাণ।

✅ আঠারাে বছর বয়সে তরুণেরা- বাস্পের বেগে স্টিমারের মতো

✅ কবিতার প্রথম দু লাইনঃ

“আঠার বছর বয়স কী দুঃসহ,

স্পর্ধায় নেয় মাথা তােলাবার ঝুঁকি।

✅ কবিতার শেষ দু লাইন-

‘এ বয়সে তাই নেই কোন সংশয়,

এ দেশের বুকে আঠারো আসুক নেমে।

✅ আঠারো বছর বয়েস- মানব জীবনের এক উত্তরণকালীন পর্যায়।

✅ এ দেশের বুকে আঠারো আসুক নেমে। বলতে কবি যৌবনের ইতিবাচক রূপের প্রতি ইঙ্গিত করেছেন।

✅ কবিতায় ‘আঠারো বছর বয়স’ ও ‘আঠারো বছর’ শব্দটি ব্যবহৃত হয়েছে ৭ বার।

  

ভালো লাগতে পারে

Back to top button