সাদা ফুল নিয়ে ক্যাপশন

ফুল আমাদের সবারই অনেক বেশি প্রিয় একটি জিনিস। এই কারণে আমরা অনেক সময় সাদা ফুল নিয়ে ক্যাপশন গুলো খোঁজাখুঁজি করে থাকে। তো আজকের এই পোস্ট শেষ পর্যন্ত পড়লে আপনারা সাদা ফুল নিয়ে ক্যাপশন গুলো পেয়ে যাবেন।

মনে রাখবেন এই ফুল খুব ভালো একটি জিনিস যেটা মানুষের মনকে অনেক খুশি রাখতে সাহায্য করে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সময় আমাদেরকে সাদা ফুল নিয়ে ক্যাপশন দেওয়ার প্রয়োজন পড়ে। তাই আজকের পোস্টে আমরা ক্যাপশনগুলো আপনাদেরকে দিয়ে দেব।

সাদা ফুল নিয়ে ক্যাপশন

বন্ধুরা আপনারা হয়তো অনলাইনের মাধ্যমে সাদা ফুল নিয়ে ক্যাপশন গুলো অনেক খুঁজেছেন কিন্তু পান নাই। তো এখন যদি নিচের লেখাগুলো পড়েন তাহলে খুব সহজে ক্যাপশন গুলো পেয়ে যাবেন।

মনে রাখবেন আমরা সব সময় এই ক্যাপশনগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করি তারপর সেগুলো থেকে বাছাই করি এবং সর্বশেষে পোষ্টের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করা হয়।

. বুনো ঝোপের এর মাঝে ফুটে ছিল
একটি সাদা ফুল, বৃহৎ আর নাম না জানা।
সব নক্ষত্রের মাঝে ধ্রুবতারা যেমন উজ্জ্বল
ঠিক তেমনই ছিল সাদা ফুলটি।

২. ঝোপের মাঝে ফুটে ছিল একটি সাদা ফুল,
কোন সে অভাগা পরিষ্কার করতে গিয়ে
সাদা ফুল সহ লতাটা আজ ধুলায় লুটানো..

৩. তুমি কি চিরকাল ঠিক এমনই রবে?
যেমন আমার সামনে দাঁড়িয়ে আছো
একগুচ্ছ সাদা ফুল নিয়ে।
ফুলের ঘ্রাণ ভেসে আসছে,
আমি অপলক তাকিয়ে আছি তোমার দিকেসাদা ফুল নিয়ে ক্যাপশন ও কবিতা
৪. তোমার হাতে একগুচ্ছ স্নিগ্ধ সাদা ফুল
মৌ মৌ গন্ধে আমি হয়েছি আকুল!
শুধু বলে দাও ফুল গুলো আমার জন্য!
আমি হয়ে যাবো চির ধন্য!

৫. টবের কিনারে ফুটেছে উপেক্ষার সাদা ফুল
তুমি যাদের এড়িয়ে যাও অবহেলায়
কিন্তু আহাম্মক প্রজাপতি ঠিকই উড়ে আসে
উড়ে আসে বারবার ফুলের কাছে।

৬. তোমার মায়াবী কাননে গোলাপ ফুটেছে শত
তোমার কোমল হাতের স্নিগ্ধ পরশে
গড়েছ যতনে!
ফুটেছে লাল, সাদা ফুল, তোমার সাধনার বাগানে
দেখে নয়ন জুড়ায় পথচারীর!

৭. কল্প তরু, গল্প শুরু, সবুজ গাঁয়ের পথটি বাঁকা।
কোন সে দূরে, সবটি ছেড়ে, গেছে চলে যায় না দেখা।
বৃক্ষ সারি, দেখতে ভারী, দুই পাশে গভীর ছায়া
সাদা ফুল, শান্ত জল, সোনালী দেশের শ্যামল মায়া।

৮. সাদা ফুলের রাজত্ব এই বাংলাদেশে। শাপলা, রজনীগন্ধা,
গন্ধরাজ, শিউলি, জুঁই, বেলি, চামেলী, কামিনী, হাসনাহেনা,
দোলনচাঁপা, কেয়া, কাশফুল, নয়ন তারা, চন্দ্রমল্লিকা আরো কত কি!!!
কাকে রেখে কার রূপের গুণগান গাইবো!!!

৯. তোমার বাগান ভরে আছে অজস্র সাদা ফুলে
জুঁই, চামেলী, হাসনাহেনা, দোলনচাঁপা, চন্দ্রমল্লিকা,
বাদ পড়েনি কেউ!
এই শুভ্র সাদা বাগান তোমার নিষ্পাপ মনের ছবি,
সেই মনে একটু জায়গা করে দেবে আমাকে?!

পরিশেষে: সাদা ফুল নিয়ে ক্যাপশন

আজকের পোষ্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সাদা ফুল নিয়ে ক্যাপশন গুলো সুন্দর ভাবে পাঠকদের কে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এই ক্যাপশন গুলোর মধ্যে কোনটি আপনার বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন।

আর হ্যাঁ বন্ধুরা চাইলে আমাদের ফেসবুক পেইজে নক দিয়ে যেকোনো ধরনের প্রশ্ন করতে পারেন কিংবা আর কোন ধরনের পোস্ট চাইলে সেটাও বলতে পারেন।

ভালো লাগতে পারে

Back to top button