এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম ২০২৩ – SSC result check 2023

আসসালামু আলাইকুম, ২৮ই জুলাই ২০২৩ সালে এসএসসি রেজাল্ট ২০২৩ প্রকাশ করা হয়েছে । কিন্তু অনেকেই এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম ২০২৩ বুঝতেছেনা। এছাড়াও এসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট এবং এসএসসি রেজাল্ট কিভাবে দেখবো এই সকল বিষয়বস্তু সম্পর্কে অনেকেই বুঝতেছে না । যারা খুব ভালোমতো ssc result 2023 দেখার নিয়ম বুঝতে চান এবং সঠিকভাবে ssc result 2023 বের করতে চান তারা আজকের পোস্ট টি শেষ পর্যন্ত পরতে থাকুন।

এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম ২০২৩

ssc result 2023 দেখার নিয়ম এর মধ্যে কিছু ধাপ আছে যেগুলো অনুসরণ করলে খুব সহজেই আপনারা এই রেজাল্ট দেখতে পারবেন । নিচে ধাপগুলো এক এক করে আলোচনা করা হলো ।

ধাপ ০১: প্রথমে google.com এ গিয়ে education board result রেজাল্ট লিখে সার্চ করবেন ।

এসএসসি রেজাল্ট চেক ২০২৩

ধাপ ০২: তারপর প্রথমে এসএসসি রেজাল্ট দেখার অফিশিয়াল ওয়েবসাইট educationboardresults.gov.bd আসবে । আপনি প্রথম ওয়েবসাইটে ক্লিক করে প্রবেশ করুন ।

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম 2023

ধাপ ০৩: এখানে আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন ।

✓ examination এ ক্লিক করে ssc/dakhil সিলেক্ট করুন ।
✓ year এ ক্লিক করে 2023 সিলেক্ট করুন।
✓ বোর্ড অপশন সিলেক্ট করে আপনার যে বোর্ড ( barishal, chattgram, cumilla, dhaka, রাজশাহী, dinajpur ইত্যাদি) সেটা সিলেক্ট করুন।
✓ এরপর রোল নাম্বারে সেকশনে আপনার ssc exam এর রোল নাম্বার টি বসান।
✓ reg: No এ আপনার কাংখিত ১০ ডিজিটের রেজিস্ট্রেশন নম্বরটি বসান।
✓ এখন এখানে আপনাকে একটি যোগ অংক দিবে, সেটা সমাধান করে ফাঁকা ঘরে বসিয়ে দিন।
( যদি সব ইনফরমেশন মুছে দিতে চান, তাহলে রিসেট বাটনে ক্লিক করুন)

ধাপ ০৪: সমস্ত ইনফরমেশন সঠিকভাবে দেওয়া হলে, আপনি সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ssc রেজাল্ট দেখতে পারবেন । এসএসসি রেজাল্ট চেক ২০২৩

এসএসসি রেজাল্ট চেক ২০২৩

এই ছিল এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম ২০২৩ , উপরের লেখাগুলো পড়লে আশা করি এসএস সি রেজাল্ট কিভাবে বের করব এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবেন ।

নম্বর সহ এসএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম

আপনারা অনেকেই অনেক জায়গায় নম্বর সহ এসএসসি রেজাল্ট দেখার নিয়ম দেখেছেন কিন্তু কোথাও সঠিক ইনফরমেশন পান নাই । আজকের এই পোস্টের মাধ্যমে আমি সকলকে নম্বর সহ এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম খুব সুন্দর ভাবে বুঝিয়ে দেব ।

আমরা সচরাচর যেভাবে educationboardresult ওয়েবসাইটে ঢুকে এস এস সি রেজাল্ট দেখি এইভাবে শুধুমাত্র মার্কশিট পাবেন কিন্তু নম্বর পত্র পাবেন না । নম্বর পত্র পাওয়ার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন:

ধাপ ০১: প্রথমে আপনাকে এই লিংকে ক্লিক করে নম্বর পত্রসহ এসএসসি রেজাল্ট দেখার অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

ধাপ ০২: এরপর নিচে বলা তথ্যগুলো অনুসরণ করে আপনাকে ফরমটি সঠিকভাবে গ্রহণ করতে হবে।

এসএসসি রেজাল্ট চেক ২০২৩
✓ এখানে এক্সামিনেশন অপশন সিলেক্ট করে আপনি এসএসসি এবং আলিম সিলেক্ট করুন ।
✓ এরপর year অপশনে ক্লিক করে ২০২৩ সিলেক্ট করুন । এসএসসি রেজাল্ট চেক ২০২৩
✓ বোর্ড অপশন এ ক্লিক করে যদি আপনি দাখিল পরীক্ষার রেজাল্ট দেখতে চান তাহলে মাদ্রাসা বোর্ড সিলেক্ট করুন এবং যদি এসএসসি রেজাল্ট দেখতে চান তাহলে আপনার কাঙ্খিত বোর্ড সিলেক্ট করুন।
✓ এখন রেজাল্ট টাইপ অপশন থেকে যেহেতু আপনি আপনার নিজের রেজাল্ট দেখতে চাচ্ছেন যেহেতু ইন্ডিভিজুয়াল রেজাল্ট অপশনটি সিলেক্ট করুন ।
✓ এরপর এখানে সঠিকভাবে আপনার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটি পূরণ করুন।
✓ এখন আপনার থেকে সিকিউরিটি ভেরিফিকেশন চাইবে তো আপনি ফটোতে দেখানো সিকিউরিটি কোডটি পাকা ঘরে বসিয়ে দিন ।

