কদম ফুল নিয়ে ক্যাপশন
ফুল আমাদের সবারই অনেক বেশি প্রিয় একটি জিনিস। এই কারণে আমরা অনেক সময় কদম ফুল নিয়ে ক্যাপশন গুলো খোঁজাখুঁজি করে থাকে। তো আজকের এই পোস্ট শেষ পর্যন্ত পড়লে আপনারা কদম ফুল নিয়ে ক্যাপশন গুলো পেয়ে যাবেন।
মনে রাখবেন এই ফুল খুব ভালো একটি জিনিস যেটা মানুষের মনকে অনেক খুশি রাখতে সাহায্য করে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সময় আমাদেরকে কদম ফুল নিয়ে ক্যাপশন দেওয়ার প্রয়োজন পড়ে। তাই আজকের পোস্টে আমরা ক্যাপশনগুলো আপনাদেরকে দিয়ে দেব।
কদম ফুল নিয়ে ক্যাপশন
বন্ধুরা আপনারা হয়তো অনলাইনের মাধ্যমে কদম ফুল নিয়ে ক্যাপশন গুলো অনেক খুঁজেছেন কিন্তু পান নাই। তো এখন যদি নিচের লেখাগুলো পড়েন তাহলে খুব সহজে ক্যাপশন গুলো পেয়ে যাবেন।
মনে রাখবেন আমরা সব সময় এই ক্যাপশনগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করি তারপর সেগুলো থেকে বাছাই করি এবং সর্বশেষে পোষ্টের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করা হয়।
# কদম নিয়ে দাঁড়িয়ে আমি যদি তোমার কাছে কিছু আবদার করি; তবে কি আমাকে ফিরিয়ে দিতে পারবে তুমি?
# এই-যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান ।।
# চলো যাই ওই কদম গাছের বনে, যেখানে ডালে ডালে সবুজ পাতার মাঝে মাঝে সাদা কদম ফুলগুলো সেজে বসে আছে। মন টা জুড়িয়ে যাবে।
# এলো যে বরষা, প্রকৃতি আজ পেলো প্রাণ, চারিদিকে দেখ ভরে উঠেছে কদমেরই গন্ধ ম্রিয়মান।
# হে প্রিয়, আবার দেখা হলে আমার হাতে ধরিয়ে দিয়ো, এক গুচ্ছ কদমের ডালি।
# এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব
# আমাকে যদি পেতে চাও? তাহলে তোমায় কদম ফুলকে ভালোবাসতে হবে। যে ব্যক্তি কদমকে ভালোবাসে না, সে কখনো আমার মন জয় করতে পারবে না।
# কদম ফুলের মধ্যে মানুষকে কাছে টেনে নেওয়ার যে মোহনীয় ঘ্রাণ আছে, তা হয়তো আর কোনো কিছুর মধ্যেই নেই।
# কদমের কোমল পাপড়িগুলো দিয়ে তোমার এক রাশ কালো চুল ভরিয়ে দেব, তারপর পরম স্নেহে সেই চুলেতেই হাত বোলাবো।
# শুধু বর্ষাকালেই কেন ! প্রতি ঋতুতেই হাজারো কদম ফুল ফুটুক বৃক্ষ উজার করে।
# আমি রোজই খুঁজে ফিরি একগুচ্ছ কদম ফুলের স্নেহমাখা একটু আদর। হে প্রিয়, তুমি কি এনে দেবে আমায় সেই আদর?
# সবুজ সবুজ পাতার মাঝে দেখো হলুদ রঙের ফুল, কদম, আহা! এ কি সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি না কি আমারই চোখের ভুল।
# ভালোবাসার একগুচ্ছ কদম পাঠিয়েছি তোমার নামে।
# ওই কদম ফুল গুলোকে গাছেই থাকতে দাও। ছিঁড়ে নিও না। থাকুক সেগুলো ডালে সেজে। এতেই অটুট থাকবে কদমের সৌন্দর্য।
# বর্ষার এই ভরা যৌবনে রূপের গৌরবে যেন মিতে উঠেছে কদম ফুল।
# এ ভুবনে কার এত বড় সাধ্যি আছে যে, কদম ফুলকে এড়িয়ে দূরে ঠেলে দিতে পারে! যে ব্যক্তি দূরে ঠেলে দেয়, সে তো শুধু পাপী নয়, সে মহাপাপী।
