নারী নিয়ে ইসলামিক উক্তি – নারী নিয়ে কবিতা – চরিত্রহীন নারী নিয়ে উক্তি

আসসালামু আলাইকুম , আশাকরি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা আপনারা কি নারী নিয়ে ইসলামিক উক্তি , নারী নিয়ে কবিতা , চরিত্রহীন নারী নিয়ে উক্তি  এইসকল বিষয় খুজছেন ? তাহলে আজকের পোস্ট টি আপনার জন্যই ,কারন আজকের পোস্টে আমরা এই নারী নিয়ে ইসলামিক উক্তি , নারী নিয়ে কবিতা এবং চরিত্রহীন নারী নিয়ে উক্তি সবকিছু আপনাদের সাথে আলোচনা করব বা এই বিষয়গুলো আপনাদের কে দিয়ে দিব , তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের বলা সব স্ট্যাটাস বা উক্তি গুলো পড়ার অনুরোধ করা হলো।

নারী নিয়ে ইসলামিক উক্তি – নারী নিয়ে কবিতা – চরিত্রহীন নারী নিয়ে উক্তি

আমরা শুরু থেকে সিরিয়ালি সবকিছু আপনাদের মাঝে উপস্থাপন করব, যাতে সবকিছু আপনাদের বুঝতে সুবিধা হয়। আর হ্যা আমরা সকল পোস্ট এমন ভাবে উপস্থাপন করি যাতে সবাই বুঝতে পারে, আশা করি আজকের আমাদের আজকের এই উক্তি গুলো ও আপনারা খুব সহজে বুঝতে পারবেন।

নারী নিয়ে ইসলামিক উক্তি

বন্ধুরা প্রথমে আমরা নারী নিয়ে ইসলামিক উক্তি আপনাদেরকে দিব এবং তারপর ধাপে ধাপে সবকিছু আপনাদের সাথে আলোচনা করা হবে বা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে।

★★যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যেকোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে ।

★★নারীদের অনুমান পুরুষদের নিশ্চয়তা হতে অনেক বেশী ঠিক ।

★★আমার স্ত্রীর জন্য আমি নিজেকে সুন্দর করে প্রস্তুত করতে ভালোবাসি, ঠিক যেমনটা ভালোবাসি আমার স্ত্রী আমার জন্য সুন্দর করে সাজলে ।

★★মহিলা রা যখন ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের সিয়াম পালন করে, তার ইজ্জতের হেফাজত করে, স্বামীর কথা মত চলে, তখন সে জান্নাতের যে কোন দরজা দিয়ে ইচ্ছে মত প্রবেশ করতে পারবে ।

★★যদি কোনো নারীর ফাসি হয়, ফাসিতে যাওয়ার আগেও সে তার প্রসাধন ঠিক করার জন্য সময় চাইবে ।★★নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে ।

★★মহিলাদের ঘ্রাণশক্তি খুবই প্রবল, আমার এক বন্ধুপত্নি স্বামীর সাথে টেলিফোনে আলাপের সময়ও তার স্বামীর মুখে হুইস্কির ঘ্রান পান ।

★★সেখানে তারা নারীদের প্রতিনিধি নয়, তারা সবাই রুগ্ন পিতৃতন্ত্রের প্রিয় সেবাদাসী ।★★অধিকাংশ রূপসীর হাসির শোভা মাংসপেশির কৃতিত্ব, হৃদয়ের কৃতিত্ব নয় ।★★সংসারের তিনটি জিনিসই আমার খুব প্রিয়, কিন্তু আমি তাদের আদৌ বুঝি না – সে তিনটি হলো চিত্রকলা, সঙ্গীত ও নারী ।

★★নিরবতা এক ধরনের অনঙ্কার যা মহিলাদের জন্য অত্যন্ত শোভনীয় ।

★★যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায়, সেই প্রকৃত রূপবতী ।
★★তোমার স্ত্রীর রুচি বোধকে অবমূল্যায়ন করো না, কারন সে তোমাকে প্রথম পছন্দ করেছে ।

★★মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় হয় ।

এখনই আপনাদেরকে যে নারী নিয়ে ইসলামিক উক্তি গুলো প্রদান করলাম আশাকরি আপনাদের এগুলো ভালো লেগেছে। আমি আপনাদেরকে যে উক্তি গুলো দেবো এগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে কারন আমরা সকল উক্তি বাছাই করি এবং তারপরেই পাঠকদের উদ্দেশ্য সেগুলো আমাদের বাংলাব্লগস্পট সাইটে প্রকাশ করি।

strong নারী নিয়ে উক্তি  – নারী নিয়ে ইসলামিক উক্তি

বন্ধুরা আমাদের মাঝে অনেকেই আছে যারা stong নারী নিয়ে উক্তি এবং নারী নিয়ে ইসলামিক উক্তি জানতে চাচ্ছেন বা এধরনের উক্তি গুলো খুজছ্রন তারা এখন আমাদের পোস্টের এই অঙ্গশ পড়ুন তাহলে আপনি বেশকিছু বাছাই করা নারী নিয়ে ইসলামিক উক্তি জানতে পারবেন। তো বন্ধুরা চলুন তাহলে সময় নষ্ট না করে আমরা আমাদের আজকের এই strong নারী নিয়ে উক্তি এবং নারী নিয়ে ইসলামিক উক্তি গুলো জানা বা পড়া শুরু করে দেই।

১” সব বড় মানুষেরাই তাঁদের সাফল্যর জন্য কোন অসাধারণ নারীর সহযোগিতা এবং উৎসাহের ঋণের কথা বলেছেন। “

– ও হেনরি

২, ” বিশ্বে যা -কিছু মহান সৃষ্টি চির -কল্যাণকর অর্ধেক তার করিয়াছি নারী , অর্ধেক তার নর। বিশ্বে যা -কিছু এল পাপ -তাপ বেদনা আর অশ্রুবারি অর্ধেক তার জানিয়েছে নর ,অর্ধেক তার নারী। “

– কাজী নজরুল ইসলাম

৩. ” নারীর কাছ থেকে পুরুষের মত কাজ আশা করলে তাকে অবশ্যই সমান শিক্ষা দিতে হবে। “

– প্লেটো

৪. ” নিজেদের অধিকারের ব্যাপারে সামান্য সচেতন হলে মেয়েরা নিশ্চয়ই বুঝত যে জগতে যত নির্যাতন আছে মেয়েদের বিরুদ্ধে , সবচেয়ে বড় নির্যাতন হল – মেয়েদের সুন্দরী হওয়ার জন্য লেলিয়ে দেওয়া। “

– তসলিমা নাসরিন

৫. “ স্ত্রীলোকদিগের উপর যেমন কঠিন শাসন , পুরুষের উপর তেমন কিছু নেই। কথায় কিছু হয় না ,ভ্রষ্ট পুরুষের কোন সামাজিক দণ্ড নেই। একজন স্ত্রী সতীত্ব সম্বন্ধে কোন দোষ করিলে সে আর মুখ দেখাইতে পারে না। “

– বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৬. ” মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকর জায়গা। এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয় ,আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না। “

– হুমায়ুন আহমেদ

৭. ” নারীর হৃদয় হলো এমন একটা জায়গা , যেখানে গেলে সকল পুরুষ নিজেকে হারিয়ে ফেলে। ”

– রেদোয়ান মাসুদ

৮. “ঈশ্বর নারীর প্রতিভাকে স্থাপন করেছে তার হৃদয়ে,কারণ এই প্রতিভার সৃষ্টিকর্ম হচ্ছে সর্বদাই প্রেমেরই সৃষ্টিকর্ম।”
৯.“নারীর সাহায্যে, তার চিন্তাশীলতা ও সচেতনতায় নব সমাজের নির্মাণ সুদৃঢ় হতে পারে।” – লেলিন১০.“যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোন জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে।” – জে, বি,ইয়েস্ট

১০. “ প্রতিটা মেয়ে হয়ত তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না। কিন্তু প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে।” -হুমায়ূন আহমেদ

১১.“যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত রূপবতী।” -হুমায়ূন আহমেদ
১২.“প্রাণকে নারী পূর্ণতা দেয়, এই জন্যই নারী মৃত্যুকেও মহীয়ান করতে পারে।” – রবীন্দ্রনাথ ঠাকুর

১৩.“নারী ভালোবাসার জন্য, জানার জন্য নয়।” -অস্কার ওয়াইল্ড
১৪“ যে সমাজে শিক্ষিত, স্বনির্ভর, সচেতন মেয়ের সংখ্যা বেশি, সেই সমাজে বিচ্ছেদের সংখ্যাটা বেশি, বিয়ের সংখ্যাটা কম।” -তসলিমা নাসরিন
১৫. “মেয়েদের চরিত্রের মাধুর্য পাওয়া যায় কুমারী অবস্থায়।” – প্রবোধকুমার সাণ্যাল

আমরা এখানে মোটামোটি ১৫ টির মতো strong নারী নিয়ে উক্তি আপনাদের কে দিয়েছি আশাকরি সবগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন।

নারী নিয়ে কবিতা

বন্ধুরা এখন আমরা আমাদের পোস্টের এই অংশে এসে নারী নিয়ে কবিতা গুলো আপনাদের মাঝে তুলে ধরব। তাই আপনি যদি নারী নিয়ে কবিতা গুলো জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই পোস্টের এই অংশ ভালোভাবে পড়বেন। আর মনে রাখবেন আমরা কোনো কবি নই, বা নিজে এই কবিতা গুলো বানিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করি না। আমরা শুধু অনলাইন থেকে বিভিন্নভাবে কবিতা কালেক্ট করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি।

ও মেয়ে শোনো __তসলিমা নাসরিন

তোমাকে বলেছে –আস্তে,

বলেছে –ধীরে.
বলেছে –কথা না,
বলেছে –চুপ।
বলেছে– বসে থাকো,
বলেছে– মাথা নোয়াও,
বলেছে — কাঁদো।

তুমি কি করবে জানো?
তুমি এখন উঠে দাঁড়াবে
পিঠটা টান টান করে, মাথাটা উঁচু করে দাঁড়াবে,
তুমি কথা বলবে, অনর্গল বলবে, যা ইচ্ছে তাই বলবে,
জোরে বলবে,
চিৎকার করে বলবে,
এমন চিৎকার করবে যেন ওরা দুহাতে ওদের কান চেপে রাখে।
ওরা তোমাকে বলবে, ছি ছি! বেহায়া বেশরম
শুনে তুমি হাসবে।
ওরা তোমাকে বলবে, তোর চরিত্রের ঠিক নেই,
শুনে তুমি জোরে হাসবে
বলবে তুই নষ্ট ভ্রষ্ট
তুমি আরও জোরে হাসবে
হাসি শুনে ওরা চেঁচিয়ে বলবে, তুই একটা বেশ্যা
তুমি কোমরে দুহাত রেখে পা ফাঁক করে দাঁড়িয়ে বলবে, হ্যাঁ আমি বেশ্যা।
ওদের পিলে চমকে উঠবে। ওরা বিস্ফারিত চোখে তোমাকে দেখবে। ওরা পলকহীন তোমাকে
দেখবে। তুমি আরও কিছু বলো কি না শোনার জন্য কান পেতে থাকবে।
ওদের মধ্যে যারা পুরুষ তাদের বুক দুরু দুরু কাঁপবে,
ওদের মধ্যে যারা নারী তারা সবাই তোমার মত বেশ্যা হওয়ার স্বপ্ন দেখবে।

আপনারা এখন যে কবিতাটি পরলেন এটির নাম হচ্ছে ও মেয়ে শোনো, এবং এই কবিতাটির লেখিকা হচ্ছেন তাসলিমা নাসরিন। আশা করি আপনাদের এই কবিতাটি অবশ্যই ভালো লেগেছে এবং আপনারা পরের কবিতা গুলো পড়ার জন্য চাইবেন। তাহলে চলুন পড়ের নারী নিয়ে কবিতা টি পড়ে নেই।

