চুল সিল্কি করার উপায় – লেবু দিয়ে চুল সিল্কি করার উপায়
আসসালামু আলাইকুম বন্ধুরা চুল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। মানুষের সৌন্দর্য এই চুলের উপর আনেকটা নির্ভর করে থাকে । কারো চুল দেখবেন অনেক সুন্দর আবার কারো চুল অনেক খারাপ। তবে আপনার চুল যেমনই হোক না কেন যদি আপনার চুল নরম না থাকে অর্থাৎ আপনার চুল যদি খসখসে বা শক্ত চুল হয়ে থাকে তাহলে সেই চুল থেকে আপনি কখনোই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না । এর জন্য আপনাকে অবশ্যই চুল সিল্কি করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে হবে । এই কারণে আজকের পোস্টে আমরা লেবু দিয়ে চুল সিল্কি করার উপায় এ ছাড়া কলা দিয়ে চুল সিল্কি করার উপায় সহ চুল সিল্কি করার ক্রিম নিয়ে বিস্তারিত আলোচনা করব ।
চুল সিল্কি করার উপায় – লেবু দিয়ে চুল সিল্কি করার উপায় – কলা দিয়ে চুল সিল্কি করার উপায়
চুলের ওপর যেমনটা আমাদের সৌন্দর্য নির্ভর করে ঠিক তেমনি এই চুলের উপর আমাদের স্বাস্থ্যের অবস্থাটাও অনেকটা নির্ভর করে থাকে । যদি আপনার চুল খসখসে হয়ে থাকে এলোমেলো হয়ে থাকে তাহলে কখনোই আপনাকে সুন্দর দেখাবে না এবং এই চুলের কারণে আপনার স্বাস্থ্য অনেকটা খারাপ হয়ে যেতে পারে । যার কারণে আপনাকে অবশ্যই এই চুল সিল্কি করার উপায় গুলো ভালোমতো পড়ে আপনার চুল সুন্দরভাবে সিল্কি করতে হবে । যাইহোক চলুন এখন আমরা এই চুল সিল্কি করার উপায় গুলো ভালো মতো জেনে নেই ।
চুল সিল্কি করার উপায়
আপনাদের সিল্ক থাকাটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই পোষ্টে বেশ কয়েকটি চুল সিল্কি করার উপায় আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব । এর মধ্যে লেবু দিয়ে চুল সিল্কি করার উপায় এ ছাড়া কলা দিয়ে চুল সিল্কি করার উপায় আলোচনা সহ ডিম দিয়ে চুল সিল্কি করার উপায় ও আপনাদেরকে জানিয়ে দেব । চলুন এক এক করে আমরা এই উপায় গুলো বিস্তারিত আলোচনা করি।
লেবু দিয়ে চুল সিল্কি করার উপায়
বর্তমানে এমন অনেক মানুষ আছে যারা জানে লেবু দিয়ে চুল সিল্কি করা সম্ভব কিন্তু তারা এই সঠিক উপায়টা জানেন না। যার কারণে প্রথমে আমরা এই লেবু দিয়ে চুল সিল্কি করার উপায় টা বিস্তারিত জেনে নেব। যদিও চুল সিল্কি করার জন্য আমরা বাজার থেকে অনেক ধরনের জিনিস ক্রয় করে থাকি কিন্তু বন্ধুরা আপনার ঘরে থাকা এই লেবু দিয়েই আপনি আপনার চুলকে সুন্দর ভাবে সিল্কি কি করে ফেলতে পারবেন ।
পড়ুনঃ পেঁয়াজ দিয়ে চুল লম্বা করার পদ্ধতি – কাঁচা পেঁয়াজের উপকারিতা
দোকান থেকে আমরা যে সমস্ত জিনিস কিনে আনি সেগুলোতে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকে যা আমাদের চুলের জন্য ক্ষতিকর হতে পারে । কিন্তু লেবু যেহেতু সম্পূর্ণ প্রাকৃতিক একটি উপাদান তাই এটি ব্যবহার এর ফলে আমাদের চুলের কোন ধরনের ক্ষতি হবে না ।
বন্ধুরা লেবুর সাথে বিভিন্ন ধরনের উপাদান মিশিয়ে আপনাদের চুল সিল্ক বা নরম রাখতে পারবেন।
শুধু লেবু দিয়ে: লেবুর সাথে যদি আপনি কোন উপাদান মিশাতে না চান তাহলে আপনাকে একটি লেবু নিতে হবে এবং এটি নির্দিষ্ট পরিমাণে পানির সাথে মিশতে হবে । তারপর ভালোমতো মিশিয়ে নিয়ে আপনার চুলে ব্যবহার করবেন । লেবুর রসগুলো চুলে লাগানোর পর কিছুক্ষণ অপেক্ষা করে সেম্পু দিয়ে ভালোমতো ধুয়ে ফেলবেন। এখন দেখবেন আপনাদের চুল একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে । আর হ্যাঁ চুল শুকানোর আগে রোদে বের হবেন না ।
লেবু, অলিভ ওয়েল এবং মধু দিয়ে: লেবুর পাশাপাশি অলিভ অয়েল বা জলপাইয়ের তেল এবং মধু আমাদের চুলের জন্য বেশ উপকারী একটি উপাদান। এই উপাদানগুলো সঠিকভাবে আমাদের চুলে ব্যবহার করলে চুল আগের থেকে অনেক বেশি ঝড়ঝড়া হয়ে যাবে ।
- প্রথমে দু চামচ পরিমাণ লেবুর রস এর সাথে দুই চামচ পরিমাণ মধু এবং হাফ কাপ অলিভ অয়েল নিন।
- এ সমস্ত উপাদান একটি পরিষ্কার বাটিতে রেখে এগুলো ভালোমতো মিশিয়ে নিন ।
- ভালোমতো মেশানো হয়ে গেলে আপনারা গোসল করার আগে এই মিশ্রণটি আপনাদের চুলে খুব সুন্দর ভাবে মেসেজ করে নিন ।
- চুলে লাগানো হয়ে গেলে এখন আপনি ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন যাতে করে এগুলো চুলের ভিতরে পর্যন্ত যেতে পারে ।
- অপেক্ষা করা হয়ে গেলে আপনার মাথাটি ভালো শ্যাম্পু দিয়ে পরিষ্কারভাবে করে ধুয়ে নিন আশা করি আপনার চুল সিল্ক হয়ে যাবে ।
এলোভেরা ও লেবু দিয়ে: এলোভেরা আমাদের শরীরের ত্বকের জন্য যেমন উপকারী তেমনি এটি আমাদের চুলের জন্যও বেশ উপকারী । কারণ এই অ্যালোভেরাতে আছে ভিটামিন বি আর এই ভিটামিন বি আমাদের চুলের স্বাস্থ্য কে ঠিক রাখে এবং চুলকে বৃদ্ধি করতে সহায়তা করে ।
এছাড়াও লেবুতে আসে এন্টিঅক্সিডেন্ট এবং সাইট্রিক এসিড যা আমাদের চুলের ফাটা রোধ করে এছাড়াও চুলকে মজবুত করতে বেশ সাহায্য করে থাকে । আর যদি আপনারা এই অ্যালোভেরা এবং লেবু একসাথে মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের চুলের সব ধরনের যত্ন হয়ে যাবে।
- প্রথমে আপনাকে পরিমাণমতো পানি, হাফ চামচ লেবুর রস এবং সেখানে অ্যালোভেরা জেল নিতে হবে ।
- এরপর এই তিনটি উপাদান একটি পরিষ্কার পাতিলে রেখে এগুলো কে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে , বলে রাখা ভালো এটি প্রাকৃতিক কন্ডিশন হিসেবে কাজ করবে ।
- মেশানো হয়ে গেলে আপনার চুল ভালোভাবে পরিষ্কার করুন এবং পরিষ্কার করার পর এই মিশ্রণটি কে আপনার চুলে ভালো মতো লাগিয়ে দিন ।
- তারপর ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ভালোমতো আপনার মাথা ধুয়ে ফেলুন।
এইভাবে করলে আপনাদের চুল একদম আগের থেকে অনেক বেশি ফ্রেশ হয়ে যাবে যা আপনি নিজে থেকে খুব ভালো মতো বুঝতে পারবেন ।
পড়ুনঃ চুল স্ট্রেইট করার ঘরোয়া পদ্ধতি – ছেলেদের চুল স্ট্রেইট করার ক্রিম
কলা দিয়ে চুল সিল্কি করার উপায়
বন্ধুরা কলা আমাদের স্বাস্থ্যের যেমন উপকার করে তেমনি এই কলা আমাদের চুলের ও অনেক উপকার করে থাকে । লেবু ব্যবহার করে যেমন চুল সিল্কি করা যায় ঠিক তেমনি কলা ব্যবহার করেও আপনারা আপনাদের চুল ভালোমতো সিল্কি করতে পারবেন । তাই এখন আমরা এই কলা দিয়ে চুল সিল্কি করার উপায় আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব।
কলা এবং মধু দিয়ে: বন্ধুরা মধু আমাদের চুলের জন্য বেশ উপকারী একটি উপাদান তবে কলার সাথে মধু ব্যবহার করলে এই উপকারটা আরো বেশি করে পাওয়া যায় । নিচে আমরা এই কলা এবং মধু দিয়ে চুল সিল্কি করার উপায় আপনাদের কাছে জানিয়ে দিলাম ।
- প্রথমে একটি কলা নিবেন যদি কলাটি বড় হয় তাহলে অর্ধেক নিতে পারেন। এর সাথে দুই চামচ পরিমাণ মধু নিবেন।
- এরপর কলা এবং মধুকে একটি পরিষ্কার বাটিতে নিয়ে ভালোমতো দুইটি উপাদানকে মিশিয়ে নিবেন ।
- কলা এবং মধু ভালোমতো মিশিয়ে গেলে এই মিশ্রণটি আপনার মাথার চুলের আগা থেকে গড়া পর্যন্ত খুব ভালোমতো 5 থেকে 7 মিনিট মেসেজ করুন ।
- ৫ থেকে ৭ মিনিট মেসেজ করা হয়ে গেলে এখন আপনি 15 থেকে 20 মিনিট এভাবেই আপনার চুলকে রেখে দিন ।
- অপেক্ষা করা হয়ে গেলে আপনার চুলকে পরিষ্কার পানি দিয়ে ভালোমতো ধুয়ে নিন এর সাথে আপনি শ্যাম্পু ব্যবহার করতে পারেন ।
উপরের এই কাজটি করলে আপনাদের চুল আগের থেকে অনেক বেশি সিল্ক হয়ে যাবে যার ফলাফল আপনি নিজে থেকে বুঝতে পারবেন ।
টক দই এবং কলা দিয়ে: বন্ধুরা দইয়ে থাকে এন্টি এক্সিডেন্ট যা আমাদের চুলের গ্রথকে অনেকটা প্রভাবিত করে । এখন আমি আপনাদেরকে যে হেয়ারপ্যাক বানানো শিখাবো এই হেয়ার প্যাকটি দিয়েও আপনি আপনার চুলকে সুন্দরভাবে সিল্কি করতে পারবেন। চলুন তাহলে এখন আমরা টক দই এবং কলা দিয়ে চুল সিল্কি করার উপায় জেনে নেই ।
- প্রথমে আপনাকে একটি কলার অর্ধেক পরিমাণ একটি পরিষ্কার বাটিতে রাখতে হবে এবং সাথে দুই চা চামচ টক দই নিতে হবে ।
- এরপর টক দই এবং কলা কে খুব সুন্দর ভাবে একে অপর সাথে মিশিয়ে নিতে হবে ।
- যখন নতুন পেস্ট তৈরি হয়ে যাবে সাথে সাথে আপনার সম্পূর্ণ চুলগুলোকে এই মিশ্রণটি দিয়ে মাখিয়ে নিবেন এবং তিন থেকে চার মিনিট মেসেজ করবেন ।
- সুন্দর ভাবে লাগিয়ে নিয়ে আপনি এখন ১৫ মিনিটের মতো অপেক্ষা করে চুল গুলোকে শ্যাম্পু দিয়ে ভালোমতো দিয়ে ফেলবেন ।
আপনারা যদি এই টক দই এবং কলা ব্যবহার করে আপনাদের চুলের যত্ন নিতে পারেন তাহলে চুলের গোড়া শক্ত এবং চুলকে রুক্ষ করতে অনেক বেশি সাহায্য করবে । এছাড়াও যাদের চুল পড়ে যায় তাদের চুলের গোড়া কে শক্ত করতেও এই হেয়ার প্যাকটি বেশ কার্যকরী ।
কলা এবং লেবুর রস দিয়ে: যাদের মাথায় অনেক বেশি খুশকি রয়েছে এবং খুশকি দূর করতে চাচ্ছেন তারা এই হেয়ার প্যাক টি ব্যবহার করে দেখতে পারেন । লেবুর রস আমাদের চুলের জন্য কতটা উপকারি আপনারা উপরের পয়েন্ট পড়ে বুঝতে পেরেছেন । যাই হোক নিচে এই কলা এবং লেবুর রস ব্যবহার করার পদ্ধতি আলোচনা করা হলো ।
- একটি পাকা টাটকা কলা নিবেন। এবং এই কলাটিকে ব্লেন্ডার মেশিন দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিবেন ।
- এরপর এই ব্লেন্ড করা কলাকে দুই চামচ লেবুর রস দিয়ে ভালোমতো মিশ্রণ তৈরি করে নেবেন ।
- এই পেস্টটিকে আপনাদের চুলের গোড়া থেকে আগা পর্যন্ত এবং মাথায় ভালোমতো মেসেজ করে নিতে হবে ।
- এভাবে করে আপনি ২০ মিনিট রেখে দিয়ে চুলগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালো শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে নিবেন ।
ডিম দিয়ে চুল সিল্কি করার উপায়
ডিমের মধ্যে যে সাদা অংশটি থাকে এই অংশের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আরে এই প্রোটিন ব্যবহারের ফলে আমাদের মাথার খুশকি দূর হয় এবং চুলকে আগের থেকে অনেক বেশি মজবুত করে তোলে । এছাড়াও যাদের চুল এলোমেলো রয়েছে তাদের চুলকে সিল্কি করে তোলে এই প্রোটিন জাতীয় পদার্থটি ।
- প্রথমে আপনাকে একটি কলা নিতে হবে এবং কলাটিকে খুব সুন্দর ভাবে মিহি করে নিতে হবে যাতে করে কোনভাবেই কলা অক্ষত না থাকে।
- এরপর একটি ভালো ডিম কোন পরিষ্কার বাটিতে ভেঙ্গে নিন এবং ডিমের কুসুম ও সাদা অংশটিকে আলাদা করে নিন ।
- এখন ডিম থেকে আলাদা করা সাদা অংশ এবং মিহি করা কলার অংশটিকে আলাদা কোন পাত্রে নিয়ে ভালোমতো মিশিয়ে নিন ।
- যখন দুটি উপাদান ভালো মতো মিশানো হয়ে যাবে তখন এগুলোকে আপনারা মাথায় ভালোমতো মেসেজ করে নিন আপনি চাইলে এখানে পরিষ্কার ব্রাশ ব্যবহার করে কাজটি করতে পারেন ।
- চুলে এই মিশ্রণটি লাগানো হয়ে গেলে এভাবে কিছুক্ষণ অপেক্ষা করবেন যেন সবগুলো মাথার ভিতর শুকিয়ে যায়।
- ২৫ মিনিট অপেক্ষা করার পর আপনার মাথাটিকে পরিষ্কার পানি এবং ভালো কোম্পানির শ্যাম্পু দিয়ে আস্তে আস্তে ধুয়ে ফেলুন।
এভাবে যদি আপনি ডিম এবং কলা দিয়ে আপনার মাথার চুলের পরিচর্যা করেন তাহলে আপনার চুলের অনেক উপকার হবে আপনার চুলের আগাল ফাটা বন্ধ হবে এছাড়াও চুলের গোড়া মজবুত হবে এবং সিল্ক হয়ে যাবে। আশা করি ডিম দিয়ে চুল সিল্কি করার উপায় সম্পর্কে আপনাদের মনে আর কোন প্রশ্ন নেই ।
শ্যাম্পু দিয়ে চুল সিল্কি করার উপায়
যদিও সেম্পু দিয়ে চুল সিল্কি করা যায় কিন্তু হুটহাট করে যে কোন কোম্পানির সেম্পু ব্যবহার করা যাবে না। কারণ এই শ্যাম্পুতে কোম্পানিরা অনেক মারাত্মক রাসায়নিক পদার্থ ব্যবহার করে থাকে যেটা আমাদের চুলের জন্য অনেকটা ক্ষতি করতে পারে । তবুও আমি আপনাকে শ্যাম্পু দিয়ে চুল সিল্কি করার উপায় সম্পর্কে একটু ধারণা দেই ।
যদি আপনি শ্যাম্পু ব্যবহার করে চুলের যত্ন নিতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে ভালো কোম্পানির সেম্পু চয়েস করতে হবে । যদি আপনি খারাপ সেম্পু ব্যবহার করতে থাকেন তাহলে একসময় আপনার চুল অনেক পাতলা হয়ে যাবে অর্থাৎ আপনার চুল ওঠা শুরু করবে । এছাড়া অনেক সময় দেখা যায় শ্যাম্পু ব্যবহার করার কারণে অনেকের চুলের বিভিন্ন ধরনের ক্ষতি হওয়া শুরু হয়েছে ।
শ্যাম্পু দিয়ে চুলের পরিচর্যা করার জন্য প্রত্যেকদিন এই হিসেবে শ্যাম্পু ব্যবহার করা যাবে না আপনি চাইলে সপ্তাহে সর্বোচ্চ দুই দিন শ্যাম্পু ব্যবহার করতে পারেন, একদিন ব্যবহার করলে আরো ভালো । শুধুমাত্র যখন গোসল করবেন তখন এই শ্যাম্পু হাতে নিয়ে মাথার প্রত্যেকটি চুলে ভালো মত মেসেজ করে ৩ থেকে ৪ মিনিট অপেক্ষা করবেন এবং তারপর শুধু পরিষ্কার পানি দিয়ে আপনার মাথাটিকে ধুয়ে ফেলবেন । আশা করি শ্যাম্পু দিয়ে চুল সিল্কি করার উপায় আপনারা ভালোমতো বুঝে গেছেন ।
চুল সিল্কি করার ক্রিম
যদিও ওপরে আমি বেশ কয়েকটি ঘরোয়া পদ্ধতির মাধ্যমে চুল সিল্কি করার উপায় আপনাদেরকে জানিয়ে দিয়েছি কিন্তু অনেকেই আছে যারা ক্রিম ব্যবহার করে তাদের চুল সিল্ক রাখতে চায় । তবে আমি আপনাকে কখনোই ক্রিম ব্যবহার করা পরামর্শ দিব না কারণ এতে রয়েছে রাসায়নিক পদার্থ যেটা আপনাদের চুলের ক্ষেত্রে উপকারী নাও হতে পারে ।
তবুও আপনি চাইলে নিচে উল্লেখিত এই ক্রিম গুলো ব্যবহার করতে পারেন।
এখানে বলে রাখা ভালো ক্রিম গুলো নিয়মিত ব্যবহার করবেন না। আগে দেখবেন ক্রিম ব্যবহারের ফলে আপনাদের চুলের উপকার হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে। যদি উপকার না হয়ে থাকে তাহলে সাথে সাথে ক্রিম গুলো ব্যবহার করা বন্ধ করে দিন । আমি যে চুল সিল্কি করার ক্রিমগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম সেগুলো আপনারা যে কোন কসমেটিক্সের দোকানে পেয়ে যাবেন।
পরিশেষে
আজকের পোস্টে আমি চুল সিল্কি করার উপায় সম্পর্কে যাবতীয় ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি । এমন কোনো পয়েন্ট নেই যেটা আমি এই পোস্টে আলোচনা করিনি । আশা করব পোস্টটি পড়ে আপনাদের কিছু না কিছু উপকার হয়েছে।
কিন্তু শেষে আমি একটি কথা বলব সেটি হচ্ছে, কখনোই কোনো বিষয় অতিরিক্ত করা উচিত নয় । উপরে আমি যে পদ্ধতিগুলো আলোচনা করেছি সেগুলো কখনোই অতিরিক্ত করার চেষ্টা করবেন না এতে করে ক্ষতি হওয়া সম্ভবনা রয়েছে । তাই চেষ্টা করবেন মাত্রার মধ্য থেকে চুল সিল্কি করার উপায় গুলো অবলম্বন করার । যদি পোস্টে আলোচিত কোন বিষয় কেউ বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জিনিসটি বুঝিয়ে নিবেন । আর হ্যাঁ যারা এই ধরনের চুল সিল্কি করা উপায় খুজতেছে তাদের সাথে চাইলে পোস্টটি শেয়ার করতে পারেন।
You have to wait 53 seconds. Generating next Post Link…( 5 No. Post)
|