১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা – ১৫ আগস্ট সম্পর্কে কবিতা

কবিতা পড়তে কিংবা আবৃতি করতে আমরা অনেকে পছন্দ করি যার কারণে আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা এবং ১৫ আগস্ট সম্পর্কে কবিতা আলোচনা করা হবে।

১৫ আগস্ট আমাদের জন্য অনেক ভয়ঙ্কর একটি দিবস হিসেবে পরিচিত। কারণ ১৯৭৫ সালে এই দিনে লজ্জাজনক একটি ঘটনা ঘটেছিল।

[su_box title=”১৫ আগস্ট সম্পর্কিত আরও কিছু পোষ্ট” style=”noise” box_color=”#1554dc” radius=”8″]

[/su_box]

দিনটিতে আমাদের প্রিয় মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার কাছের অনেক মানুষজনকে নিহত করা হয়েছিল।
তো এই কারণে আমরা দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে থাকি এবং এই দিনে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে

কবিতা এবং ১৫ আগস্ট সম্পর্কে কবিতা গুলো আবৃত্তি করে থাকি।
তো চলুন বন্ধুরা তাহলে এখন আমরা এই ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা গুলো দেখা শুরু করি।

১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা

যেহেতু ইন্টারনেটে বেশি মানুষ ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা জানার জন্য খোঁজাখুঁজি করে থাকি তাই পোস্টের প্রথম পয়েন্টেই আমরা আপনাদেরকে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা গুলো দিয়ে দিচ্ছি।

আমরা এখানে যে সমস্ত ১৫ আগস্ট নিয়ে কবিতা দিয়েছি এগুলো সবগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে তাই এগুলোর কপিরাইট আমাদের নয়।

বঙ্গবন্ধু তুমি আজ আমাদের নেই,
তবুও তোমার স্মৃতি আমাদের হৃদয়ে জ্বলছে।
তুমি আমাদের স্বাধীনতা এনে দিয়েছ,
তুমি আমাদের স্বপ্ন দেখেছ।

আমি কিংবদন্তির কথা বলছি
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
তিনি স্বপ্নের মত সত্য ভাষণের কথা বলতেন
সুপ্রাচীন সংগীতের আশ্চর্য ব্যাপ্তির কথা বলতেন
তিনি কবি এবং কবিতার কথা বলতেন।

তুমি আমাদের জন্য অনেক কিছু করেছ,
তুমি আমাদের শিক্ষা দিয়েছ,
তুমি আমাদের সংহতি দিয়েছ,
তুমি আমাদের শক্তি দিয়েছ।

কবিতার নাম: কালো’ রাত
কালো রাত
ভীষণ কা’লো রাত
একটি দেশের ইতিহাসে
এক আধার ঘন কা’লো রাত ।

থমকে গিয়েছিলো
একটি দেশ ।
অভিভাবক হীন করেছে ,
করেছে নিঃশেষ ।

সে রাতের পর
কবির কলমের কালি ফুরিয়েছিলো ।
কবিতার লাইন গুলো
হয়ে আছে অসমাপ্ত ।

একটি জাতিকে
করা হয়েছে পিতৃহীন ।

সে রাতের পর ,
মানুষ মানুষ চিনতে পারে নাহ ।
জাতির স্বপ্ন
ভেঙ্গে যায় সে রাতে ।
জাতি হারিয়েছে তার চোখ ।
যে চোখে ছিলো
একটি সোনার বাংলা স্বপ্ন ।

সে রাতে
১৮টি গু’লি একটি দেহে বিদ্ধ হয়নি ।
বিদ্ধ হয়েছে
একটি জাতির বুকে ।

সে রাতের পর
ঘুমিয়ে গেছে একটি জাতি ।
কেউ আর জাগিয়ে তুলে নি
তারপর ।

সে জাতি পেলো না
তার স্বপ্ন দ্রষ্টাকে
স্বপ্নের সোনার বাংলা দেখাতে ।
সে জাতি হারালো
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালীকে ।
হারালো তার জন্মদাতাকে ।

সে হারানোর রাত
১৫ আগষ্টের রাত ।
দেশ গড়ার কারিগর
গায়ে র’ক্ত মেখে
নিলো চির বিদায় ।

হারিয়ে যাবে না সে কভূ
হৃদজয়ী সে কারিগর ।
বেচে রবে ততদিন ,
যত দিন এই বাংলা আছে ,
যতদিন এই আকাশ বাতাস
বাংলার আছে ।
যতদিন বাঙ্গালী নামের একটি জাতি আসে ।
মুজিব একটি জাতিতে একবারেই আসে

তুমি আমাদের সবচেয়ে বড় নেতা,
তুমি আমাদের সবচেয়ে প্রিয় নেতা।
তুমি আমাদের জাতির পিতা,
তুমি আমাদের গর্ব।

আমরা তোমাকে কখনও ভুলব না,
আমরা তোমার আদর্শকে লালন করব,
আমরা তোমার স্বপ্নকে পূরণ করব।

তোমার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

মুজিব নামেই হৃদয় মাঝে ভেসে আসে সুর
সকল দেশের সেরা বলে লাগে সুমধুর।
অত্যাচারী হানাদারের করতে পরাজয়
মুজিব নামেই বুকের ভেতর রক্তধারা বয়।মুজিব নামেই বিশ্ব মাঝে বীরের পরিচয়
রক্ত দিয়ে আদায় করে বাংলাদেশের জয়।
শোধ হবে না কোনোদিনও তাঁর ত্যাগেরই দাম
মুজিব নামেই মিশে আছে বাংলাদেশের নাম। ( কাঞ্চন )

‘দিকে দিকে আজ অশ্রম্নুগঙ্গা
রক্তগঙ্গা বহমান
নাই নাই ভয় হবে হবে জয়
জয় মুজিবুর রহমান।’

১৫ আগস্ট জাতীয় শোক দিবস,
বঙ্গবন্ধুর হত্যার দিন।
সেদিন সপরিবারে তাকে হত্যা করা হয়,
আমাদের জাতির পিতাকে।

বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের স্বাধীনতার মহান নেতা,
তিনি আমাদের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন।
তিনি আমাদের স্বাধীনতা এনেছিলেন,
আমাদেরকে একটি স্বাধীন জাতি করেছিলেন।

বঙ্গবন্ধুকে আমরা শ্রদ্ধা করি,
আমরা তার প্রতি কৃতজ্ঞ।
আমরা তার আদর্শকে লালন করি,
আমরা তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করি।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস,
আমরা এই দিনটিতে বঙ্গবন্ধুকে স্মরণ করি,
আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই।
আমরা তার আদর্শকে লালন করি,
আমরা তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করি।

১৫ আগস্ট সম্পর্কে কবিতা – ১৫ আগস্ট নিয়ে কবিতা

বিভিন্ন সময়ে আমার বিভিন্ন অনুষ্ঠানে ১৫ আগস্ট সম্পর্কে কবিতা গুলো আবৃত্তি করতে চাই। কিন্তু যেহেতু আমাদের কাছে ভালো ১৫ আগস্ট সম্পর্কে কবিতা বা ১৫ আগস্ট নিয়ে কবিতা বলে থাকে আবৃতি করতে পারি না।

যাদের এই সমস্যাটি হয় তারা এখন ১৫ আগস্ট সম্পর্কে কবিতা এবং ১৫ আগস্ট নিয়ে কবিতা গুলো দেখে নিতে পারেন।

“সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি,
রেসকোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ
গতকাল আমাকে বলেছে,
আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস,
আজ আমরা স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
তিনি ছিলেন একজন মহান নেতা,
তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন।

মুক্তিযুদ্ধ- স্বাধীন বাংলা
বীর বাঙালির আত্মার সুর
বাংলাদেশের প্রাণে-প্রান্তরে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছিলেন,
তিনি আমাদের বিজয়ী করেছিলেন।
তিনি ছিলেন একজন সমাজসেবক,
তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন।

মুজিব বাংলার শ্রেষ্ট সন্তান
টুঙ্গিপাড়ায় জন্ম ।
যার জন্য এই বাংলার মাটি
হয়েছে আজ ধন্য ।নেতা নয়কো
মহান নেতা
এই বাংলার
জাতির পিতা ।বাঙ্গালীদের জাগায় সাহস ,
জাগায় মনে শক্তি ।
মুজিব তুমি জাতির পিতা
রইলো শ্রদ্ধা ভক্তি ।

তিনি ছিলেন একজন শিক্ষাবিদ,
তিনি আমাদের শিক্ষাব্যবস্থাকে উন্নতি করেছিলেন।
তিনি ছিলেন একজন গবেষক,
তিনি আমাদের বিজ্ঞান ও প্রযুক্তিকে সমৃদ্ধ করেছিলেন।

নীল আকাশের তারা হয়ে তুমি
সবার হৃদয়ে ফুটবে,
তোমার নামেই মানুষ ঘুমাবে
তোমার নামেই উঠবে।

তিনি ছিলেন একজন সাহিত্যিক,
তিনি আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন।
তিনি ছিলেন একজন শিল্পী,
তিনি আমাদের শিল্পকে সমৃদ্ধ করেছিলেন।

তিনি ছিলেন একজন সংস্কৃতিকর্মী,
তিনি আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছিলেন।
তিনি ছিলেন একজন রাজনীতিবিদ,
তিনি আমাদের রাজনীতিকে সমৃদ্ধ করেছিলেন।

কে জ্বেলেছে লক্ষ প্রাণে
স্বদেশ প্রেমের আগুন
কে এনেছে বাংলাদেশে
স্বাধীনতার ফাগুন!

তিনি ছিলেন একজন ধর্মপ্রচারক,
তিনি আমাদের ধর্মকে সমৃদ্ধ করেছিলেন।
তিনি ছিলেন একজন মানবতাবাদী,
তিনি আমাদের মানবতাকে সমৃদ্ধ করেছিলেন।

চোখের কালিতে মনের খাতায়
লিখে দিলাম একটি নাম
জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।

আকাশের নীলে সাগরের জলে
এঁকে দিলাম একটি নাম
জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।

শোকাবহ আগস্ট কবিতা

বন্ধুরা উপরে আপনাদেরকে ১৫ আগস্ট সম্পর্কে কবিতা এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা গুলো সুন্দর ভাবে দেওয়া হয়েছে।

কিন্তু অনেকেই আছে যারা এগুলো পড়ার পাশাপাশি শোকাবহ আগস্ট কবিতা গুলোও পড়তে চায়। তো তাদের জন্য নিচে এখন আমরা বেশ কিছু বাছাই করা সুন্দর এবং আকর্ষণীয় শোকাবহ আগস্ট কবিতা তুলে ধরলাম।

ফুল পাখিদের কলগানে
কাননে মধূপ গুঞ্জরণে
গেয়ে যায় একটি নাম
জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান। ( নিতাই পদ বণিক )

মুজিব স্মৃতি সজিব অতি
মনে রেখো ভাই,
মুছতে পারে এমন স্মৃতি
সাধ্য কারো নাই।
মুজিব বাংলার স্বাধীনতা
সব বাঙালির মিতা
মুজিব সবার আপনজন
মুজিব জাতির পিতা।
মুজিব বাংলার স্বপন গাঁথা
মুজিব বাংলার প্রাণ
মুজিব হল সোনার বাংলার
সোঁদা মাটির ঘ্রাণ।

তিনি ছিলেন একজন মহান নেতা,
তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন।
তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন,
তিনি আমাদের জীবনকে সমৃদ্ধ করেছিলেন।

আজ আমরা স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে,
আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই।
আমরা তার আদর্শকে লালন করি,
আমরা তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করি।

ছিলেন তিনি প্রাণবাজির এক গায়ক
চাইলে তাঁকে খুব নিকটেই পাবে
জীবন-নদীর বাঁকে
টুঙ্গিপাড়া কিংবা অজগাঁয়ে
শহরেও আছেন তিনি পালতোলা এক নায়ে
শোনো, উদাস মাঝি কী নামে আজ হাঁকে

হে মুজিব,
কে বলেছে তুমি মৃত
কে বলেছে তুমি নাই?
আমি ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে
তোমায় খুঁজে পাই।
তুমি দিয়েছ নতুন প্রাণ,
করেছ মোদের মুক্তি;
তোমার উঁচু ধ্বনিতে আজও
খুঁজে পাই শুভ শক্তি!
তুমি বিনে স্বাধীনতা?
এ তো কেবলই শুধু এক শব্দ!
তোমার কণ্ঠের আওয়াজেই তো আজ
শত্রু হয়েছে জব্দ!
তোমায় পেয়ে বাংলার মাটি বাংলার জল
বাংলা পেয়েছে প্রাণ! ( রাফসান )

১৫ আগস্ট জাতীয় শোক দিবস,
আজ আমরা স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

এখনও রক্তের রঙ ভোরের আকাশে।
পৃথিবীও বিশাল পাখায় গাঢ় রক্ত মেখে
কবে থেকে ভাসছে বাতাসে।
অপেক্ষায়- শব্দের- শব্দেই হবে সে মুখর- আরো একবার
জয় বাংলা ধ্বনি লয়ে যখন সূর্যের আলো তার
পাখায় পড়বে এসে
ইতিহাস থেকে আরো কিছুক্ষণ পরে।
মানুষ তো ভয় পায় বাক্হীন মৃত্যুকেই,
তাই ওঠে নড়ে
থেকে থেকে গাছের সবুজ ডাল পাতার ভেতরে।
পাতাগুলো হাওয়া পায়,
শব্দ করে ওঠে আর খাতার পাতাও
ধরে ওঠে অস্থিরতা- কখন সে পাবে স্বর—
জয় বাংলা ঝড়- তাকে দাও
জন্মনাভি! বোঁটা থেকে দ্যাখো আজও
অভিভূত রক্ত যায় ঝরে
বাঙালির কলমের নিবের ভেতরে।
স্তব্ধ নয় ইতিহাস! বাংলাও সুদূরগামী
তেরোশত নদীর ওপরে ওই আজও তো নৌকোয়
রক্তমাখা জনকের উত্থান বিস্ময়!

শেষ কথা

আজকের এই প্রশ্নের মাধ্যমে আমরা বেশ কিছু শোকাবহ আগস্ট কবিতা এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা সহ এই ১৫ আগস্ট সম্পর্কে কবিতা ও ১৫ আগস্ট নিয়ে কবিতা সুন্দর ভাবে উপস্থাপন করেছি।

তো আমাদের কবিতা গুলো যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাদেরকে সেগুলো জানাতে পারেন।
আর হ্যাঁ বন্ধুরা এই পোস্ট এ উল্লেখ করা ১৫ আগস্ট সম্পর্কে কবিতা গুলো যেহেতু সম্পূর্ণ আমাদের নয় এগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে তাই এগুলোর কপিরাইট ও আমাদের অধীনে নয়।

Tags: ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, ১৫ আগস্ট সম্পর্কে কবিতা ,শোকাবহ আগস্ট কবিতা, ১৫ আগস্ট নিয়ে কবিতা, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, ১৫ আগস্ট সম্পর্কে কবিতা ,শোকাবহ আগস্ট কবিতা, ১৫ আগস্ট নিয়ে কবিতা, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, ১৫ আগস্ট সম্পর্কে কবিতা ,শোকাবহ আগস্ট কবিতা, ১৫ আগস্ট নিয়ে কবিতা, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, ১৫ আগস্ট সম্পর্কে কবিতা ,শোকাবহ আগস্ট কবিতা, ১৫ আগস্ট নিয়ে কবিতা, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, ১৫ আগস্ট সম্পর্কে কবিতা ,শোকাবহ আগস্ট কবিতা, ১৫ আগস্ট নিয়ে কবিতা,

ভালো লাগতে পারে

Back to top button