এই অবেলায় লিরিক্স শিরোনামহীন

যারা যারা এই এই অবেলায় লিরিক্স শিরোনামহীন খুজছেন তারা কিন্তু অনেক খুজেছেন এই এই অবেলায় লিরিক্স শিরোনামহীন কিন্তু হয়তো পান নাই/। তো এখন আমরা এই অবেলায় লিরিক্স শিরোনামহীন শেয়ার করব। চলুন শুরু করা যারা।

এই অবেলায় লিরিক্স শিরোনামহীন

নিচে আমরা এই গানের লিরিক্স গুলো আপনাদের কে দিয়ে দেওয়া হলোঃ

এই অবেলায়, তোমারি আকাশে,
নিরব আপোষে ভেসে যায়।
সেই ভীষন শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়।
কেউ কোথাও ভালো নেই যেন সেই,
কতকাল আর হাতে হাত অবেলায়?
কতকাল আর ভুল অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়।
সেই কবেকার ভায়োলিন,
বেজে যায় কতদিন
প্রানে চাপা ঢেউ, দেখেনি আর কেউ।

কখনো অভিমান, অবাধ্য পিছুটান
জানিনা কি কষ্টে এই অবেলায়।
তবুও নির্বাসন বাসর সাজিয়ে,
ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়।

ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন।
আজও তাই, অবাক রঙে এঁকে যাই
সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই।
ভীষণ কালো মেঘ,
পুড়ে ছাই আবেগে আজও তাই,
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই।

এই সন্ধ্যায়, দুচোখ সাগরে,
বুকের পাঁজরে ভেসে যায়।
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়।

এই অবেলায় লিরিক্স শিরোনামহীন সম্পর্কে তথ্যঃ

Song : Ei Obelay
Band : Shironamhin
Singer : Sheikh Ishtiaque
Tune : kazy Ahmad Shafin
Lyrics : Ziaur Rahman
Sound engineer : Shafiqul Islam
Direction : Mir Shariful Karim Srabon

ভালো লাগতে পারে

Back to top button