measurements tape | মেজারমেন্ট টেপ এর হিসাব | মেজারমেন্ট কত প্রকার? A To Z

আসসালামু আলাইকুম, আপনি কি মেজারমেন্ট টেপ এর হিসাব সাথে মেজারমেন্ট কত প্রকার বা measurements tape সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে যাচ্ছেন? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকের পোস্টে আমরা measurement tape সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত একদম পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব । 

measurements tape | মেজারমেন্ট টেপ এর হিসাব | মেজারমেন্ট কত প্রকার

measurements tape | মেজারমেন্ট টেপ এর হিসাব | মেজারমেন্ট কত প্রকার?

বন্ধু আপনি যদি গার্মেন্টস এ চাকরি করে থাকেন বা গার্মেন্টসে চাকরি করবেন ভাবছেন তাহলে আপনাকে অবশ্যই এই measurements tape সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। অর্থাৎ এই মেজারমেন্ট কত প্রকার বা মেজারমেন্ট টেপ এর হিসাব গুলো আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। তবে আজকের পোস্ট শেষ পর্যন্ত পড়লে ইনশাল্লাহ আপনি সব কিছু বুঝে ফেলতে পারবেন। 

মেজারমেন্ট টেপ কি? what is measurements tape?

বন্ধুরা মেজারমেন্ট টেপ এর হিসাব এবং মেজারমেন্ট কত প্রকার এই বিষয়ে সম্পর্কে জানানর আগে আপনাদেরকে এটা বলে নেই যে মেজারমেন্ট টেপ (measurement tape) কি । মেজারমেন্ট একটি ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে কোন কিছু পরিমাপ করা , বা কোন কিছু মাপা এমনকি কোন কিছুর পরিমাণ নির্ণয় করাতেও এটি ব্যবহৃত হয় । তো এখন এই মেজারমেন্ট শব্দটির সাথে যখন টেপ কথাটি যুক্ত হয় তখন একটি যন্ত্রের নাম উঠে আসে অর্থাৎ measurements tape যেটার মাধ্যমে কোন কিছু পরিমাপ করা হয়ে থাকে।  আশা করি আপনারা মেজারমেন্ট  কি বিষয় সম্পর্কে জানতে পেরেছেন ।

মেজারমেন্ট এর জনক কে?

১৯ শতকের মাঝামাঝি সময়ে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল মেজারমেন্ট টেপ এ যে সমস্ত হিসাব ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে অর্থাৎ সেগুলোর একক সম্পর্কে ধারণা দিয়েছিল তাই মেজারমেন্ট এর জনক জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কে বলা হয়।

মেজারমেন্ট কত প্রকার ? classification of measurements tape . 

বন্ধুরা উপরে আপনারা মেজারমেন্ট টেপ কি এটা জেনে এসেছেন তো অনেকেই মেজারমেন্ট টেপ এর হিসাব জানার পাশাপাশি মেজারমেন্ট কত প্রকার এই বিষয় সম্পর্কে জানতে চান। তাদের জন্য এখন আমি মেজারমেন্ট কত প্রকার বা মেজারমেন্ট টেপ কে কয় ভাগে ভাগ করা হয় সেই বিষয়টি পরিষ্কার ধারণা দেবো । চলুন মেজারমেন্ট কত প্রকার ও কি কি সেটা জেনে নেই ।

মেজারমেন্ট টেপ ( measurements tape ) কে সাধারণত দুই ভাগ করা হয়ে থাকে আর সেগুলো হলো:

  1. ইঞ্চি measurement tape
  2. সেন্টিমিটার measurements tape

এখানে যে মেজারমেন্ট টেপ এর সাহায্যে ইঞ্চি এককে পরিমাপ করা হয় তাকে ইঞ্চি মেজারমেন্ট টেপ এবং যে মেজারমেন্ট টেপের সাহায্যে সেন্টিমিটার এককে পরিমাপ করা হয় তাকে সেন্টিমিটার measurements tape বলা হয় । আশা করি মেজারমেন্ট কত প্রকার ও কি কি আপনারা সেই বিষয়ে সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন তাহলে চলুন এখন আমরা পরবর্তী ধাপে মেজারমেন্ট টেপ এর হিসাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ।

মেজারমেন্ট টেপ এর হিসাব ( Calculation of measurement tape)

একটা মেজারমেন্ট টেপ ব্যবহার করতে গেলে বা মেজারমেন্ট টেপ দিয়ে কোন কাজ করতে গেলে আপনার অবশ্যই মেজারমেন্ট টেপ এর হিসাব সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া থাকতে হবে। অর্থাৎ মেজারমেন্ট টেপ কিভাবে ব্যবহার করতে হয় বা মেজারমেন্ট টেপ এর হিসাব কিভাবে করতে হয় এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনাকে আগে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে গার্মেন্টস মেজারমেন্ট টেপ এর হিসাব সম্পর্কে বিস্তারিত জেনে নেই  ।

মেজারমেন্ট টেপ এর হিসাব বোঝার আগে চলুন কিছু প্রশ্ন এবং উত্তর জেনে নেই.*

একটি মেজারমেন্ট টেপ কত মিটার ? 

একটি মেজারমেন্ট টেপ সাধারণত ১.৫ মিটার পর্যন্ত হয়ে থাকে।

মেজারমেন্ট টেপ (measurements tape) কত ইঞ্চির হয়? 

একটি মেজারমেন্ট টেপ সাধারণত ৬০ ইঞ্চি হয়ে থাকে ।

মেজারমেন্ট টেপ কত সেন্টিমিটার এবং কত মিলিমিটার হয় ?

বন্ধুরা একটি measurement tape এ সাধারণত ১৫০ সেন্টিমিটার এবং ১৫০০ মিলিমিটার পর্যন্ত হিসাব দেওয়া থাকে । আবার এখান থেকে প্রতি সেন্টিমিটার কে ৮ ভাগ করা হয় আর মেজারমেন্ট টেপ এর প্রতি মিলিমিটারকে ১০ ভাগে ভাগ করা হয়।  আর measurements tape এর এই হিসাবগুলো সাধারণত spek শিট অনুযায়ী করা হয়ে থাকে ।

এই প্রশ্নগুলো অনেকের মনে জেগে থাকে তাই উত্তর দিয়ে দিলাম আশা করি পরিষ্কার হয়েছে তাহলে এখন চলুন গার্মেন্টস মেজারমেন্ট টেপ এর হিসাব বুঝে নেওয়া যাক।

measurements tape এ ইঞ্চির হিসাব 

  • ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
  • ১ ইঞ্চি = ২৫.৪ মিলিমিটার
  • ৩৬ ইঞ্চি বা ৩ ফুট = ১ গজ
  • ৩৯.৩৭ ইঞ্চি = ১ মিটার
  • ১২ ইঞ্চি = ১ ফুট

ইঞ্চি মেজারমেন্ট টেপ এর হিসাব

measurements tape | মেজারমেন্ট টেপ এর হিসাব | মেজারমেন্ট কত প্রকার?  A To Z

মেজারমেন্ট টেপ কত প্রকার এই প্রশ্নের উত্তরেই বলেছি মেজারমেন্ট টেপ সাধারণত দুই প্রকার তার মধ্যে একটি ইঞ্চি মেজারমেন্ট টেপ। চলুন তাহলে এই ইঞ্চি মেজারমেন্ট টেপ এর হিসাব বুঝে নেই।

১ম অংশ অর্থাৎ ৮ ঘরের সূত্র:

  • ১ ইঞ্চি = ৮ সুতা বা ২৫.৪ মি. মি. 
  • ১/৮ ইঞ্চি = ১ সুতা বা ৩ মি. মি. 
  • ২/৮ বা ১/৪ ইঞ্চি = ২ সুতা বা ৬ মি. মি. 
  • ৩/৮ ইঞ্চি = ৩ সুতা বা ৯.৫৩ মি. মি. 
  • ৪/৮ বা ১/২ ইঞ্চি = ৪ সুতা বা ১৩ মি. মি. 
  • ৫/৮ ইঞ্চি = ৫ সুতা বা ১৫.৮৮ মি. মি. 
  • ৬/৮ বা ৩/৪ ইঞ্চি = ৬ সুতা বা ১৯ মি. মি. 
  • ৭/৮ ইঞ্চি = ৭ সুতা বা ২২.২৩ মি. মি. 

আশা করি আপনারা প্রথমে অংশের যে আটঘর এর সূত্র ছিল সেটা ইঞ্চি এবং সুতা মেজারমেন্ট টেপ এর হিসাব বুঝতে পেরেছেন তাহলে চলুন আমরা পরের অংশে চলে যাই যেটা হবে আমাদের ১৬ ঘরের বা দ্বিতীয় অংশ ।

২য় অংশে ১৬ ঘরের সূত্র:

  • ১/১৬ ইঞ্চি = ১/২ (আধা সুতা) বা ১.৫৯ মি. মি.
  • ৩/১৬ ইঞ্চি = ১. ১/২ (দেড় সুতা) বা ৪.৭৬ মি. মি.
  • ৫/১৬ ইঞ্চি = ২. ১/২ (আঁড়াই সুতা) বা ৭.৯৪ মি. মি.
  • ৭/১৬ ইঞ্চি = ৩. ১/২  (সাড়ে ৩ সুতা) বা ১১.১১ মি. মি.
  • ৯/১৬ ইঞ্চি = ৪. ১/২  (সাড়ে ৪ সুতা) বা ১৪.২৯ মি. মি.
  • ১১/১৬ ইঞ্চি = ৫. ১/২ (সাড়ে ৫ সুতা) বা ১৭.৪৬ মি. মি.
  • ১৩/১৬ ইঞ্চি = ৬. ১/২ (সাড়ে ৬ সুতা) বা ২০.৬৪ মি. মি.
  • ১৫/১৬ ইঞ্চি = ৭. ১/২ সাড়ে ৭ সুতা বা ২৩.৮১ মি. মি.

বন্ধুরা উপরে আমরা দুইটি অংশে আট ঘরের এবং ষোল ঘরের measurements tape এর হিসাব সম্পর্কে বিস্তারিত বলেছি । পরবর্তী অংশে আমরা আপনাদেরকে এই মেজারমেন্ট টেপ এর ক্ষেত্রে ইঞ্চি এবং সেন্টিমিটার এর সাথে সুতা মেজারমেন্ট এর হিসাবটা বুঝিয়ে দেবো ।

মেজারমেন্ট সুতার হিসাব ( সেঃমিঃ এর সাথে)

measurements tape | মেজারমেন্ট টেপ এর হিসাব | মেজারমেন্ট কত প্রকার?  A To Z

আমরা সকলেই অবগত আছি যে একটি মেজারমেন্ট টেপে সাধারণত ৫ ফুট বা ৬০ ইঞ্চি এবং সাথে ১৫০০ মিলিমিটার বা ১৫০ সেন্টিমিটার পরিমাণ হিসাব দেওয়া থাকে। তো আপনারা যদি সঠিকভাবে মেজারমেন্ট টেপ এর হিসাব বুঝতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই মেজারমেন্ট টেপ এর ইঞ্চি এবং সেন্টিমিটার এর সাথে সুতার সম্পর্কটা বুঝে নিতে হবে । তাহলে চলুন এখন আমরা ইঞ্চি এবং সেন্টিমিটার এর সাথে সুতা মেজারমেন্ট টেপ এর সম্পর্ক গুলো বুঝে নেই ।

  • ১ ইঞ্চি = ২.৫৫ সেন্টি মিটার
  • ১ সুতা = ০.৩১ সেন্টি মিটার
  • ২ সুতা = ০.৬৩ সেন্টি মিটার
  • ৩ সুতা = ০.৯৩ সেন্টি মিটার
  • ৪ সুতা = ১.২৭সেন্টি মিটার
  • ৫ সুতা = ১.৫৫ সেন্টি মিটার
  • ৬ সুতা = ১.৮৬ সেন্টি মিটার
  • ৭ সুতা = ২.১৭ সেন্টি মিটার
  • ৮ সুতা = ২.৫৫ সেন্টি মিটার

আশা করি উপরের লেখাগুলো পড়ে আপনারা মেজারমেন্ট সুতার হিসাব খুব ভালোভাবে বুঝে গেছেন । তাহলে চলুন আমরা আরো measurements tape হিসাব নিয়ে আলোচনা করি।

measurement tape এ হাজারের মাপঃ 

মেজারমেন্ট টেপ সঠিকভাবে ব্যবহার করতে হলে আপনাকে এখানে হাজারের মাপগুলো ঠিকভাবে জানতে হবে তাহলে চলুন এখন আমরা হাজারের সাথে ইঞ্চি এর সম্পর্ক গুলো বুঝে নেই যেটা মেজারমেন্ট টেপ ব্যবহারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 

  • ১২৫ = ১ সুতা অর্থাৎ   ১/৮ ইঞ্চি
  • ২৫০ = ২ সুতা অর্থাৎ   ১/৪ ইঞ্চি
  • ৩৭৫ = ৩ সুতা অর্থাৎ   ৩/৮ ইঞ্চি
  • ৫০০ = ৪ সুতা অর্থাৎ   ১/২ ইঞ্চি
  • ৬২৫ = ৫ সুতা অর্থাৎ   ৫/৮ ইঞ্চি
  • ৭৫০ = ৬ সুতা অর্থাৎ   ৩/৪ ইঞ্চি
  • ৮৭৫ = ৭ সুতা অর্থাৎ   ৭/৮ ইঞ্চি
  • ১০০০ = ৮ সুতা অর্থাৎ   ১ ইঞ্চি

আশা করছি আমার দেওয়া এই কয়েকটি হিসাব মনে রাখলে আপনার আর মেজারমেন্ট টেপ এর হিসাব সম্পর্কে কোথাও যেতে হবে না সবকিছু আপনি এখানেই বুঝতে পারবেন অর্থাৎ একটি measurements tape খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন।

মেজারমেন্ট টেপ দাম -Coast of measurements tape

অনে।কেই জানে না যে একটি মেজারমেন্ট টেপ দাম কত ?. আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনারা অনলাইন কিংবা অফলাইন দুই জায়গাতে পেয়ে যাবেন । তবে যেহেতু মেজারমেন্ট টেপ বিভিন্ন প্রকার হয়ে থাকে অর্থাৎ কোনোটি ছোট আবার কোনটি বড়। তাই যদি আপনি ছোট মেজারমেন্ট টেপ নিতে চান তাহলে দাম কম পড়বে আর বড় সাইজের নিতে চাইলে দাম বেশি পড়বে আপনি ১০০ থেকে ২০০ টাকার মধ্যে যেকোন ধরনের মেজারমেন্টে পেয়ে যাবেন । 

পরিশেষে: measurements tape 

আশা করি আজকের পোস্ট করার মাধ্যমে প্রত্যেকে মেজারমেন্ট টেপ এর হিসাব সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন সাথে মেজারমেন্ট কত প্রকার এবং এই measurement tape এর যাবতীয় বিষয়গুলো আপনারা জেনে গেছেন । এছাড়াও যদি এই মেজারমেন্ট টেপ সম্পর্কে আপনাদের মনে আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেব।

ভালো লাগতে পারে

Back to top button