আমার পথ প্রবন্ধের mcq | আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন (100% common)
আসসালামু আলাইকুম, আজকে আমরা আবার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন এবং আমার পথ প্রবন্ধের mcq নিয়ে আলোচনা করব । তো আপনি যদি এইচএসসি এর ২০২২ ব্যাচের ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন তাহলে পোস্টটি আপনার জন্য।
পোস্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আমার পথ প্রবন্ধ থেকে নেওয়া গুরুত্বপূর্ণ কিছু আমার পথ প্রবন্ধের mcq এবং আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন গুলো আপনাদের সাথে তুলে ধরেছি। তবে হ্যাঁ এখানে আমরা mcq এর কোন অপশন রাখিনি, সরাসরি উত্তর দিয়েছি আপনারা সেগুলো মুখস্থ করলে আমার পথ প্রবন্ধের mcq পরা হয়ে যাবে ।
এই সম্পর্কিত আরোও পোস্ট পড়ুন
- তাহারেই পড়ে মনে কবিতার mcq – তাহারেই পড়ে মনে কবিতার ব্যাখ্যা
- আমার পথ প্রবন্ধের mcq | আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন (100% common)
- এইচএসসি পরীক্ষার রুটিন 2022 pdf – hsc exam routine 2022
- লালসালু উপন্যাসের মূলভাব | লালসালু উপন্যাসের চরিত্রসমূহ
আমার পথ প্রবন্ধের mcq | আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন
আমাদের ওয়েবসাইটের মধ্যে আপনারা এই বাংলার গদ্য এবং পদ্য বিষয়ক বেশ কিছু পোস্ট পাবেন চাইলে সেগুলো পড়তে পারেন। যাই হোক চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের পোষ্টের মূল বিষয় আমার পথ প্রবন্ধের mcq এবং আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন গুলো পড়া শুরু করে দেই। এই mcq গুলো ভালো করে পড়লে আপনার জন্য আমার পথ প্রবন্ধের mcq এর প্রিপারেশন সম্পূর্ণ হয়ে যাবে। চলুন তাহলে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আমার পথ প্রবন্ধের mcq গুলো পড়া শুরু করে দেই।
[su_quote]আরোও পড়ুনঃ আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন [/su_quote]
আমার পথ প্রবন্ধের mcq সমূহ
১. আমার পথ প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?
উত্তর: সত্যের পথ
২. আমার পথ প্রবন্ধ অনুযায়ী স্বাধীনতার জন্য করণীয় কি?
উত্তর: আমার পথ প্রবন্ধে স্বাধীনতার জন্য করণীয় হচ্ছে আত্মনির্ভরশীল হতে হবে ।
৩. আমার পথ প্রবন্ধ অনুসারে ভুলের মাধ্যমে সত্যকে পাওয়ার উপায় হল নিজের ভুলকে স্বীকার করে নেওয়া ।
৪. কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি?
– কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ হচ্ছে আপনার রুদ্র মঙ্গল
৫. ___ চিনলে আত্মনির্ভরতা আসে। বাক্যটি শূন্যস্থান কি বসবে ?
উত্তর: ‘ আত্মা কে চিনলেই কেবল আত্মনির্ভরতা আসে।
৬. আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধার কে?
উত্তর : আমার প্রবন্ধ এর মধ্যে লেখকের কর্ণধারা হলো লেখক নিজেই।
৭. আমার পথ প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে তা হল স্বাবলম্বন হীনতার ।
৮. আমার পথ প্রবন্ধে সত্যের স্বরূপ বিষয়টি খুব ভালোভাবে ফুটে উঠেছে ।
৯. গান্ধীজীর শেখানো নিজের ওপর অটুট বিশ্বাস বলতে আমার পথ প্রবন্ধে বোঝানো হয়েছে আত্ম জাগরণের বিষয় ।
১০. আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম কিসের চেয়ে অহংকারকে ভালো বলেছেন ?
উত্তর: আমার পথ প্রবন্ধের মধ্যে কবি কাজী নজরুল ইসলাম মিথ্যা বিনয় এর চেয়ে অহংকারকে ভালো বলেছেন ।
১১. আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কি হিসেবে?
উত্তর : আমার পথ প্রবন্ধে লেখক নিজের পরিচয় দিয়েছেন অভিশাপ রথের সারথি হিসেবে
১২. আমার পথ প্রবন্ধে কাজী নজরুলের মতে পড়াঅবলম্বন আমাদেরকে কি করে তুলেছে ?
উত্তর : আমার পথ প্রবন্ধ অনুযায়ী পড়াবলম্বন আমাদেরকে নিষ্ক্রিয় এবং দাস করে তুলেছে ।
১৩. আর তাকে চিনলে আত্মনির্ভরতা আসে কেন?
উত্তর: কারণ আত্মা কে চিনলে মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় .
১৪. হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় কোথায় ?
উত্তর: হিন্দু এবং মুসলমানদের মিলনের অন্তরায় হলো মনুষ্য ধর্মকে মূল্য না দেওয়া ।
১৫. পারাবলম্বনকে নজরুল কিসের সাথে তুলনা করেছেন ?
উত্তর : পারাবলম্বনকে কাজী নজরুল ইসলাম দাসত্বের সাথে তুলনা করেছেন ।
১৬. চন্ডীদাস বলেছেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এখানে আমার পথ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে ?
উত্তর : এই উক্তিতে আবার পথ প্রবন্ধের সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়টি ফুটে উঠেছে ।
১৭. আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য কোনটি ?
উত্তর : আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য হচ্ছে ব্যক্তি সত্তার জাগরণ।
১৮. আবার পথ দেখাবে আমার সত্য এই বাক্যে নিচের কোন বিষয়টি ফুটে উঠেছে।
উত্তর : আমার পথ দেখাবে আমার সত্য এই বাক্যটিতে আত্মপ্রত্যয় বিষয়টি ফুটে উঠেছে।
১৯. আবার প্রবন্ধে কোনটাকে প্রবন্ধকার দন্ড বলতে রাজি নয় ?
উত্তর : নিজেকে চেনা কে।
২০. আমার পথ প্রবন্ধ অনুযায়ী মানুষের অমর্যাদা হয় কিসে ?
উত্তর : মানুষের ওমর্যাদা হয় মিথ্যা বিনয় ।
২১. কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেছেন ?
উত্তর : কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেছেন ।
২২. কাজী নজরুল ইসলাম নিজেকে নিজের ক্ষেত্রে তুলনা করেছেন যেটির সঙ্গে – কর্ণধার, পথ প্রদর্শক এবং কান্ডারী ।
২৩. আমার পথ প্রবন্ধ লেখকের অন্যতম উদ্দেশ্য হচ্ছে হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় যা ফাঁকি দেখিয়ে গলদ দূর করা ।
২৪. কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন ।
২৫. কাজী নজরুল ইসলাম ও ১৯৪৩ সালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন ।
২৬. কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেছেন ।
২৭. কে মিথ্যাকে ভয় পায়?
উত্তর : যার মনে মিথ্যা আছে ।
২৮. যে নিজেকে চেনে তার আর কাউকে চিনতে বাকি থাকে না ।
২৯. যার মনে মিথ্যা আছে সেই মিথ্যে কে ভয় পায় ।
৩০. ভুলের মধ্য দিয়ে ভুল থেকে শিক্ষা নিয়েই সত্যকে পাওয়া যাবে ।
৩১. আবার পথ প্রবন্ধ অনুসারে খুব বেশি বিনয় দেখা দিয়ে গিয়ে মানুষ ধীরে ধীরে নিজেকে ছোট করে ফেলে ।
৩২. নিজের সত্যি কে কর্নধার মনে জানলে নিজের সত্যের উপর অটুট বিশ্বাস এসে যায় ।
৩৩. কে সবাইকে নিজের উপর বিশ্বাস শেখাচ্ছেন বলে আমার পথ প্রবন্ধে লেখক উল্লেখ করেছেন ?.
উত্তর : ভারতের মহান ব্যক্তি মহাত্মা গান্ধী ।
৩৪. যাদের তথাকথিত দ্বন্দ্ব আছে তারাই কি করতে পারে?
উত্তর : অসাধ্য সাধন করতে পারে ।
৩৫. দেশের যা কিছু মিথ্যা তাকে দূর করতে আগুনের সম্মাননা প্রয়োজন ।
৩৬. কোন ভুল করেছেন তা বুঝতে পারলেই প্রাবন্ধিক তা স্বীকার করে নিবেন ।
৩৭. আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম না বুঝে বোঝার ভন্ডামি করতে চান না ।
৩৮. সকল অন্যায়ের সামনে কাজী নজরুল ইসলাম অভিশাপ হিসেবে অভিভূত হয়েছেন ।
৩৯. আগুনের ঝান্ডা হচ্ছে আগুনের এক ধরনের পতাকা ।
৪০. কাজী নজরুল ইসলাম এক মানুষকে অন্য মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন ।
৪১. আমার পথ দেখাবে আমার সত্য এই বাক্যটিতে কাজী নজরুল ইসলাম হল আত্মবিশ্বাসি এবং আপন সত্যে বিশ্বাসী ।
৪২. পরাবলমবন আমাদেরকে ধীরে ধীরে দাস, নিষ্ক্রিয় এবং গোলাম কড়ে তুলছে ।
৪৩. আমি আছি এই কথা না বলে আমরা বলতে লাগলাম গান্ধীজী আছেন”” এই বাক্যটিতে ভারতবাসীর যে প্রবণতার লক্ষণীয় তা হচ্ছে পরাবলম্বন এবং নিষ্ক্রিয়তা ।
৪৪. নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে যখন নিজের সত্যকে হৃদয় ধারণ করা যায় এবং নিজেকে নিজের কর্ণধার বলে মনে করা হয় ।
৪৫. ব্যক্তি সেদিন ঐ আত্মনির্ভর হবে যেদিন সে তার নিজের আত্মা কে চিনবে এবং নিজ সত্যকে জানবে ।
পরিশেষেঃ আমার পথ প্রবন্ধের mcq
আজকের পোস্টে আমরা ৪৫টির মতো গুরুত্বপূর্ণ এবং বাছাই করা আমার পথ প্রবন্ধের McQ আপনাদের কে দিয়েছি। আশা করি এই এমসিকিউ গুলো পড়লে আপনাদের আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন এবং আমার পথ প্রবন্ধের mcq এর প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। এর আহির থেকে আমার পথ প্রবন্ধের mcq আসা সম্ভব নয়। তাই আজকের বলা এমসিকিউ গুলো ভালো করে মুখস্ত করলে ইনশাআল্লাহ পরীক্ষায় এখান থেকে কমন পাবেন এবং সেগুলো উত্তর করতে পারবেন ।
আমার পথ প্রবন্ধের mcq, আমার পথ প্রবন্ধের mcq, আমার পথ প্রবন্ধের mcq , আমার পথ প্রবন্ধের mcq , আমার পথ প্রবন্ধের mcq , আমার পথ প্রবন্ধের mcq , আমার পথ প্রবন্ধের mcq, আমার পথ প্রবন্ধের mcq, আমার পথ প্রবন্ধের mcq