বাছাইকৃত সমুদ্র নিয়ে ক্যাপশন কবিতা

আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি সমুদ্র নিয়ে ক্যাপশন কবিতা গুলো খোঁজাখুঁজি করতেছেন ? আজকের এই ছোট পোস্টটি পড়লে আপনারা বেশ কিছু বাছাই করা এবং আকর্ষণীয় সমুদ্র নিয়ে ক্যাপশন কবিতা গুলো পেয়ে যাবেন।

সমুদ্র অনেক সুন্দর এবং আশ্চর্যজনক একটি জিনিস। পৃথিবীর ৫ ভাগের তিন ভাগ হয়েছে পানি । আর বেশিরভাগ পানি রয়েছে সমুদ্রের মধ্যে। সমুদ্র এমন একটি ধাঁধা যেটা সম্পূর্ণরূপে কখনোই জানা সম্ভব হয়নি। এই সমুদ্রের মধ্যে লুকিয়ে আছে হাজারো রকমের জানা অজানা রহস্য।

সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা সমুদ্রকে এত সুন্দর ভাবে তৈরি করেছেন যেটা কল্পনার বাইরে। এই কারণে আমরা অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করার জন্য সমুদ্র নিয়ে ক্যাপশন কবিতা গুলো খুজে থাকি। তো আজকের পোস্ট শেষ পর্যন্ত পড়লে আপনারা সমুদ্র নিয়ে ক্যাপশন কবিতা গুলো পেয়ে যাবেন।

সমুদ্র নিয়ে ক্যাপশন কবিতা

সমুদ্র নিয়ে সবারই অনেক ধরনের আগ্রহ থাকে। এর মধ্যে একটি হচ্ছে এই সমুদ্র নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে । যায় কারণে অনেক সময় গুগলের মাধ্যমে সমুদ্র নিয়ে ক্যাপশন কবিতা গুলো খুলে থাকি।

তো বন্ধুরা আপনারা যারা ফটো তে ক্যাপশন যুক্ত করার জন্য এই ক্যাপশন গুলো খুঁজে থাকেন তারা চাইলে নিচে দেওয়া এই সমুদ্র নিয়ে ক্যাপশন কবিতা গুলো আপনারা ফটোতে ব্যবহার করে সেটা প্রকাশ করতে পারেন।

সাগর আমায় উদাস করে, স্মৃতির পাতায় ডুব
নীল জলের গর্জনেতে মায়ায় পড়ি খুব;
জীবন বুঝি সৈকতে গড়া বালুর সংসার
ঢেউয়ের আঘাতে তার অমোঘ সংহার।

পূর্নিমাতে জোৎস্নাবিলাস কিংবা আঁধার অমাবস্যা,
হুট করে ক্ষনে ক্ষনে জীবন বদলায় সহসা।
গাঙচিল সাম্পানে মুখরিত তট,
স্বপ্নীল মোহরা সব জড়ায় হুটহাট।

দিগন্ত মেশে যেথায় নীল সমুদ্রের বুকে
সেথায় হারাতে চাই, অপূর্ণতা চোখে।
সূর্যোদয়টা নতুন ভোরের, অপার্থিব সূর্যাস্ত
জীবন সুন্দর হেথায়, প্রশান্তি এক প্রস্ত।

জোয়ার ভাটার চক্রে দেখি জীবনের পরিবর্তন
স্মৃতির সাথে বাস্তবতার পাঁচ-মেশালি আবর্তন,
সূর্যঘড়ির চক্রে এমন সমুদ্রবিলাস
শান্ত করে মনকে ভীষণ, সুখের অভিলাষ।

স্বপ্নেরা মেলে ডান নীল সমুদ্দুরে,
চোখ মেললেই দেখি গাঙচিল উড়ে।
প্রবাল পাথর ভেদে- কোমল প্রভা
গোধূলী হতেই ছড়ায় লালাভ আভা।

নোনাজলে জলকেলি মধুর স্মৃতি
ঝাউ আর কেয়াবনে হরিৎ প্রকৃতি।
সারি সারি নারিকেল গাছ ছায়া দেয় তটে
সৈকতে শামুক ঝিনুক পাওয়া যায় বটে।

পানির নীচে সেথায় অন্য জগত
মাছেরা ছুয়ে যায় জল পারাবত,
নিঝুম রাতে তার অন্য এক রূপ
নক্ষত্রের কোলাহল আছে, বাকি সব নিশ্চুপ।

ঢেউয়ের তালে তালে সাম্পান দুলে
ভাটার টানে কতো প্রান যায় ভুলে,
সমুদ্রের অসীমতা শান্ত করে মন
যান্ত্রিকতাহীন অভিলাষী আকাঙ্খিত জীবন।

সমুদ্র আমায় প্রেমিক করে ধিতাং ধিতাং মন
পূর্নিমাতে জোসনা বিলাস তোমার মন হরন,
খালি পায়ে বালুর তটে তোমার পদচিহ্ন
চলার পথে ঝড় উঠলেও বাধন হবে না ছিন্ন।

সমুদ্রের কল্লোল বুকের বামপাশেতে লাগে
ছয়তারে সুরের তালে প্রেমের হাওয়া জাগে,
হাতের মুঠোয় রুদ্র-পলাশ; নীল শাড়িতে দেবী
উর্বশীর সৌন্দর্যে সমুদ্রও খায় খাবি!

