আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর দেখে নিন

আজকে আমরা চলে এসেছি আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর  গুলো নিয়ে। এগুলো পরলে এই আঠারো বছর বয়স কবিতা থেকে আসা সব ধরনের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। এগুলো পরলে এখান থেকে নৈর্বেত্তিক আসলেও আপনারা সমাধান করতে পারবেন।

আঠার বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর  

১। আঠারাে বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়?

উত্তর: পাথর সমান বাধা ভাঙতে চায়।

২। আঠারা বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তরঃ মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

৩। সুকান্ত ভট্টাচার্য কত বছর জীবিত ছিলেন?

উত্তর: ২১ বছর।

৪। আঠারাে বছর বয়স’ কবিতাটি কোন কাব্রস্থের অপ্তর্গত?

উত্তর: ‘ছাড়পত্র কাব্গ্রস্থের অ্তর্গত।

৫। ছাড়পত্র কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯৪৮ সালে।

৬। সুকান্ত ভটাচার্যের পৈতৃক নিবাস কোথায়?

উত্তরঃ গোলাপগঞ্জ জেলায়।

৭। সুকান্ত ভট্রাচার্য কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

উত্তর: দৈনিক স্বাধীনতা।

৮। আকাল’ কী ধরনের রচনা?

উত্তর: ‘আকাল’ সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থ।

৯। আঠারাে বছর বয়স বাষ্পের বেগে কীসের মতো চলে?

উত্তর: স্টিমারের মতাে চলে।

১০। আঠারা বছর বয়সে অহরহ কী উকি দেয়?

উত্তর: বিরাট দুঃসাহসেরা উকি দেয়।

তথ্যমূলক আলােচনা – আঠারো বছর বয়স কবিতার mcq

✅ আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য- যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণ্ব্রত।

✅ আঠারো বছর বয়স জানে- রক্তদানের পুণ্য।

✅ আঠারো বছর বয়স পদাঘাতে চায়- ভাঙতে পাথর-বাধা।

✅ আঠারাে বছর বয়স লক্ষ দীর্ঘশ্বাসে হয়- কালাে।

আঠারাে বছর বয়স জানে না- কাদা।

✅ আঠারো বছর বয়সে উকি দেয়- দুঃসাহসেরা।

✅ আঠারোে বছর বয়েস নয়- ভীরু ও কাপুরুষ।

✅ আঠারাে বছর বয়স অগ্রণী ভূমিকা রাখে- বিপদের মুখে।

✅ আঠারাে বছর বয়স পথে প্রান্তরে ছােটায়- তুফান।

✅ আঠারাে বছর বয়সে প্রস্তুতি নিতে হয়- স্বনির্ভর হওয়ার।

✅ আঠারো বছর বয়স আত্মাকে সপে দেয়- শপথের কোলাহলে।

✅ মানুষ আত্মপ্রত্যয়ী হয়- ১৮ বছর বয়সে।

✅ আঠারো বছর বয়সে- দুর্যোগে হাল ঠিকমত রাখা ভার এবং ক্ষত-বিক্ষত হয় সহস্ত্র প্রাণ।

✅ আঠারাে বছর বয়সে তরুণেরা- বাস্পের বেগে স্টিমারের মতো

✅ কবিতার প্রথম দু লাইনঃ

“আঠার বছর বয়স কী দুঃসহ,

স্পর্ধায় নেয় মাথা তােলাবার ঝুঁকি।

✅ কবিতার শেষ দু লাইন-

‘এ বয়সে তাই নেই কোন সংশয়,

এ দেশের বুকে আঠারো আসুক নেমে।

✅ আঠারো বছর বয়েস- মানব জীবনের এক উত্তরণকালীন পর্যায়।

✅ এ দেশের বুকে আঠারো আসুক নেমে। বলতে কবি যৌবনের ইতিবাচক রূপের প্রতি ইঙ্গিত করেছেন।

✅ কবিতায় ‘আঠারো বছর বয়স’ ও ‘আঠারো বছর’ শব্দটি ব্যবহৃত হয়েছে ৭ বার।

  

বাংলা ব্লগস্পট
বাংলা ব্লগস্পট

বাংলা ব্লগস্পট একটি মাল্টি নিশের বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় জ্ঞান বিতরণের চেষ্টা করা হয়।

Newsletter Updates

Enter your email address below to subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *