১০০টির ও অধিক সমুদ্র নিয়ে ক্যাপশন দেখে নিন

আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি সমুদ্র নিয়ে ক্যাপশন গুলো খোঁজাখুঁজি করতেছেন ? আজকের এই ছোট পোস্টটি পড়লে আপনারা বেশ কিছু বাছাই করা এবং আকর্ষণীয় সমুদ্র নিয়ে ক্যাপশন গুলো পেয়ে যাবেন।
সমুদ্র অনেক সুন্দর এবং আশ্চর্যজনক একটি জিনিস। পৃথিবীর ৫ ভাগের তিন ভাগ হয়েছে পানি । আর বেশিরভাগ পানি রয়েছে সমুদ্রের মধ্যে। সমুদ্র এমন একটি ধাঁধা যেটা সম্পূর্ণরূপে কখনোই জানা সম্ভব হয়নি। এই সমুদ্রের মধ্যে লুকিয়ে আছে হাজারো রকমের জানা অজানা রহস্য।
সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা সমুদ্রকে এত সুন্দর ভাবে তৈরি করেছেন যেটা কল্পনার বাইরে। এই কারণে আমরা অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করার জন্য সমুদ্র নিয়ে ক্যাপশন গুলো খুজে থাকি। তো আজকের পোস্ট শেষ পর্যন্ত পড়লে আপনারা সমুদ্র নিয়ে ক্যাপশন গুলো পেয়ে যাবেন।
সমুদ্র নিয়ে ক্যাপশন
সমুদ্র নিয়ে সবারই অনেক ধরনের আগ্রহ থাকে। এর মধ্যে একটি হচ্ছে এই সমুদ্র নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে । যায় কারণে অনেক সময় গুগলের মাধ্যমে সমুদ্র নিয়ে ক্যাপশন গুলো খুলে থাকি।
তো বন্ধুরা আপনারা যারা ফটো তে ক্যাপশন যুক্ত করার জন্য এই ক্যাপশন গুলো খুঁজে থাকেন তারা চাইলে নিচে দেওয়া এই সমুদ্র নিয়ে ক্যাপশন গুলো আপনারা ফটোতে ব্যবহার করে সেটা প্রকাশ করতে পারেন।
#1. বালুর টানে সমুদ্র ঢেউ ছেড়ে দিলেও, মানুষের টানে মানুষ খুব কমই ছাড়ে।
#2. সমুদ্রকে ভালবাসো, সমুদ্র তোমাকে ভালবাসবে Love the sea, The sea will love you.
#3. সমুদ্রের নোনা জলে অসংখ্য ঢেউ দোলে..!! চলো দুজনে হারাই…
#4. ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী, বাজল ভেরী।কখন্ আমার খুলবে দুয়ার– নাইকো দেরি, নাইকো দেরি॥
#5. বুঝেও বুঝেনি সমুদ্র আমাকে তীরে রেখে অনেক দূর গেল হারিয়ে! যেখান থেকে সমুদ্র দেখা যায়না, উত্তাল ঢেউ আর যায় না আমায় মাতিয়ে।
#6. সমুদ্র আমাকে মুগ্ধ করিয়াছে! যাহা আমি স্থির হয়ে দেখিয়াছি।
#7. আলো যেখানে আপনাকে স্পর্শ করতে পারে না; তরঙ্গগুলি আপনাকে বহন করে নিয়ে চলুক।
#8. সমুদ্র তোমায় ভালোবাসি; তোমার ভালোবাসা নি:স্বার্থ! তাই যতোবার আসি, ততোই ভালোলাগে তোমায়।
#9. তোমাকে নিয়ে একদিন সূর্যাস্ত দেখতে যাবো! দেখতে যাবো সমুদ্রের বিশালতা! হাতে হাত রেখে দেখবো সূর্য আর সমুদ্রের ডুবে যাওয়া প্রেম!
#10. সমুদ্রের ঘ্রাণ নিয়ে আকাশের বিশালতা কে অনুভব করা। জীবনের হয়তো সর্বশ্রেষ্ঠ সেই পাওয়া।
#11. যেখানে আকাশ করেছে সমুদ্র কে স্পর্শ,, আমি অপেক্ষা করব তোমার জন্য সেই স্থানে,, যেখানে পৃথিবীর শুরু হয়।
#12. পড়ন্ত বিকালে সমুদ্র পাড়ে কি যে লাগছে না দেখতে তোমাকে.এ কি অপরূপ বিকাল উপহার দিলে আমাকে!
