লাল তিল দূর করার ক্রিম | তিল দূর করার ওষুধ
আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন। অনেকের মুখে তিল দেখা যায় এছাড়াও আরো শরীরের বিভিন্ন জায়গায় তিল বা আচিল দেখা দিতে পারে । যদিও এটি একটি সাধারণ বিষয় কিন্তু অনেকের ক্ষেত্রে এই তিল বা আচিল থাকার কারণে তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে । আবার অনেক সময় দেখা যায় মুখে বিভিন্ন জায়গায় তিল থাকার কারণে সৌন্দর্য আরো বেশ কিছু গুণ বৃদ্ধি পায় । যেটাই হোক যদি আপনার কোন অবাঞ্চিত জায়গায় বা মুখে এই তিল থাকার কারণে আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং আপনি যদি মুখের তিল দূর করার ক্রিম বা তিল দূর করার ওষুধ অথবা লাল তিল দূর করার ক্রিম সম্পর্কে জানতে চান তাহলে আজকের পোস্ট আপনার জন্য।
লাল তিল দূর করার ক্রিম | তিল দূর করার ওষুধ | মুখের তিল দূর করার উপায়
যদি কেউ সঠিকভাবে তার শরীরের মধ্যে অবাঞ্ছিত জায়গায় থাকা তিল গুলোকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে চায় । তাহলে আজকের পোস্ট তার জন্য, কারণ আজকের পোস্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মুখের তিল দূর করার ক্রিম বা লাল তিল দূর করার ক্রিম এছাড়াও বিভিন্নভাবে এই মুখের তিল দূর করার উপায় সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের আজকের পোষ্টের মূল টপিকে চলে যাই এবং জেনে নেই কিভাবে দিল দূর করা যাবে ।
মুখের তিল দূর করার উপায়
বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখবেন তারা বিভিন্ন উপায় বলে দেবে তিল দূর করার জন্য । কিন্তু এই উপায় গুলো আপনার শরীরের জন্য পারফেক্ট না ও হতে পারে। কারণ তিল হচ্ছে প্রাকৃতিক একটি বিষয়, আর যদি আপনি এটি রিমুভ করতে চান তাহলে অনেক সময় সমস্যা দেখা দিতে পারে । যাই হোক নিচে আমি বেশ কিছু মুখের তিল দূর করার উপায় আপনাদেরকে বলে দিলাম সেগুলো অবলম্বন করলে অবশ্যই তিল খুব সুন্দর ভাবে দূর করতে পারবেন । প্রথমে আমরা এই তিল দূর করার কিছু ঘরোয়া উপায় জেনে নেব এবং তারপর আমরা এই মুখের তিল দূর করার ক্রিম বা লাল দিল দূর করার ক্রিম গুলোর নাম এবং ব্যবহার জেনে নিব।
রসুন ব্যবহার করে: রসুন এমন একটি প্রাকৃতিক উপাদান যেটা আমাদের শরীরের বিভিন্ন ঔষুধি কাজ করতে পারে । এই এ রসুন ব্যবহারের ফলে আমরা প্রাকৃতিকভাবে অনেক উপকৃত হই । এছাড়াও যেহেতু এটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক উপাদান তাই এটি ব্যবহারের ফলে আমাদের শরীরের উপর কোন খারাপ প্রভাব করে না । আপনারা হয়তো অনেকেই জানেন রসুন দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায় কিন্তু জানলে অবাক হবেন যে, রসুন ব্যবহার করার মাধ্যমে আপনারা আপনাদের মুখের বা অন্য কোন জায়গার তিল ও দূর করে ফেলতে পারবেন ।
এজন্য আপনাকে অবশ্যই প্রতিদিন নিয়মিত এই রসুন আপনার সেই জায়গায় লাগাতে হবে যে স্থানে আপনার তিল রয়েছে । প্রথমে গোসল করে নিবেন এবং তারপর আপনার তিল এর জায়গাটিকে খুব সুন্দর ভাবে পরিষ্কার করে নিয়ে সেখানে রসুনের রস নিয়মিত লাগাবেন । এভাবে কয়েক সপ্তাহ রশনের রস লাগাতে পারলে অবশ্যই আস্তে আস্তে দেখবেন আপনার তিলটি মিশে যাচ্ছে ।