নষ্ট মেয়ে __তসলিমা নাসরিন

ওরা কারো কথায় কান দেয় না, যা ইচ্ছে তাই করে,
কারও আদেশ উপদেশের তোয়াককা করে না,
গলা ফাটিয়ে হাসে, চেঁচায়, যাকে তাকে ধমক দেয়
নীতি রীতির বালাই নেই, সবাই একদিকে যায়, ওরা যায় উল্টোদিকে
একদম পাগল!
কাউকে পছন্দ হচ্ছে তো চুমু খাচ্ছে, পছন্দ হচ্ছে না, লাত্থি দিচ্ছে
লোকে কি বলবে না বলবে তার দিকে মোটেও তাকাচ্ছে না।
ওদের দিকে লোকে থুতু ছোড়ে, পেচ্ছাব করে
ওদের ছায়াও কেউ মাড়ায় না, ভদ্রলোকেরা তো দৌড়ে পালায়।
নষ্ট মেয়েদের মাথায় ঘিলু বলতেই নেই, সমুদ্রে যাচ্ছে, অথচ ঝড় হয় না তুফান হয়
একবারও আকাশটা দেখে নিচ্ছে না।
ওরা এরকমই, কিছুকে পরোয়া করে না
গভীর অরণ্যে ঢুকে যাচ্ছে রাতবিরেতে, চাঁদের দিকেও দিব্যি হেঁটে যাচ্ছে!

আহ, আমার যে কী ভীষণ ইচ্ছে করে নষ্ট মেয়ে হতে।

এখন যে কবিতাটি পড়লেন এটির লেখক ও তাসলিমা নাসরিন এবং এই কবিতাটির নাম হচ্ছে নষ্ট মেয়ে। অর্থাৎ তিনি এই কবিতাটি নষ্ট মেয়ে কে নিয়ে লিখেছেন। আশাকরি আমরা সবাই বিষয়টি বুঝতে পেরেছি। তাহলে চলুন বন্দুরা আমরা তিন নম্বর কবিতাটি পড়া শুরু করে দেই।

 

পারো তো ধর্ষণ করো – তসলিমা নাসরিন

আর ধর্ষিতা হয়ো না, আর না
আর যেন কোনও দুঃসংবাদ কোথাও না শুনি যে তোমাকে ধর্ষণ করেছে
কোনও এক হারামজাদা বা কোনও হারামজাদার দল।
আমি আর দেখতে চাই না একটি ধর্ষিতারও কাতর করুণ মুখ,
আর দেখতে চাই না পুরুষের পত্রিকায় পুরুষ সাংবাদিকের লেখা সংবাদ
পড়তে পড়তে কোনও পুরুষ পাঠকের আরও একবার মনে মনে ধর্ষণ করা ধর্ষিতাকে।
ধর্ষিতা হয়ো না, বরং ধর্ষণ করতে আসা পুরুষের পুরুষাঙ্গ কেটে ধরিয়ে দাও হাতে,
অথবা ঝুলিয়ে দাও গলায়,
খোকারা এখন চুষতে থাক যার যার দিগ্বিজয়ী অঙ্গ, চুষতে থাক নিরূপায় ঝুলে থাকা
অণ্ডকোষ, গিলতে থাক এসবের রস, কষ।
ধর্ষিতা হয়ো না,পারো তো পুরুষকে পদানত করো, পরাভূত করো,
পতিত করো, পয়মাল করো
পারো তো ধর্ষণ করো,
পারো তো ওদের পুরুষত্ব নষ্ট করো।
লোকে বলবে, ছি ছি, বলুক।
লোকে বলবে এমন কী নির্যাতিতা নারীরাও যে তুমি তো মন্দ পুরুষের মতই,
বলুক, বলুক যে এ তো কোনও সমাধান নয়, বলুক যে তুমি তো তবে ভালো নও
বলুক, কিছুতে কান দিও না, তোমার ভালো হওয়ার দরকার নেই,
শত সহস্র বছর তুমি ভালো ছিলে মেয়ে, এবার একটু মন্দ হও।

চলো সবাই মিলে আমরা মন্দ হই,
মন্দ হওয়ার মত ভালো আর কী আছে কোথায়!

বন্ধুরা আপনারা তিন নম্বরে এসে যে নারী নিয়ে কবিতা পড়লেন এটির লেখক ও তাসলিমা নাসরিন, এবং এটি তিনি তার নিজের ভিতরের আক্ষেপ থেকে লিখেছেন, তিনি আসলেই নারী নিয়ে অনেক সূন্দর সুন্দর কবিতা লিখেছেন । তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত।

চরিত্রহীন নারী নিয়ে উক্তি

এখন আমাদের মাঝে অনেক নারী আছে ,যাদেরকে চরিত্রহীন ও বলা যায়। তো বন্ধুরা এখন আমরা এই চরিত্রহীন নারী নিয়ে উক্তি জানব। আপনারা চেষ্টা করবেন এই চরিত্রহীন নারী নিয়ে উক্তি গুলো এবং নারী নিয়ে কবিতা গুলো ভালোভাবে পড়ার তাহলে ভালো বুঝতে পারবেন।

যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন। কারণ, নেশা(Intoxication) এদেরকে সততাকে বিনষ্ট করে। সাথে চরিত্র ও কুমারিত্বও হারায়।
মাঝরাতে মেসেজ(Message) করে। রাত ১টা ২টার সময় খামাখা মেসেজ পাঠাতে থাকে।

ফায়ারলাইট’ অনেক তরুণীদের নিয়ে একটি সুন্দর গল্প। আমার চরিত্র, ক্যারোলিন, এমন একটি মেয়ে যার একটি খারাপ প্রেমিক আছে এবং সে তাকে আটকে রেখে বন্দী করে।
বারংবার দেখা করার ফাঁক খোঁজে। সেই দেখা হওয়া কিন্তু একান্তে। অন্য কাউকে ডাকে না তখন।

যখন কোনও ব্যক্তির চরিত্র আপনার কাছে পরিষ্কার নয়, তখন তার বন্ধুদের দেখুন।”

– জাপানি প্রবাদ

অস্কার ওয়াইল্ডের বলেন- ছলনা কখনো আপনার পছন্দ হতে পারে না এটা একটা মারাত্মক ভুল।

” সুন্দর চরিত্র ফুলের চেয়েও পবিত্র আর খারাফ চরিত্র ময়লার চেয়েও অপবিত্র। “

ছলনা নিয়ে বিখ্যাত দার্শনিক প্লেটো বলেছেন- সবচেয়ে বড় ছলনা হলো নিজেকে ধোকা দেওয়া।

মাথার চুল(Hair) নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময়। পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে। ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে। যাতে সহজেই আকৃষ্ট(Attracted) করতে পারে।
“চরিত্রহীন মানুষ পশুর চেয়েও অধম।”

” মানুষের মধ্যে সেই ব্যাক্তি উত্তম, যার চরিত্র সবচেয়ে সুন্দর। “

নিজ সখে, নিজ চরিত্র বিলি করে যারা,
আপনজন হারিয়ে, অপরকে দোষারোপ করে তারা।

যার আচরণ যতবেশী ভালো, তার চরিত্র ততবেশী সুন্দর। “

তুমি, হয়তো সবার সামনে অতি ভদ্র;
যে বুঝে সেই জানে তোমার আসল চরিত্র ।

আমি শুধু খারাপ মেয়ে খেলা পছন্দ. আপনি যখন একটি চরিত্রের মতো নন, তখন অভিনয় করা এক ধরনের মজার।

আমি এই ডিজনি চরিত্রগুলোর দিকে তাকিয়ে আছি, এই অল্পবয়সী মেয়েরা বেরিয়ে আসছে, ছোট বেশ্যার মতো।

আশাকরি আমাদের আজকের শেয়ারকৃত উক্তি এবং পোস্ট এবং কবিতা গুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পোস্টটী আপনার বন্ধু এবং পরিচিতদের সাথে শেয়ার করবেন।

ভালো লাগতে পারে

Back to top button