# এই ঝরা বৃষ্টিতে, কদম তলায় দাঁড়িয়ে চলো আজ ভিজবো মোরা দু’জন।
# মাঝে মাঝে খুব ইচ্ছে করে কদম ফুল হয়ে যেতে, মন যে বলে, কদম ফুল হয়ে গেলে তোমার ভালোবাসা টা হয়তো পেয়ে যাবো।
# কদম ফুলকে পায়ের তলায় দলো না। কারও কারও কাছে তো এটি স্বর্গ থেকে কম কিছু নয়।
# যে কদম ফুলকে পছন্দ করে না, সে আর কিছু না, বড্ড বোকা।
# বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান,
# তোমায় বারাবার দেখতে চাই, তোমার ওই খোপায় গোঁজা কদম ফুলের ম্রিয়মান গন্ধে হারিয়ে যেতে চাই, তোমার কাছে থাকতে চাই।
# বিস্মৃতিস্রোতের প্লাবনে
# বর্ষার বৃষ্টিস্নাত এই রাতে, একগুচ্ছ কদম হাতে দাঁড়িয়ে আমি তোমারই অপেক্ষায়! কখন যে আসবে তুমি?
# কদম ফুল শুকিয়ে গেলেও তা আমার কাছেই থেকে যাবে। আমি যে রেখে দেবো সেটা তোমার স্মৃতিচিহ্ন হিসেবে।
# আমি একগুচ্ছ কদম দিয়েই জানাবো তোমাকে কতটা “ভালোবাসি”। তাহলে তো তুমি আর ফেরাতে পারবে না আমায়। আমি যে জানি, কদম তোমার কতটা প্রিয়।
# কদমের মধ্যে যেন এক মোহনীয় সৌন্দর্য ও ম্রিয়মান ঘ্রাণ আছে, সকলকে কাছে টেনে নেয়, যা আর কোনো কিছুতেই হয়তো খুঁজে পাবেন না।
# আজ এনে দিলে, হয়তো দিবে না কাল-
# প্রকৃতিতে এই কদম ফুল এক অপূর্ব সৃষ্টি, যখনই দেখি চোখ জুড়িয়ে যায়!
# গোলাপও নয়, শাপলাও নয়, আমি যে চাই কদম, শুধুই একগুচ্ছ কদম।
# ওগো আমার মনের রাণী! তোমায় প্রতি কদম যদি কদম দিয়ে ভরিয়ে দিই, তুমি কি রাগ করবে তাতে? কদম যে আমার সবচেয়ে পছন্দের ফুল, আর তুমিও!
# মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে
# আমি চাই, একদিন তুমুলভাবে কদম বৃষ্টি হোক। সেই কোমল পাপড়ির বৃষ্টিতে আমার সমস্ত দুঃখ-কষ্ট সহ সকল জরাজীর্ণতা ধুয়ে-মুছে সাফ হয়ে যাক।
# ওগো আমার কদম রাণী! চলো কদমের এক প্রাসাদ গড়ি। আমাদের সেই কদমেরপ্রাসাদ প্রেমের ছোঁয়ায় পবিত্র হয়ে উঠবে।
# প্রেমিকার অভিমান ভাঙানোর জন্য দারুণ একটি উপশম- হল একগুচ্ছ কদম।
# যায় বিনোদী রাধারানী, কোমর দুলাইয়া।
# ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বাহি তব সম্মান।
# কদম ফুলের মধ্যে যেন এক জাদুকরী শক্তি বিরাজ করে যার দ্বারা সে নিজের শত্রুদেরকেও কাছে টেনে নিয়ে আসে।
# এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই আজ তোমার সাথে।
# তুমি যখনই আসবে প্রিয়, একগুচ্ছ কদম নিয়ে এসো!
# বৃষ্টিস্নাত এই মধুর রাতে একগুচ্ছ কদম হাতে দাঁড়িয়ে আছি আমি তোমারই অপেক্ষায়! আসবে কি তুমি আমার কাছে?
# কদম ফুলের মৃদু সুবাস আমাকে তোমার কথা মনে করিয়ে দেয়, সেই কদম তলায় বসে কাটানো সময়গুলো এখন স্মৃতির পাতায় স্থান পেয়েছে।
# মন চায় তোমার শাড়িতে একগুচ্ছ কদম ফুল এঁকে দেই। সেই শাড়িটি পরেই হোক তোমার-আমার প্রেমের সূচনা।
# কদম তলে বসে আছে নাগর কানাইয়া,
# আমি চাই, শুধুমাত্র বর্ষাকালেই নয়, প্রতি ঋতুতেই বৃক্ষ জুড়ে ফুটতে থাকুক হাজারো কদম ফুল।
# চলো না, কদমের প্রাসাদ বানিয়ে আমাদের এক অচেনা শহর গড়ি। সেই শহরে কোমল কদমের মাঝে বাস করব শুধু তুমি আর আমি।
# আমি দিতে এসেছি শ্রাবণের গান ।
# আজি ঝর ঝর মুখর বাদল দিনে, কদমের সুরভে মোহিত আপন মন। ডুবে আছি তার সুঘ্রাণে।
# এসে গেলো বরষা, প্রকৃতি যেন পেলো প্রাণ, আর উপহার হিসেবে আমরা পেলাম ডালে ডালে সেজে থাকা গুচ্ছ গুচ্ছ কদম।
# আমি যে আর কিছুই চাই নি এক গুচ্ছ কদম ছাড়া। আমার সকল চাওয়া পাওয়া জুড়ে আজ শুধু কদম বিরাজমান।
# রিক্ত হবে যে তোমার ফুলের ডাল।
পরিশেষে: কদম ফুল নিয়ে ক্যাপশন
আজকের পোষ্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কদম ফুল নিয়ে ক্যাপশন গুলো সুন্দর ভাবে পাঠকদের কে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এই ক্যাপশন গুলোর মধ্যে কোনটি আপনার বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন।
আর হ্যাঁ বন্ধুরা চাইলে আমাদের ফেসবুক পেইজে নক দিয়ে যেকোনো ধরনের প্রশ্ন করতে পারেন কিংবা আর কোন ধরনের পোস্ট চাইলে সেটাও বলতে পারেন।