বেকিং সোডা এবং ক্যাস্টর অয়েল: তিল দূর করার জন্য বা শরীরের অবাঞ্ছিত দাগগুলো দূর করার জন্য এই বেকিং সোডা এবং ক্যাস্টর অয়েল এর মিশ্রণ খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তবে এখানে বলে রাখা ভালো কখনোই আপনারা এই দুটো উপাদান গুলো আলাদা আলাদা ব্যবহার করবেন না । অবশ্যই এগুলো মিশিয়ে একসাথেই ব্যবহার করতে হবে ।
প্রথমে আপনারা কিছু পরিমাণ বেকিং সোডা এবং ক্যাস্টর অয়েল একসাথে ভালোভাবে মিশিয়ে নিবেন এবং তারপর আপনার তিলের জায়গাটিকে খুব সুন্দর ভাবে পরিষ্কার করে নেবেন। এরপর এই মিশ্রণটিকে আপনার তিলের জায়গায় আস্তে আস্তে লাগিয়ে রাখবেন। এভাবে কয়েক সপ্তাহ নিয়মিত ব্যবহার করতে পারলে অবশ্যই কিছুদিন পরে আপনার তিল সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে । মনে রাখবেন বেকিং সোডা ব্যবহারের ফলে আপনাদের মুখের তিল আস্তে আস্তে মিশে যাবে এবং ক্যাস্টর অয়েল ব্যবহারের ফলে আপনার স্কিন প্রটেক্ট থাকবে যাতে করে স্ক্রিনে অন্য ধরনের সমস্যা না হয়।
পড়ুনঃ টুথপেস্ট দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায়
লেবুর রস: আমরা প্রত্যেকেই জানি লেবুতে রয়েছে সাইট্রিক এসিড। আর এই সাইট্রিক এসিড আমাদের ত্বকের উপরে থাকা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং রোগ জীবাণু গুলো মেরে ফেলতে অনেক সাহায্য করে । আপনারা ত্বকের বিভিন্ন সমস্যায় এই লেবুর রস ব্যবহার করে অনেকটাই উপকৃত হয়েছিলেন । তো তিল দূর করার ক্ষেত্রেও এই লেবুর রস পিছিয়ে নেই। কারণ যদি আপনারা শুধুমাত্র লেবুর রস ব্যবহার করতে পারেন নিয়মিত তাহলে এটি একাই আপনার তিল কে শেষ করে ফেলতে যথেষ্ট ।
তবে হ্যাঁ যেহেতু লেবুতে রয়েছে শক্তিশালী সাইট্রিক এসিড তাই অবশ্যই এটি অতিরিক্ত ব্যবহার করা যাবে না । অবশ্যই মাত্রার মধ্যে থেকে নিয়মিত এটি অল্প অল্প করে ব্যবহার করবেন । শুধুমাত্র আপনার ত্বকের মধ্যে যে স্থানে তিল রয়েছে শুধুমাত্র সেই স্থানে ব্যবহার করতে হবে।
আলু: আলু আমাদের ত্বকের ব্লিচের অনেকটা কাজ করে থাকে । আলুর রস এ যে উপাদানগুলো থাকে এগুলো আমাদের ত্বকের জন্য বেশ উপকারী এছাড়া ত্বকের অবাঞ্চিত ব্যাকটেরিয়া গুলোকে এগুলো নিমিষেই শেষ করে দিতে পারে । তো আপনার শরীরের যে স্থানে তিল বা অবাঞ্ছিত কোন কিছু দেখা যায় সেই স্থানে এই আলুর রস নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে নিশ্চয় কিছুদিন পর সেই তিল দূর হয়ে যাবে ।
ওপরে এই পদ্ধতি গুলো ব্যবহার করলে অবশ্যই আপনার মুখে বা শরীরের যে কোন জায়গায় থাকা তিল খুব সহজে দূর হয়ে যাবে। আমরা যে উপাদান গুলো ব্যবহার করে আপনাদেরকে মুখের তিল দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত বলেছি এই উপাদানগুলো সম্পূর্ণ প্রাকৃতিক । আর যেহেতু এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক তাই এগুলো ব্যবহারের ফলে আমাদের ত্বকের ওপর কোন আলাদা প্রভাব পড়বে না ।
লাল তিল দূর করার ক্রিম বা মুখের তিল দূর করার ক্রিম
যদিও তিল হওয়াটাই স্বাভাবিক কিন্তু অনেকের মুখে দেখা যায় অতিরিক্ত তিল। আর এই তিল আমাদের মুখের সৌন্দর্য বৃদ্ধি করলেও, যদি কারো মুখে অতিরিক্ত থেকে যায় তাহলে তার সৌন্দর্যের ওপর অনেকটা খারাপ প্রভাব ফেলে। বর্তমানে বাজারে অনেক ধরনের এই তিল দূর করার ক্রিম থাকলেও প্রত্যেকটি ক্রিম আপনার ব্যবহার করা উচিত নয় । কারণ এই ক্রিমগুলোর মধ্যে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বিদ্যমান।
