রঙ্গন ফুল নিয়ে ক্যাপশন

ফুল আমাদের সবারই অনেক বেশি প্রিয় একটি জিনিস। এই কারণে আমরা অনেক সময় রঙ্গন ফুল নিয়ে ক্যাপশন গুলো খোঁজাখুঁজি করে থাকে। তো আজকের এই পোস্ট শেষ পর্যন্ত পড়লে আপনারা রঙ্গন ফুল নিয়ে ক্যাপশন গুলো পেয়ে যাবেন।

মনে রাখবেন এই ফুল খুব ভালো একটি জিনিস যেটা মানুষের মনকে অনেক খুশি রাখতে সাহায্য করে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সময় আমাদেরকে রঙ্গন ফুল নিয়ে ক্যাপশন দেওয়ার প্রয়োজন পড়ে। তাই আজকের পোস্টে আমরা ক্যাপশনগুলো আপনাদেরকে দিয়ে দেব।

রঙ্গন ফুল নিয়ে ক্যাপশন

বন্ধুরা আপনারা হয়তো অনলাইনের মাধ্যমে রঙ্গন ফুল নিয়ে ক্যাপশন গুলো অনেক খুঁজেছেন কিন্তু পান নাই। তো এখন যদি নিচের লেখাগুলো পড়েন তাহলে খুব সহজে ক্যাপশন গুলো পেয়ে যাবেন।

মনে রাখবেন আমরা সব সময় এই ক্যাপশনগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করি তারপর সেগুলো থেকে বাছাই করি এবং সর্বশেষে পোষ্টের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করা হয়।

# . মাঝে মাঝে অবাক হয়ে কাঠ গোলাপের দিকে তাকিয়ে ভাবি,, কাউকে আকর্ষণ করার কি যে এক অদ্ভুত ক্ষমতা এই রঙ্গন ফুলের।

# . রঙ্গন ফুল তুমি কেন এতো মায়াবী…!! দু’চোখ আমার বেঁধেছো মায়ায়।

# রঙ্গন ফুল তোমার দেহে জল রঙের ঢেউ, রঙ্গন ফুল তোমার সৃষ্টিকর্তা এ গ্রহের বাইরের কেউ..!! রঙ্গন ফুল তুমিই শুধু তোমার তুলনা, রঙ্গন ফুল তোমায় ছুঁয়ে দিলে রাগ করো না।

# ৬. হেলা অবহেলায় বেড়ে ওঠা রঙ্গন ফুল ও তার সৌন্দর্যকে দুহাত মেলে উজার করে দেয়। প্রকৃতি বরাবরের অতুলনীয়।

# ১০. পৃথিবীতে প্রতিটি ফুলের পবিত্র সৌন্দর্য মানুষকে বরাবর ই বিমোহিত করেছে। রঙ্গন ফুল ও মানুষের মনে জায়গা করে নিয়েছে।

# ১১. রঙ্গন ফুল যেন মানুষকে প্রকৃতির দিকে আরও বেশি আকর্ষিত করে। নিজেকে ঢেলে সাজিয়েছে এই ফুল।

# প্রাচীনকাল থেকেই মানুষ বন্যফুল রঙ্গনের অপরিচ্ছন্ন সৌন্দর্যে মুগ্ধ হয়েছে।

# . ফাল্গুনে বিকশিত কাঞ্চন রঙ্গন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল!! চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়, বেণুবনে মর্মরে দক্ষিণবায়।।

# ৩. রঙ্গন ফুলকে দেখে মাঝে মাঝে অবাক হতে হয়। প্রকৃতির এক অপার শৈলী নিয়ে যেন এক মুষ্টি সৌন্দর্যকে প্রকাশ করে।

# ৫. বাগানে অনেক নামিদামি ফুলের মধ্যেও রঙ্গন ফুল যেন, অপরূপ শোভা বর্ধন করে। রঙ্গন ফুল ও যেন কারো থেকে কিছু অংশে কম নয়।

# ১৪. সে বাড়িতে এখন আর কেউ থাকেনা। সেই বাড়িটিতে এক প্রকাণ্ড রঙ্গন ফুলের গাছ যেন সেই বাড়ির ইতিহাস তুলে ধরেছে। কে জানে কোন গৃহিণী সুখ দুঃখের সাক্ষী হয়েছিল এই রঙ্গন ফুল।

# . তুমি না হয় ভুল করে রঙ্গন ফুল হয়ে যাও! বুক পকেটে থেকে যাও! আর আমি কারণে অকারণে তোমাকে ছোঁয়ার চেষ্টা করি।

# . নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা রঙ্গন ফুল।। রঙ্গন ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল।।

# . রঙ্গন ফুলের মাঝে দেখি তোমার হাসি!! তুমি হাসো রঙ্গন ফুলের মাঝে, তাই রঙ্গন ফুল ভালোবাসি।

# ৭. অসংখ্য নাম না জানা ফুলের মধ্যে আমরা হয়তো অনেকেই রঙ্গন ফুলকে চিনি না। হয়তো চিনি কিন্তু নাম জানি না। অথচ নিঃশব্দে নিজের মোহিনী সৌন্দর্যকে মিলিয়ে দিয়েছিল রঙ্গন ফুল।

