বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (পরীক্ষায় আসার মত)

আজকের পোস্টে আমরা বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর আপনাদের সাথে আলোচনা করব। এগুলা থেকেই ইনশাল্লাহ পরীক্ষায় কমন আসবে। এই বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর গুলো আমরা বাছাই করেই আপনাদের জন্য নিয়ে আসি।

বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১। কত ক্রাশ পথ হেঁটে স্কুলে যাতায়াত করতে হয়?

উত্তর: চার ক্রোশ।

২। মৃত্যুঙ্জয় কোন বংশের ছেলে / খুড়া কোন বংশের?

উত্তর: মিত্তির বংশের।

৩। সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসায় কী?

উত্তর: শিকড় বিক্রি করা।

৪। মৃত্যুঞ্জয় ও বিলাসী কোথায় সাপ ধরতে গিয়েছিল?

উত্তরঃ এক গোয়ালার বাড়িতে।

৫। মৃত্যুঙ্গয়ের অমার্জনীয় অপরাধ কী ছিল?

উত্তর: বিলাসীর হাতে ভাত খাওয়া।

৬। মৃত্যুঞুয়ের মৃত্যুর পর বিলাসী কয়দিন বেঁচে ছিল?

উত্তর: সাতদিন।

৭. বিলাসি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর: “ভারতি” পত্রিকায়।

৮। মৃত্যুঞ্গয়র কিসের বাগান ছিল?

উত্তর: আম-কাঁঠালের।

৯। মৃত্যুঞ্গয়ের বাগানটা কত বিঘার ছিল?

উত্তর: কুড়ি-পঁচিশ বিঘার।

১০। বর্তমানের কোন শ্রেণিকে পূর্বে সেকে্ড ক্লাস বলা হতাে?

উত্তরঃ নবম শ্রেনী কে।

১১। বর্তমানের কোন শ্রেণিকে পূর্বে থার্ড ক্লাস বলা হতাে?

উত্তর: অষ্টম শ্রেণিকে।

১২। বর্তমানের কোন শ্রেণিকে পূর্বে ফোর্থ ক্লাস বলা হতাে?

উত্তর: সপ্তম শ্রেণিকে।

১৩. শরৎচন্দ্র চট্যপাধ্যায় কত সালে জন্মগ্রহন করেন?

উত্তর: ১৮৭৬ খ্রিস্টাব্দে।

১৪। মৃতুঙ্য় কয় মাস শয্যাগত ছিল?

উত্তর: দেড় মাস।

১৫। ন্যাড়ার কয়টি শখ ছিল?

উত্তর: ২টি।

১৬। মৃত্যুঙ্গয় কোন জাতীয় গােখরো সাপ ধরেছিল?

উত্তর: খরিশ গােখরাে।

১৭। খুড়ার কাজ কী ছিল?

উত্তর: খুড়ার কাজ ছিল ভাইপাে মৃত্যুগ্গয়ের নাম দুর্নাম রটানো।

১৮। বিলাসী কীভাবে আত্বহত্যা করে?

উত্তর: বিষপান করে।

১৯। মৃত্যুঞ্জয় কোন ক্লাশে পড়ত?

উত্তর: থার্ড ক্লাসে।

২০। বিলাসী ন্যাড়াকে কোন পর্যন্ত এগিয়ে দিল?

উত্তর: ভাঙা প্রাচীরের শেষ অবধি।

২১। গােয়ালার বাড়িতে মৃত্যুঞ্তয় সাপ ধরে কার হাত দিল?

উত্তর: ন্যাড়ার হাতে।

বাংলা ব্লগস্পট
বাংলা ব্লগস্পট

বাংলা ব্লগস্পট একটি মাল্টি নিশের বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় জ্ঞান বিতরণের চেষ্টা করা হয়।

Newsletter Updates

Enter your email address below to subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *