[১০০% কমন উপযোগী]  এইচএসসি রসায়ন ২য় পত্র শর্ট সাজেশন ২০২৩ – HSC রসায়ন ২য় পত্র চূড়ান্ত সাজেশন – HSC Chemistry 2nd Paper Suggestion 2023

রসায়ন পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই কারনে আজকের পোষ্টে আমরা আপনাদের সাথে এইচএসসি রসায়ন ২য় পত্র শর্ট সাজেশন ২০২৩ – HSC রসায়ন ২য় পত্র চূড়ান্ত সাজেশন – HSC Chemistry 2nd Paper Suggestion 2023 শেয়ার করব। চলুন শুরু করা যাক।

[su_box title=”এগুলোও দেখতে পারেন” style=”soft” box_color=”#490d65″ radius=”8″]

[/su_box]

এইচএসসি রসায়ন ২য় পত্র শর্ট সাজেশন ২০২৩ – HSC রসায়ন ২য় পত্র চূড়ান্ত সাজেশন – HSC Chemistry 2nd Paper Suggestion 2023

নিচে এখন এই এইচএসসি রসায়ন ২য় পত্র শর্ট সাজেশন ২০২৩ – HSC রসায়ন ২য় পত্র চূড়ান্ত সাজেশন – HSC Chemistry 2nd Paper Suggestion 2023 টি আপনাদের জন্য তুলে ধরা হলোঃ

chemistry 2nd Paper Chapter-1: পরিবেশ রসায়ন (2 set CQ আসবে)

May be an image of text

1. উদ্দীপকে গ্যাস পাত্র আঁকা থাকবে
1) PV=nRT সূত্র দিয়ে ★★★
i.অনুর সংখ্যা বের করো।
ii.গ্যাসের আনবিক ভর বের করো ★★★

2.C = √3RT / M সূত্র দিয়ে RMS বেগ বের করো।
3. PV=P, V1+P2V2 সূত্র দিয়ে

i) স্টপ কর্ক খুলে দিলে পাত্রের মোট চাপ এবং পরিবর্তিত তাপমাত্রায় মোট চাপ কত হবে
ii) উদ্দীপকটি ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমার্থন করে কিনা৷
iii) স্টপ কর্ক খুলে দিলে মিশ্রনে গ্যাসের আংশিক চাপ কত হবে (P, V=PAV)

4. উদ্দীপকের গ্যাস পাত্রদ্বয়ের মধ্য কোনটির ব্যাপন হার বেশি গাণিতিক বিশ্লেষন করো।

*** পাইপের মধ্যে গ্যাসদ্বয় কোথায় মিলিত হবে/কোথায় সাদা ধোয়া দেখা যাবে । গাণিতিক ভাবে বিশ্লেষন করো

5. গতিশক্তি নির্ণয় করো Ex=3/2nRT ★★
6. PV=ZnRT সূত্র দিয়ে আদর্শ আচারণ হতে বিচ্যুতির পরিমান নির্ণয় করো।
7. অনুবন্ধী এসিড-ক্ষার (NH3, HCI) ★★

৪. বর্ণনামূলক প্রশ্ন:
1) বাস্তব গ্যাসের আদর্শ আচারণ হতে বিচ্যুতির কারন বিশ্লেষন করো/বাস্তব গ্যাসের ভ্যানডার ওয়ালস সমীকরণ প্রতিষ্ঠা করো ★★★,
2)কোন শর্তে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচারণ করবে বর্ণনা করো। ★★★

জৈব রসায়ন সাজেশন

May be an image of text

May be an image of text that says "JOYKOLY এইচএসসি ত ছড়ান্ত সাজেশন সকল বোর্ড কেন? Prepared Azad (BUTEX) 01747823874 -NO2 কেন মেটা নিদেশক কেন অথবা বেনজিন বলয় নিক্রিয়কারী ফ্রিডেলক্রাফট বিক্রিয়ার কৌশল লেখ বেনজিনের নাইট্রশান বিক্রয়ার কোশল লেখ। CH2=CH2, CH=CH, C6H6 ভিন্ন ব্যাখ্যা করো। আলকাইল হ্যালাইড(R-X) SN2 বিক্রিয়ার কৌশল লেখ(বৈশিষ্ট MCQ কৌশল লেখ *iii. সাইযেফ বিক্রিয়া :1)R-X+KOH(aq)=R-OH আসে) বিকারক থেকে 1,2,3 ডিগ্রী 1,2,3 পার্থক্য লোকাস বিকারক ড্রিগ্রী অলকোহলের মূলক শনাক্তকরণ ii)PCIS দিয়ে ফেনল বেনজিন থেকে ফেনল থেকে i)Br2 ii)FeC13 প্রস্ততি অযলডিহাইড কিটোন উদ্দীপকের অযলডল ঘনীভবন দিবেনা বিক্রিয়া) ক্যানিজারো বিক্রিয়া কি দিবে, বিক্রিয়া দিবে শর্তসহ অ্লডিহাইড কিটোন মূলক শনাক্তকরণটলেন বিকারক ফেহলিং দ্রবন দিয়ে) নিউরলিফিলিক HcHo>cH3cHo>cH3cocH3 বিক্রিয়ায় কার সক্রিয়তা"

2nd Paper Chapter-3: পরিমানগত রসায়ন (2 set CO আসবে)

Part-1: এসিড-ক্ষার ঘনমাত্রা, নির্দেশক (1 set CQ আসবে)
1. মোলারিটিতে ঘনমাত্রা S=w*1000/MV ★★★
2. ঘনমাত্রার এককের Conversion ppm/ppb/ppt/শতকারা / mole / L***

3. V1S1 = V2S2 ★★★
i)পরিবর্তিত ঘনমাত্রা কত
ii)কতটুকু পানি যোগ করতে হবে

4. মিশ্রিত দ্রবনের প্রকৃতি/ ঘনমাত্রা / pH নির্ণয় করো ★★★

5. প্রশমন লেখচিত্রের সাহায্যে এসিড-ক্ষার ট্রাইটেশনে উপযুক্ত নির্দেশক নির্বাচন করো। ***
NB: 2 & 4 নং প্রশ্ন দুটি আসার সম্ভাবনা সব থেকে বেশি।

part-2: জারন-বিজারন (1 set CQ আসবে)
1) উদ্দীপকের জারক-বিজারকের মধ্য সংঘটিত বিক্রিয়াটি আয়ন ইলেক্ট্রন পদ্ধতিতে সমতা করো। *** 2) জারক-বিজারকের math
Type-01: একটির ভর ও অন্যটির আয়তন-ঘনমাত্রা দেওয়া (বিশুদ্ধ লোহা/ভেজালের পরিমাণ/শতকারা পরিমাণ নির্ণয় করো)
Type-02: উভয়ের আয়তন-ঘনমাত্রা দেওয়া।
NB: জারণ-বিজারণ থেকে এই দুটি প্রশ্ন 100% কমন আসবে

Chapter-4: তড়িৎ রসায়ন (2 সেট CQ আসবে)

Part-1: তড়িৎ বিশ্লেষন কোষ
1) উদ্দীপকের তড়িৎ বিশ্লেষন কোষে অ্যানোড ও ক্যাথোডে সংঘটিত বিক্ৰয়া লেখ।★
2) ক্যাথোডে সঞ্চিত পদার্থের ভর নির্ণয় করো অথবা ক্যাথোডে সঞ্চিত পরমানুর সংখ্যা নির্ণয় করো। ★★★ 3) তড়িৎ বিশ্লেষনের ফলে দ্রবনের পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয় করো। ★★

Part-2 : তড়িৎ রাসায়নিক কোষ
1. উদ্দীপকের তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোডে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া-কোষ বিক্রিয়া এবং কোষ উপস্থাপন লেখা ★★★
a.কোষের তড়িৎচালক বল or Voltage or EMF নির্ণয় করো একই প্রশ্ন
b.Type-1: ঘনমাত্রা না দেওয়া থাকলে Ecell = Eox Ered ★★★
c. Type-2: ঘনমাত্রা দেওয়া থাকলে নানস্টের সমীকরণের সাহায্যে EMF নির্ণয় করবে। ★★★
d. পাত্রে দ্রবন রাখা যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। (এক্ষেত্রে Ecell = Eox + Ered বসাবে। ঘনমাত্রা দেওয়া থাকলেও নানস্টের সমীকরণ ব্যবহার করার দরকার নাই)।

2. কোষের EMF ও তড়িৎদ্বার বিভব দেওয়া থাকবে অ্যানোড অথবা ক্যাথোডের ঘনমাত্রা নির্ণয় করো ★★ 3 . প্ৰমান হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে অন্য তড়িৎদ্বারের সংযোগ দিয়ে চিত্র একে কোষ বিক্রিয়া ও কোষ উপস্থাপন লেখ)। ★★

NB: তড়িৎ রসায়নের part-1 এর 2 এবং part-2 এর 1.2.3 most important

আশা করি আপনারা সবাইএই এইচএসসি রসায়ন ২য় পত্র শর্ট সাজেশন ২০২৩ – HSC রসায়ন ২য় পত্র চূড়ান্ত সাজেশন – HSC Chemistry 2nd Paper Suggestion 2023 পেয়ে গেছেন।  কোনো সমস্যা হলে কমেন্ট করবেন ওথবা  এরকম সাজেশন পেতে আমাদের ফেসবুক গ্রুপে পোষ্ট করতে পারেন।

ভালো লাগতে পারে

Back to top button