# . পৃথিবীর বুকে রঙ্গন ফুলের চেয়ে অতি সুন্দর জিনিস আর কিছু নেই,, তাই তো অতি মুগ্ধ দৃষ্টিতে রঙ্গন ফুলের সৌন্দর্য উপভোগ করি।

# ১৩. একটা সময় ছিল যখন গৃহস্থের বাড়িতে রঙ্গন ফুল শোভা পেত। সময়ের পরিবর্তনে মানুষ যেন অনেক বেশি শহুরে হয়ে গেছে।

# ১২. কয়েক রঙের রঙ্গন ফুল দেখা যায়। মানুষ তার মনের অবস্থা বুঝে রঙ্গন ফুলের রং কে নির্বাচন করে।

# ২. রক্তবর্ণে সুসজ্জিত রঙ্গন ফুল যেন সুশৃংখল স্বপ্নের পরিচয় বহন করে। কতটা সুন্দরভাবে সাজানো গোছানো গঠন প্রকাশ করেছে।

# . প্রিয়তমা তুমি পাশে থাকলে,, রঙ্গন ফুলের সৌন্দর্য আরো অনেক ভালো লাগতো।

# ৮. গোলাপ, জুই, হাসনাহেনা ফুলের মত রঙ্গন ফুলকে ও মৌমাছি ছুঁয়ে দিয়ে যায়। ঠিক যেমনটা আমাদেরও করা উচিত।

# ১৫. রঙ্গন ফুলের আরেক নাম হিসেবে একতাবদ্ধ ফুল দেওয়া যায়। কেমন সবাই মিলে একসাথে একটা ছাউনি তৈরি করেছে।

# . জীবনের করা ভুল গুলো যদি রঙ্গন ফুল হত,, তাহলে কুড়িয়ে নিতাম বেলা ফুরাবার আগে!!

# . নিয়ম ভেঙ্গে হলেও আমি তোমায় চাইবো..!!তোমার হাতে রঙ্গন ফুল দিয়ে….. না হয় আরও একটি ভুল করবো।

# . মানুষের সৌন্দর্য আর রঙ্গন ফুলের সৌরভের মধ্যে কোন পার্থক্য নেই!! দুটোই ফুরিয়ে গেলে এদের কদরও কমে যায়।

# . কেউ যদি ভালোবেসে বেলী রঙ্গন ফুলের মালা দিয়ে বলে তোমায় ভালোবাসি!! তবে আমি তাকেই বিয়ে করবো।

# . প্রিয় রঙ্গন ফুল শিউলি বলে কোনোদিন গোলাপ ছুঁয়ে দেখিনি..!! একটা প্রিয় ‘তুমি’ বলে, কোনদিন অন্য ‘তুমি’র প্রেমে পড়িনি।

# . রঙ্গন ফুলের সৌন্দর্য প্রকৃতির শোভা বর্ধন করে। কিন্তু মানুষের সৌন্দর্য মানুষকে অহংকারী করে।

# . হলুদ সরিষা রঙ্গন ফুল মানুষের মনকে দোলা দেয়। হলুদ রঙ্গন ফুলের মাঝে নিজেকে হারাতে চাই!

# ৪. হয়তো একদিন এক পাতা প্রেমপত্রের সাথে এক গুচ্ছময় রঙ্গন ফুল তোমার জন্য পাঠাবো। মনের ভাষার উপমা হিসেবে এই রঙ্গন ফুল যেন তুমি গ্রহণ করো।

# . রঙ্গন ফুলকে ভালোবাসলে সুভাষ পাওয়া যায়! কিন্তু মানুষকে ভালোবাসলে,, চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না।

# ৯. প্রকৃতি প্রদত্ত অসংখ্য ফুলের মধ্যে রঙ্গন ফুল যেন এক নিরঙ্কুশ বিজয়ী ফুল। এক দেখাতেই মানুষ রঙ্গন ফুলের প্রতি আকৃষ্ট হয়।

# . আমি তোমার জন্য রঙ্গন ফুল হাতে দারিয়ে ছিলাম!! তুমি আমাকে রঙ্গন ফুল বিক্রেতা ভেবে চলে গেলে..!

পরিশেষে: রঙ্গন ফুল নিয়ে ক্যাপশন

আজকের পোষ্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা রঙ্গন ফুল নিয়ে ক্যাপশন গুলো সুন্দর ভাবে পাঠকদের কে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এই ক্যাপশন গুলোর মধ্যে কোনটি আপনার বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন।

আর হ্যাঁ বন্ধুরা চাইলে আমাদের ফেসবুক পেইজে নক দিয়ে যেকোনো ধরনের প্রশ্ন করতে পারেন কিংবা আর কোন ধরনের পোস্ট চাইলে সেটাও বলতে পারেন।

ভালো লাগতে পারে

Back to top button