#13. জীবন সমুদ্রের মতো, যা সর্বদা ওঠা নামা করে।
#14. সমুদ্রের ওপারে সন্ধান করলে আপনি স্বয়ং পরমাত্মার প্রতিচ্ছবি দেখতে পাবেন।
#15. একবার নিজেকে দাও না সমুদ্রের কাছে! তারপর দেখো সে তোমাকে নিয়ে কী করে।
#16. শত্রু এবং সমুদ্র যদি শান্ত ও ধীর থাকে ,তাহলে সবাই অনায়াসেই অস্ত্র ধরে রাখতে পারে।
#17. সমুদ্র অন্তহীন ;আর অন্তহীন পথ চলাই জীবন।
#18. এক ফোঁটা জল বিন্দুতে মহাসাগরের সব রহস্য যেন লুকিয়ে আছে।
#19. এই সাগরের কত রূপ দেখেছিকখনও শান্ত রূপে কখনও অশান্ত সেআমি শুধু চেয়ে চেয়ে থেকেছি।মনে হয় এতো নয় বালুচরআশা তাই বাঁধে ঘর;দাঁড়ায়ে একলা শুধু ঢেউ আর ঢেউ গুনিএ গোনার নেই যে বিরামআজ সব কিছু দিয়ে আমি জানি নাতো কি যে নিলাম ।।
#20. সমুদ্রের বিশালতা ও গভীরতা আমাদের মনে শক্তি জোগায়, অনুপ্রেরণা দেয় নতুন কিছু করার, শিক্ষা দেয় থেমে থাকতে নেই ,চলার নামই জীবন ।
#21. সমুদ্র যেন ডাকছে… ইচ্ছে হয় সমুদ্র দেখতে! ঢেউ এর মিতালী তে চোখ জুড়াতে।
#22. আমার ভাবনাগুলোর খোঁজ পাবে না কখনো কেউ , সে কখনো নদী ;কখনো আবার সাগরের ঢেউ॥
#23. আলো আর নির্জনতায় সমুদ্রের সাথে একলা হওয়ার রোমাঞ্চই আলাদা।
#24. এক আকাশ শূন্যতা নিয়ে বলেছিলাম থেকে যাও! উত্তাল সমুদ্র উপহার দিয়ে বলেছিল রেখে দাও।
#25. ঘরের ভিতর বসে বসে নিরর্থক অপেক্ষা না করে বাইরে বেরিয়ে আসুন,দুচোখ ভরে এ বিশ্বকে দেখুন, জানুন, জীবনটাকে উপভোগ করুন।উজ্জ্বল সূর্যরশ্মি স্পর্শ করুক আপনার শরীর ও মন,সাগরের বিশালতার মাঝে নিমজ্জিত হন।
#26. সমুদ্রের গর্জন যেন মানব আত্মার সাথে কথোপকথন করে ।
#27. নিজেকে সমুদ্রে মুক্তভাবে ছেড়ে দিয়ে দেখে নাও তুমি কেমন।— রিক রিডোরান
#28. সমুদ্র আর পাহাড়ের মধ্যে সমুদ্র আমাকে বেশী টানে! অনেক ভালো লাগে তার ঢেউ এর শব্দ, পানির ছন্দ এবং পানিতে শরীর ভিজাতে।
#29. ভ্রমণ মানুষকে বিনয়ী করে তোলে, সে জানতে পারে দুনিয়ার তুলনায় সে কত ক্ষুদ্র।
#30. সমুদ্রের অনির্বচনীয় সৌন্দর্যকে উপেক্ষা করার ক্ষমতা কার ই বা আছে?
#31. মাছ ধরতে হলে যেমন সমুদ্রে নামতেই হবে, সফলতা আনতে হলে তেমনি জীবনযুদ্ধে যেতেই হবে।
#32. আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়েআমার ভয়ভাঙা এই নায়ে ॥মাভৈঃ বাণীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়েতোমার ওই পারেতেই যাবে তরী ছায়াবটের ছায়ে ॥
#33. আমাদের জীবনের সুখ-শান্তিগুলো হলো সমুদ্রের ঢেউয়ের মতো যা সবসময় আসেনা। – নিকোলাস জোহান
#34. সাগর.. ডাকে আয় আয় আয়,আমার গানে, জীবন আনে,চলার ইশারায় .চঞ্চল হৃদয় এর স্বপ্ন স্রোতেচিহ্ন রেখে যাই প্রেম সৈকতেডেকে ডেকে উদ্দাম এই সঙ্গীতেআকাশের শূন্যতা চাই ভরে দিতে,আমার ধ্বনি প্রতিধ্বনি বাতাস,ছড়িয়ে যায় ..
#35. মানুষের ভালোবাসা সমুদ্রের মতো অন্তহীন হওয়া উচিত যা কখনো ফুরোবে না। সাগরের একটি ভগ্ন তরঙ্গ যেমন পুরো সমুদ্রকে ব্যাখ্যা করতে পারে না তেমনি মানবজীবনের একটি অসাফল্যের ঘটনা তার পুরো জীবনকে ব্যাখ্যায়িত করতে পারে না । মানসিক অবসাদ থেকে নিষ্কৃতি পাওয়ার সবথেকে ভালো উপায় হলো সমুদ্রের পাশে বসে কাল যাপন করা।
#36. চলো সমুদ্র হই! সমুদ্র তোমার আর ঢেউ আমার।
#37. দেখো, তোমার আমার কত মিল আকাশের রঙে তুমি নীল,আমিও আমার দুটি নীল চোখে তোমার নীল রং মেখে নিতে চাই ।
#38. আমাকে একটা সমুদ্র দাও, আমি তোমাদের বিশাল একটা হৃদয় দেবো!
#39. সমুদ্র আমাকে দিয়েছে অনেক! আমিও দিয়েছি ফোঁটা দুয়েক! লোনা জল মিশে গেছে, রেখে গেছে স্মৃতি কয়েক।
#40. সমুদ্র তোমার উপর জমেছে আমার এক সমুদ্র অভিমান।
#41. সমুদ্র তোমাকে ভালোবাসি বলেই তো প্রতিনিয়ত তোমার কাছে ছুটে যাই! শুধু তোমার ভালোবাসায় আমি সিক্ত হতে চাই।
#42. সমুদ্রের কাছে আমি শিখেছি যে, একজন ব্যক্তির কতটুকু প্রয়োজন, কতটা প্রয়োজন তা নয়।
#43. পৃথকভাবে আমরা প্রত্যেকেই এক বিন্দু জলকণার মতো । সামগ্রিকভাবে আমরা একটি মহাসাগর সৃষ্টি করতে পারি।
#44. সমুদ্রের গর্জন শুনবো, আর হেঁটে হেঁটে পাড়ি দিবো বহু অজানা পথ!
#45. সমুদ্র আমাকে বরাবরি কাছে টানে! তাইতো আমি বারবার ছুটে যাই তার পানে।
#46. একসাথে আমরা ঐক্যবদ্ধভাবে থাকলে , সমুদ্রের মতো গভীর এবং আকাশের চেয়েও উচ্চতর যে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি।
#47. আমার ভাবনাগুলোর খোঁজ পাবে না কখনো কেউ , সে কখনো নদী, কখনো আবার সমুদ্রের ঢেউ॥
#48. সমুদ্র আমায় দিয়েছে মানুষের প্রয়োজনের শিক্ষা ।একজন ব্যক্তির কতটুকু প্রয়োজন সেটাই মুখ্য বিষয় ;কতটা প্রয়োজন সেটা নয়।
#49. যেখানে আকাশ করেছে সাগর কে স্পর্শ; আমি অপেক্ষা করব তোমার জন্য সেই স্থানে ;যেখানে পৃথিবীর শুরু হয় ।
#50. সমুদ্র থেকে তোমাকে কুড়াতে গিয়ে, নিজেই অতল সমুদ্রে তলিয়ে গিয়েছি।
#51. আর কেউ তোমার ভাষাতে সমুদ্রের ভালো বাসাতে ফিরিয়ে নিয়ে গেল তোমায় আহত ঝিনুক সৈকতে!
#52. যার যেখানে স্থান সে সেখানেই উপযুক্ত ;ভূমিতে যেমন মানুষের রাজত্ব, সাগরেও তেমনি মৎস্যকুলের। মানুষের মন ও তার চিন্তা ভাবনা হতে হবে সমুদ্রের মতো অসীম ও উদার ।
#53. ঐ ডাকছে বুঝি ডাকছে। নীল সমুদ্র ডাকছে।চলো চলো চলো বেরিয়ে পড়ি!
#54. শুধুমাত্র সমুদ্রের দিকে তাকিয়ে থেকে কখনোই এটি পার করা সম্ভব নয়। – রবীন্দ্রনাথ ঠাকুর
#55. স্বাধীনতা, মুক্ত বাতাস এবং দু: সাহসিক হওয়ার অদম্য প্রেরণা…. এগুলো আমি সমুদ্রের মাঝেই পেয়েছি; সাগরের থেকেই শিখেছি।
#56. সমুদ্র আমাকে বার বার ডেকে নেয়! সমুদ্র আমার বন্ধু হতে চায়।
#57. আপনি জলের যে প্রতিটি বিন্দু গ্রহণ করেন; প্রতি মুহূর্তে যে প্রশ্বাস নেন প্রাণভরে, তা সমুদ্রের সাথেই জড়িত। আপনি পৃথিবীর কোথায় অবস্থান করছেন তা বিচার্য বস্তু নয়।
#58. নদী যদি বলে সাগরের কাছে যাবো না, তাকি হয়?মেঘ যদি বলে আকাশের বুকে ভাসবো না, তাকি হয়?
#59. সমুদ্র সংযত হতে পছন্দ করে না।
#60. সমুদ্র আমাকে খুব করে ভালোবাসে!! আমি সেটা খুব করেই বুঝি।
#61. সমুদ্র আমাকে প্রচন্ড ভাবে টানে! সুযোগ পেলেই চলে যেতে ইচ্ছে করে গভীর সমুদ্রে।
#62. মাছ ধরার উদ্দেশ্যে যেমন সমুদ্রে নামতেই হয় , তেমনি সফলতা পেতে গেলে জীবনযুদ্ধে অবতীর্ণ হতেই হবে। চেহারা নাকি চাঁদের কণা চুল নাকি বিদিশার নিশা? সাগরের মতো গভীর নয়ন তোমার ডুবে যাই মনে হও বারেবার।
#63. মানবতা সমুদ্রের মতো; সমুদ্রের কয়েক ফোঁটা যদি নোংরা হয়ে যায় তবে সমগ্র মহাসাগর টি ময়লা হয়ে যায় না। আপনার চিন্তা, অনুভূতি এবং সংবেদনগুলি হ’ল সমুদ্রের ঢেউয়ের মতো যা অনবরত আসা যাওয়া করে। সাগরের মধ্যে যেমন আছে বিশাল সুকঠিন তরঙ্গ তেমনি নরম কোমল তরঙ্গরাশি ও সেখানে নিয়মিত আসা যাওয়া করে ; এর সবকিছুই জল এবং সমুদ্রের অংশবিশেষ।
#64. তোমার সাগর দুটি চোখে আমি হারিয়ে ফেলেছি আমার যাত্রাপথ।যত ভাবনা আমার ,যত স্বপ্ন আমার সব দিয়েছি তোমায় ।তুমি নেবে কি আমায় ডেকে নেবে কি আমায়?
#65. আমাকে যদি খুব বেশি মনে পড়ে তবে চলে এসো সমুদ্র-সৈকতে। সুবিশাল ঢেউয়ের মাঝে দেখতে পাবে আমাকে।
#66. যে ব্যক্তি কোনো দিনও সাগরের রূপ দর্শন করেনি সে জীবনে একটি উল্লেখযোগ্য সৌন্দর্যের সম্মুখীন হওয়া থেকে বঞ্চিত।
#67. সমুদ্র আমাকে পাগল এর মতো ডাকছে! কেউ আমাকে এখন নিয়া যাও।
#68. হে সমুদ্র, কেউ আমাকে তোমার থেকে এক বালতি জল নিতে বলেছিল..!! আমি তোমাকেই আপন করে নিয়েছি।
#69. উন্মুক্তভাবে নিজেকে সমুদ্রের বুকে ছেড়ে দিয়ে দেখে নাও তুমি কেমন।
#70. সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত কখন তো হই নাই ক্লান্ত,তথাপি মনের মোর প্রশান্ত পসাগরে উর্মিমালা অশান্ত—–মোর মনের প্রশান্ত সাগরের বক্ষে জোয়ারের নাই আজ অন্তঃঅজস্র লহরী নব নব গতিতে এনে দেয় আশা অফুরন্ত।
#71. যে সমুদ্র আমাকে এক বুকভরা ভালোবাসতে শেখায়, সেই সমুদ্রের রেশ নিয়ে আমি বহুদিন বাঁচতে চাই।
#72. হে সাগর যখনই তোমায় দেখি তোমার অন্ত নাহি পাই দু চোখে জল নিয়ে ভাবি আমিও সাগর হয়ে যাই।
#73. সমুদ্র ডাকলে জানি… আমি হবো আবার অসাবধানি।
#74. তুমি সমুদ্র আর আমি পাড়! কিছু হলেই আমি ভেঙে পড়ি তোমার মাঝে! আর তুমি গিলে খাও আমার ভাঙ্গা অংশ টুকু।
#75. সমুদ্রের ঘ্রাণ নিয়ে আকাশের বিশালতাকে অনুভব করা ,জীবনের হয়তো সর্বশ্রেষ্ঠ সেই পাওয়া।
#76. জীবনে স্বপ্নের সীমা নেই, এগুলো ঠিক সমুদ্রের মতো। – লিনিয়াস কিম
#77. আমাকে আজলা করে নিয়ে চল সমুদ্র সকাশে! সমুদ্র দেখিনি আমি, জানি নাকো প্রেম কারে বলে।
#78. মানুষের জীবনের সুখ, শান্তি এবং আনন্দঘন মুহুর্তগুলো ঠিক একটি সাগরের ঢেউয়ের মতো ; যা সবসময় ফিরে আসে না।
#79. সমুদ্রের ভেতর যেরকম একটি নদী হারিয়ে যায়; তেমনি স্বার্থের সমুদ্রে নিজের সদগুণ কে হারিয়ে যেতে দেবেন না ।
#80. আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান।দাঁড় ধ’রে আজ বোস্ রে সবাই, টান রে সবাই টান॥বোঝা যত বোঝাই করি করব রে পার দুখের তরী,ঢেউয়ের ‘পরে ধরব পাড়ি– যায় যদি যাক প্রাণ॥
#81. আমি তো সমুদ্রের মাঝে কোন জলবিন্দু নই! আমি এক ফোঁটা জলবিন্দুর মাঝে সম্পূর্ণ এক সমুদ্র।
#82. আমাকে যখন পরবে মনে, তখন তুমি সমুদ্র সৈকতে এসো! আমি উত্তাল তরঙ্গের ঢেও হয়ে তোমাকে স্পর্শ করবো।
#83. সমুদ্র জানে যে নৌকো তার কেউ না, তবুও সে ফিরবে। কিন্তু যে ঢেউ তার সব, সে কোনদিন ফিরবে না।
#84. সমুদ্রের বিশালতা কখনো মাপা যায় না! অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে দেখি দূর আর কতোদূর।
#85. মানুষের ভালোবাসা হওয়া উচিত সমুদ্রের মতো যার কখনো শেষ হবেনা। – আন্দ্রে নিলন
#86. সমুদ্রের সৌন্দর্য এবং রহস্যময়তা আমাদের জীবনকে বিস্ময়ে ভরিয়ে দেয়, যা আমাদের কল্পনার অনেক বাইরে।
#87. একদিন সন্ধ্যায তাবু টানাবো সমুদ্র সৈকতে! হারিয়ে যাওয়া প্রাচীন শহরের ধংসাস্তুপের উপর।
#88. ডিপ্রেশনে ভালো থাকার সবচেয়ে ভালো উপায় হলো সমুদ্রের পাশে বসে সময় কাটানো।- অ্যানাইস নাইল
#89. সমুদ্রের নীল জলরাশি আর সারি সারি পাথরের মেলা! প্রাণ খুলে নিশ্বাস আর মুক্ত মনে হাসির খেলা।
#90. আমি স্বাধীনতা এবং মুক্ত বাতাস খুঁজেছিলাম, আর এই গুলো আমাকে সমুদ্র দিয়েছে।
#91. জীবন সমুদ্রের মুক্তোগুলি সন্ধান করতে হলে আপনাকে উপকূলের অনেক দূরে যেতে হবে।
#92. নীল সমুদ্র ডাকছে আমায়! তাই যাচ্ছি আমি দূর অজানায়।
#93. স্বপ্নেরা মেলে ডান নীল সমুদ্দুরে,, চোখ মেললেই দেখি গাঙচিল উড়ে।,, প্রবাল পাথর ভেদে- কোমল প্রভা,, গোধূলী হতেই ছড়ায় লালাভ আভা।
#94. সাগর তার রূপের মহিমা দিয়ে মানুষকে যেমন সুন্দর জীবনের হাতছানি দেয়, তেমনি মানুষের মনে-প্রাণে জাগ্রত করে তােলে বিচিত্র আবেগ এবং অনুভূতি।
#95. সমুদ্র আমাকে যতোটা কাছে ডাকে, ততোটা কাছে হয়তো আর কেউ ডাকে না।
#96. বিদায় বেলায় আমাকে দেয়, উত্তাল সমুদ্র রাতে বাঁচার অভিশাপ!