আর এই ক্ষতি”কর রাসায়নিক পদার্থগুলো যখন আপনি আপনার ত্বকে লাগাবেন তখন ত্বকের ওপরে থাকা সমস্ত চামড়া এগুলো তুলে ফেলবে । আর চামড়া তুলে ফেললে যদিও আপনার তিল সরে যাবে, কিন্তু দীর্ঘদিনের জন্য আপনার ত্বকের ওপর খারাপ স্পট পরতে পারে । এর থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই হুটহাট করে কোন ধরনের ক্রিম ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে । আমি আপনাকে ঘরে বসেই লাল তিল দূর করার ক্রিম বানানো শিখিয়ে দিচ্ছি এগুলো ব্যবহার করে আপনারা ঘরে বসেই তিল সরিয়ে ফেলতে পারবেন ।
পড়ুনঃ চালের গুড়ার উপকারিতা – চালের গুড়ার ফেসপ্যাক বানানো শিখুন
# মূলা এবং দুধ ব্যবহার করে
মুলা একটি শীতকালীন সবজি আর এই সবজির দাম ও অনেকটা কম। এত কম দামের একটি সবজি ব্যবহার করে আপনারা চাইলে মুখের তিল দূর করা সহ আরো অনেক ধরনের ফেসিয়াল করতে পারবেন। তো আমরা অন্য কোন কিছু শিখাব না এখন আপনাদেরকে এই মুলা ব্যবহার করে লাল টি দূর করার ক্রিম বানানো শিখিয়ে দেব। চলুন নিচে ধাপে ধাপে এক এক করে সবকিছু শিখে নেই।
- প্রথমে আপনাকে এক চামচ মুলার রস, আধা চামচ মাখন তোলা দুধ এবং এর সাথে আধা চামচ পাতি লেবুর রস নিতে হবে।
- এরপর এই রসগুলোকে কোন একটা পরিষ্কার বাটিতে নিতে হবে এবং প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে এগুলো মিশাতে হবে খুব সুন্দর ভাবে ।
- যখন এই মিশ্রণটি খুব সুন্দর ভাবে তৈরি হয়ে যাবে তখন এগুলো তিল এর উপর ভালোমতো সঠিকভাবে ব্যবহার করতে হবে ।
- তো মিশ্রণ গুলো তৈরি হওয়ার পর যখন আপনারা গোসল করবেন তারপর মুখের তিলের জায়গাটিকে পরিষ্কার করে ধুয়ে নিবেন এবং তারপর পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে নিবেন ।
- জায়গাটি পরিষ্কার হয়ে গেলে উপরে বানানো মিশ্রণটি ফোটায় ফোটায় আপনার তিলের স্থানে লাগিয়ে নিন ।
- এভাবে লাগানোর পর কিছুক্ষণ অপেক্ষা করুন যাতে করে মিশ্রণটি আপনার তিলের ভেতর পর্যন্ত যায় এবং মুখের উপর শুকিয়ে যায় ।
অপেক্ষা করা হয়ে গেলে যখন এই ক্রিমটি মুখের উপর শুকিয়ে যাবে তারপর পরিষ্কার পানি দিয়ে আলতো ভাবে আপনার মুখটি পরিষ্কার করে নিন । আশা করি এভাবে কিছুদিন নিয়মিত করলে অবশ্যই আপনার মুখের তিল দূর হয়ে যাবে এবং আপনি আবার আগের পরিস্কার ত্বক ফিরে পাবেন ।
আরো একটি মুখের তিল দূর করার ক্রিম বানানোর উপায় :
বন্ধুরা উপরে যদিও আমরা একটি ছোট তিল দূর করার ক্রিম বানানোর উপায় আপনাদেরকে শিখিয়ে দিলাম এখন আমরা আরও একটি কার্যকারী ক্রিম বাড়ানোর উপায় আপনাদেরকে বলবো এই ক্রিমটি ব্যবহার করলেও আপনারা মুখের তিল খুব ভালো ভাবে দূর করে ফেলতে পারবেন।
- এর জন্য আপনাকে সিকি কাপ দুধ, পাঁচ ফোটা পরিমাণ পরিষ্কার লেবুর রস, সাথে এক চামচের মত মুলা বাটা এবং গুঁড়া ওট্মিল নিতে হবে।
- উপরের এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান এবং খুব সহজেই পাওয়া যাবে এগুলো একটি পরিষ্কার বাটিতে নিতে হবে ।
- প্রথমে আপনাকে আপনার নেওয়া সিকি কাপ দুধের সাথে আপনার নেওয়া পাঁচ ফোটা লেবুর রস মিশিয়ে সারারাত রেখে দিতে হবে ।