নীল সমুদ্রে জলকেলি প্রিয় তোমার সাথে
জলদেবীও তোমায় সাথে খুনসুটিতে মাতে,
দক্ষিনা বাতাস ফিসফিসিয়ে ভালোবাসা জানায়
গাঙচিলেরা উড়ে বেড়ায় তোমার পাহারায়।

তোমার সাথে ডুবতে রাজি প্রেমের দরিয়ায়
কেয়া পাতার নৌকে ভাসি ভীষণ অবেলায়,
নীল সাগরে ভাসিয়ে দিবো সকল শূন্যতা
তোমার মাঝেই আমার আছে সকল পূর্নতা।

চাকরি আপনার পকেট পূরণ করে,
কিন্তু ভ্রমণআপনার আত্মা পূরণ করে

নীল সমুদ্রে জলকেলি প্রিয় তোমার সাথে
জলদেবীও তোমায় সাথে খুনসুটিতে মাতে,
দক্ষিনা বাতাস ফিসফিসিয়ে ভালোবাসা জানায়
গাঙচিলেরা উড়ে বেড়ায় তোমার পাহারায়।

প্রবালের বুকে শীতল প্রবাহ
ঢেউ উলাশ, প্রবল শ্রোত
কেয়াবন স্পর্শ করে
রাজ্যের সব অন্ধকার
মুক্তার মতো চিকচিক করে
নক্ষত্র বিলাস
-শান্ত চৌধুরি

প্রেমের ভাষা যায় না বোঝা যদি না প্রেমে পড়ো
জানতে যদি চাও ওগো প্রেম সাগরে ডুবে মরো

আমি স্বাধীনতা, মুক্ত বাতাস এবং দু: সাহসিক কাজ চেয়েছিলাম।
এগুলো আমি সমুদ্রের মাঝেই পেয়েছি।-আলাইন গার্বল্ট

যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্প
তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প !

শুনে আসি চলো, যমুনার ধারে-
যে প্রেম ধ্বনিত হয়। হৃদয়বেতারে

ডুবে গেছে চাঁদ মেঘের আড়ালে,
ডুবে গেছে যত তাঁরা ।
উদাসী এ মন তোমার খোঁজে
নিশীথে তন্দ্রা হারা

এক বুক অভিমান জমে আছে যার-
তুমি তাকে ভালোবেসে ডেকেছো পাহাড়

আমার সাথে দেখা করুন যেখানে আকাশ সমুদ্রকে স্পর্শ করে।
আমার জন্য অপেক্ষা করুন যেখানে পৃথিবী শুরু হয় ।

কোনও পাহাড়ের বুক চিরে, যদি পারো নিতে-
তোমার দু-হাতে তুলে দেবো হৃদয়। চুমুর কিস্তিতে

ফেলে আসা সমুদ্রের পাড়ের মুর্হুত গুলো আজ,
ঢেউ এর সাথেই হারিয়ে গেছে কোথাও যেনো।
আজ চাইলেও সেগুলো ফিরে পাওয়া যাবে না,
চাইলেও ভুলা যাবে না।

আমি পাহাড়কে ভালোবাসি কারণ তারা আমাকে এটা অনুভব করায় যে আমি তাদের চেয়ে ছোট।
— মার্ক অবমাসিক

পাহাড় কাঁদে ঝর্ণা হয়ে
তাই আঘতের দাগ বাড়ে না
যারা আঘাত পায়নি কোনোদিন
তারা পাহাড় হতে পারে

পরিশেষে: সমুদ্র নিয়ে ক্যাপশন কবিতা

সমুদ্র নিয়ে যেহেতু আমাদের কৌতূহলের শেষ নেই সেই কারণে আমরা এটা নিয়ে অনেক বেশি গবেষনা করতে পছন্দ করি। তো যারা সমুদ্র নিয়ে ক্যাপশন কবিতা গুলো খোঁজাখুঁজি করতেছিলেন আশা করি তারা এগুলো পেয়ে গেছেন।

আমাদের শেয়ার করা আজকের এই সমুদ্র নিয়ে ক্যাপশন কবিতা গুলোর মধ্যে কোনটা আপনার বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কোন প্রশ্ন থাকে সেটা চাইলে ফেসবুক পেইজের মাধ্যমে আমাদেরকে অবগত করতে পারেন।

আর হ্যাঁ বন্ধুরা এই ধরনের পোস্টগুলো যদি আপনারা পড়তে পছন্দ করেন তাহলে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং চাইলে এই পোস্টগুলো আপনার পরিচিত বন্ধু এবং বান্ধবীদের সাথে শেয়ার করতে পারেন।

ভালো লাগতে পারে

Back to top button