#97. সমুদ্র সীমাহীন…. মানুষের জীবনও ঠিক একটি সমুদ্রের মতো যার স্বপ্ন ও চাহিদার কোনো অন্ত নেই।
#98. তোমায় ছুয়ে ছুয়ে দেখতে চাই, ভালোবাসি তোমায়। প্রিয় সমুদ্র…
#99. সমুদ্র আমাকে শিখিয়েছে সব ভুলতে। শিখিয়েছে হাজারো ব্যথার গর্জন নিয়ে বাঁচতে।
#100. সমুদ্র আমাকে টানে তার বিশালতায়! আমি হয়তো সমুদ্র হতে চেয়েছিলাম… অথবা সমুদ্র ছিলাম কোন এক জনমে।
#101. সমুদ্রের অপূর্ব সৌন্দর্যকে উপেক্ষা করার ক্ষমতা কারো নেই।- নিকোস
#102. প্রত্যেক মানুষের সমুদ্রের ঢেউ থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত ;পুরাতন বা অতীতকে ভুলে গিয়ে নতুন কে আলিংগন করে নেওয়া ই যে জীবন।
#103. পরের জন্মে সমুদ্র হবো, কিনারা শেষে মিলবে আকাশ! প্রেম হবে মেঘের সাথে।
#104. সমুদ্র আমায় ডাকছে আর গর্জন করে সাদা ফেনা তুলে ডাঙায় আছারি বিছারি খাচ্ছে।
#105. সমুদ্র যেমন কখনোই তার নিজের জল পান করে না; গাছ যেমন কখনোই তার নিজের ফল খায় না ঠিক সেইভাবেই জীবনে অন্যদের জন্যেও বাঁচতে শেখা উচিত প্রত্যেক মানুষের। সমুদ্রের ঢেউ যেমন যাওয়া আসা করে , তেমনি কখনও কখনও পরিবর্তনের ঢেউয়ের মধ্যে আমরা আমাদের আসল দিশা কে খুঁজে পাই।
#106. সমুদ্রের ঢেউগুলো কেমন তাইনা? মনে হয় যেনো বাচ্চাদের মত খেলা করছে, একবার আসছে ত আবার চলে যাচ্ছে। দেখতে বেশ ভালোই লাগে এই দৃশ্য।
#107. সমুদ্র আমাকে বার বার টানে! নিয়ে চলে কোন সে দূর শিকড়ের কাছে! আজও তার রসহ্য খুঁজে পাইনা।
#108. ও সমুদ্র! কাছে আসো, আমাকে ভালোবাসো।আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে।
#109. ভূমিতে যেমন মানুষের রাজত্য সমুদ্রে তেমনি মাছেদের।
#110. কত রত্ন আছে তোমার বুকে কত মুক্ত ঝরে দেখো আমার চোখের ঝিনুকে এই বুকে জানে না তো কেউ, ওঠে পরে তোমারই সে ঢেউ।তোমার মতন যেন আমার বেদনা উথালি পাথালি করে আমার এ বুকে।
পরিশেষে: সমুদ্র নিয়ে ক্যাপশন
সমুদ্র নিয়ে যেহেতু আমাদের কৌতূহলের শেষ নেই সেই কারণে আমরা এটা নিয়ে অনেক বেশি গবেষনা করতে পছন্দ করি। তো যারা সমুদ্র নিয়ে ক্যাপশন গুলো খোঁজাখুঁজি করতেছিলেন আশা করি তারা এগুলো পেয়ে গেছেন।
আমাদের শেয়ার করা আজকের এই সমুদ্র নিয়ে ক্যাপশন গুলোর মধ্যে কোনটা আপনার বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কোন প্রশ্ন থাকে সেটা চাইলে ফেসবুক পেইজের মাধ্যমে আমাদেরকে অবগত করতে পারেন।
আর হ্যাঁ বন্ধুরা এই ধরনের পোস্টগুলো যদি আপনারা পড়তে পছন্দ করেন তাহলে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং চাইলে এই পোস্টগুলো আপনার পরিচিত বন্ধু এবং বান্ধবীদের সাথে শেয়ার করতে পারেন।