- এরপর পরের দিন যখন আপনি গোসল করবেন সেই গোসল করার আধাঘন্টা আগে টকে যাওয়া দুধ গুলোর সাথে মুলো বাটা এবং গুঁড়া ওট্মিল ভালোভাবে মিশিয়ে নিতে হবে ।
- মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গেলে একটি তুলার সাহায্যে অথবা যেকোনো ভাবে আপনার ত্বকে লাগাতে পারবেন ।
- ভালোমতো লাগানোর জন্য একটি পরিষ্কার তুলা নিয়ে ক্রিমটির ওপর বসাবেন এবং তারপর সেটি আপনার তিলের জায়গায় লাগিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত সেগুলো মুখের উপর শুকিয়ে যাচ্ছে।
- এগুলো ভালোভাবে মুখে লাগানোর 30 মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং আপনি আপনার গোসল সেরে ফেলুন।
তো আমি উপরে দুইভাবে আপনাদেরকে তিল দূর করার ক্রিম বানানো শিখিয়েছি । আর এগুলোতে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে তাই নিশ্চিন্তে যে কেউ এই উপাদানগুলো ব্যবহার করে আপনাদের তিল ভালোভাবে দূর করে ফেলতে পারবেন।
পড়ুনঃ পেট ফাটার ক্রিম – পেট ফাটা দাগ দূর করার উপায় জেনে নিন
তিল দূর করার ওষুধ
বন্ধুরা এখন আমরা তিল দূর করার ওষুধ সম্পর্কে কিছু কথা বলব। এখানে বলে রাখি আমি কোন ডাক্তার নই বা এই ওষুধ সম্পর্কে অভিজ্ঞ কোন ব্যক্তি নয় । যদিও আমি ওষুধ সম্পর্কে ভালো আইডিয়া রাখি না কিন্তু আপনাদেরকে এই তিল দূর করার ওষুধ বা মুখে ব্যবহার করার এই ওষুধগুলো সম্পর্কে কিছু কথা বলছি সেগুলো মনোযোগ দিয়ে পড়ুন ।
মনে রাখবেন ফার্মেসিতে যে ধরনের ওষুধ গুলো পাওয়া যায় এগুলোতে কোন ধরনের প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয় না । এগুলোতে সম্পূর্ণ মানুষের বানানো রাসায়নিক উপাদান এবং বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান মিশিয়ে ওষুধগুলো তৈরি করা হয় । এই ওষুধগুলো ব্যবহার করলে আমরা ত্বকের ইনস্ট্যান্ট কিছু পরিবর্তন লক্ষ্য করি কিন্তু যদি দীর্ঘদিন ওষুধ গুলো ব্যবহার করি তাহলে ভবিষ্যতে আমাদের ত্বকের অনেক ক্ষতি হয়ে যাবে ।
এছাড়া ত্বকে ব্যবহার করার প্রত্যেকটি ঔষধের সাইড ইফেক্ট রয়েছে এতে করে আপনাদের কাঙ্ক্ষিত সমস্যা হলে ঠিক হয়ে গেলও ত্বকের অন্য সমস্যা দেখা দিবে। ঠিক এই কারণগুলোর জন্যই আমি প্রত্যেকটি পোস্টে দর্শকদেরকে ঘরোয়া উপায় অবলম্বন করে তাদের সমস্যার সমাধান দেই। আমি চাইলে বিভিন্ন ধরনের ওষুধের নাম আপনাদেরকে সাজেস্ট করতে পারি কিন্তু এগুলো ব্যবহার করলে আপনাদের ত্বকে নিশ্চয়ই অন্য ধরনের সমস্যা দেখা দিবে । তাই অবশ্যই চেষ্টা করবেন কোন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ না নিয়ে ঔষধ ব্যবহার করা থেকে বিরত থাকতে । অর্থাৎ কোন অভিজ্ঞ ডাক্তারের থেকে পরামর্শ না নিয়ে কোন ঔষধ ব্যবহার করবেন না।
পরিশেষে: মুখের তিল দূর করার ক্রিম
বন্ধুরা আজকে আমরা মুখের তিল দূর করার উপায় এ ছাড়া লাল তিল দূর করার ক্রিম এবং মুখের তিল দূর করার ক্রিম বানানো আপনাদেরকে শিখিয়ে দিয়েছি । এই পদ্ধতিগুলো ব্যবহার করলে নিশ্চয় আপনারা আপনাদের মুখের তিল এবং মুখের অন্যান্য দাগ গুলো সরিয়ে ফেলতে পারবেন। আশা করি আজকের পোস্ট এ আলোচনা করা প্রত্যেকটি টপিক আপনারা বুঝতে পেরেছেন ।
যদি কোন টপিক আমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব । এছাড়াও এই লাল তিল দূর করার ক্রিম বানাতে যদি কোন ধরনের সমস্যায় পড়েন সেটাও আমাদেরকে জানাবেন । ধন্যবাদ সবাই ভালো থাকবেন।