উপরের সমস্ত ইনফরমেশন গুলো সঠিকভাবে দেওয়া হয়ে গেলে গেট রেজাল্ট বাটনে ক্লিক করলে আপনি নম্বর সহ এসএসসি রেজাল্ট চেক করতে পারবেন। এভাবে আপনি চাইলে যে কারো রেজাল্ট খুব সহজেই নম্বর পত্র সহ দেখতে পারবেন।

আমি উপরে আপনাকে যেভাবে এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম শিখিয়ে দিলাম এইভাবে রেজাল্ট দেখতে হলে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নম্বর দুইটাই লাগবে । কিন্তু আপনি যদি শুধুমাত্র রোল নম্বর দিয়ে এসএসসি রেজাল্ট চেক করতে চান তাহলে নিচের এই আর্টিকেলটি পরতে পারেন।

আশা করি উপরে দেখানো নিয়ম আপনারা খুব ভালো কথা বুঝতে পেরেছেন। যদি এই ধাপগুলো অনুসরণ করতে গিয়ে এসএসসি রেজাল্ট দেখতে আপনাদের কোন ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনার সমস্যা সমাধান করে দেব ।

Sms এর মাধ্যমে এইচ এস সি রেজাল্ট চেক করার নিয়ম

অনেকেরই কোন অ্যান্ড্রয়েড ফোন নেই, কিন্তু তারা চাইলে sms এর মাধ্যমে তাদের এসএসসি রেজাল্ট দেখে নিতে পারবেন । কিভাবে এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট চ্রক করা যায় সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ।

আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন-

ঢাকা বোর্ড হলেঃ SSC <space> DHA <space> Roll <space> year এবং পাঠিয়ে দিন 16222 নম্বারে।

দিনাজপুর বোর্ড হলেঃ HSC <> DIN <> ROLL <> 2023  লিখে ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।

মাদ্রাসার ক্ষেত্রেঃ ALIM <> MAD <> ROLL <> YEAR

উদাহরণঃ HSC DHA 123456 2023 ঠিক এরকম ভাবে লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
আর হ্যা এভাবে রেজাল্ট দেখতে হলে আপনাদের মোবাইল থেকে ২ টাকা ৬৫ পয়সা কেটে নেওয়া হবে এবং শুধু মাত্র আপনার পয়েন্ট দেখতে পারবেন কোন ধরনের মার্কশীট বা নাম্বার দিতে পারবেন না৷ এসএসসি রেজাল্ট চেক ২০২৩

ssc রেজাল্ট কিভাবে দেখবো?

ssc রেজাল্ট দেখার জন্য educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে আপনার রোল, রেজিস্টেশন নম্বর, বোর্ড, ইয়ার, এগুলো সঠিক ভাবে বসিয়ে সাবমিট করলে আপনার ssc রেজাল্ট দেখতে পারবেন।

এসএসসি রেজাল্ট কিভাবে বের করব?

এসএসসি রেজাল্ট বের করতে হলে আপনাকে educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর সেখানে চাওয়া সমস্ত ইনফরমেশন ( রোল, বোর্ড, ইয়ার, রেজিসট্রেশন) সঠিকভাবে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার এসএসসি রেজাল্ট বের হয়ে আসবে।

এসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট

এইচ এস সি রেজাল্ট দেখার দুইটি অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে- https://eboardresults.com/v2/home
http://www.educationboardresults.gov.bd/ এসএসসি রেজাল্ট চেক ২০২৩

এসএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে?

২০২৩ সালের জুলাই মাসের ২৮ তারিখে অর্থাৎ বুধবারে এসএসসি রেজাল্ট দেওয়া হবে।

এসএসসি রেজাল্ট কখন দিবে?

দুপুর ঠিক ১০ঃ৩০ টায় এসএসসি রেজাল্ট ২০২৩ প্রকাশ করা হবে।

ssc রেজাল্ট কত তারিখ দিবে

ssc result 2023 দেওয়া হবে জুলাই ২৮ তারিখ ২০২৩ ইং।

উপরে আমরা এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম সহজভাবে পাঠকদের কে বোঝানোর চেষ্টা করেছি । যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমরা আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব ।

বাংলা ব্লগস্পট
বাংলা ব্লগস্পট

বাংলা ব্লগস্পট একটি মাল্টি নিশের বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় জ্ঞান বিতরণের চেষ্টা করা হয়।

Newsletter Updates

Enter your email address below to subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *